রমনা পার্কে যাওয়ার অভিজ্ঞতা - ১০% লাজুক খ্যাঁক এর জন্য

আসসালামু আলাইকুম বন্ধুরা❤️

আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমাতে আপনারা সবাই খুবই ভালো আছেন।আমি ও আপনাদের দোয়ায় অনেক অনেক অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার মোবাইলে তোলা কিছু চোখ জুরানো ফুলের ফটোগ্রাফি। আসা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

IMG_20220212_154012.jpg

অনেক দিন পর আমি একটু ঘুরতে গেছিলাম আমি এবং আমার ভাইয়া। ঘুরতে যাওয়ার বড় শখ। কিন্তু কাজের জন্য সমায় পাই না। যখন আবার একটু সমায় পাই তখন আবার ঘুরতে যাওয়ার মানুষ পাইনা। কারন একা একা ঘুরতে যাইতে ভালো লাগে না। সাথে কেউ না থাকলে কথা বলা যায় না। আর কথা বলা না গেলে তো ভালোই লাগে না।এ জন্য কাউকেই না পেলে আর একা একা ঘুরতে যাই না।


IMG_20220212_152727~2.jpg


বিশেষ করে সেদিন আমি ভাইয়া কে বললাম যে চলেন আমরা আজকে কোথাও ঘুরতে যাই। বলার সাথে সাথেই সে রাজি হইয়া গেল। কারন সে ঘুরতে যাওয়া তার কাছে অনেক ভালো লাগে। তাই আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আমরা প্রায় ১০ টার সময় রওয়ানা দিলাম। আমরা অনেক আাগে থেকেই পরিকল্পনা করে রাখছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া হয়। তাই সেদিন আমরা পরিকল্পনা করছিলাম ঢাকার রমনা পার্কে।


IMG_20220212_152447.jpg


তাই সেদিন আমরা রমনা পার্কে ঘুরতে গেলাম। কিন্তু একটা সমস্যা হয়ে গেল কারণ আমরা জানতাম না যে রমনা পার্ক কখন খোলা থাকে কখন থাকেনা। কারণ আমরা অনেকদিন পর গিয়েছি তো তাই জানা নাই। করোনার সমস্যার কারণে রমনা পার্ক এখন আর আগের মতো সবসময় খোলা থাকে না। নির্দিষ্ট একটা টাইম করে দিয়েছে যে এই টাইমে খোলা থাকবো আর এই সময় খোলা থাকবো না। আমরা যখন গিয়েছি তখন বাজে প্রায় ১১.৩০.।তখন আমরা গিয়ে আর গেট খোলা পাই নাই কারণ সকাল ৬ টা থেকে ১১ পর্যন্ত গেট খোলা থাকে।


IMG_20220212_150840.jpg


কিন্তু আমরা তার পরে গিয়েছি বিকাল ৩.টা হতে ৭ টা পর্যন্ত খোলা থাকে। তো এখন আমরা কি করবো বাসায় ও যাওয়া যায় না। কারণ এখান থেকে বাসা অনেক দূরে এই জন্য আর বাসায় যাইনি। তো এতক্ষণ কি করবো বসে তো আর থাকা যায় না। তো আমরা একটা পরিকল্পনা করলাম যে চলেন আমরা এখান থেকে অন্য দিকে একটু ঘুরে আসি ততক্ষণ পর্যন্ত। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করলাম এমন কিছু নাস্তা পানি খেলাম।

তো ঘুরতে ঘুরতে প্রায় ১ টা বেজে গেছে। তখন আবার আমাদের নামাজের সমায় হয়ে গেছে। তাই আমরা মসজিদে নামাজ পরতে গেলাম। আমাদের নামাজ পড়তে পড়তেই প্রায় অনেক সমায় হয়ে গেলো।নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করলাম। পড়ে এমন করতে করতে প্রায় ৩ টা বেজে গেলো। তো আমরা রমনা পার্কে ঢুকে গেলাম।অনেক ঘুরা ঘুরি করলাম ভালোই লাগলো ঘুরতে।


IMG_20220212_151825.jpg


ঘুরতে ঘুরতে কিছু ফটোগ্রাফি তুললাম। আসলে আপনারা যারা রমনাপার্কে ঘুরতে গেছেন। তারা অবশ্যই জানেন রমনাপার্কে অনেক সুন্দর সুন্দর গ্রামের মতো গাছ আছে।তবে এখানকার গাছের দৃশ্য গুলো দেখতে খুবই সুন্দর লাগে।


IMG_20220212_150452.jpg

IMG_20220212_154130.jpg


এখানে আরও অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে।যে গুলোর ছবি তোলা হয় নায়। আপনারা যারা এখনো রমনাপার্কে যান নায় তারা গিয়ে দেখে আসতে পারেন। অবশ্য ই আপনাদের ভালো লাগবে কারন ওখানে ভালো লাগার মতো সুন্দর সুন্দর জিনিস আছে।

যাইহোক আজকে আর লিখতে চাই না। আমার লেখার মধ্যে যদি কোন ভুল হয় তবে সবাই আমাকে ক্ষমা করবেন। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন।

   ❤️আল্লাহ হাফেজ❤

photographermustafiz99
LocationDhaka
W3Whttps://w3w.co/disprove.rinses.toffee
DeviceVivo A12Y
Sort:  
 2 years ago 

বেশ কিছুদিন আগেই রমনা পার্কে গিয়েছিলাম। সত্যি বলতে খুবই চমৎকার জায়গা টি ।একটি শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য এই জায়গাটির কোনো বিকল্প নেই। সবুজে ঘেরা গাছপালার কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57886.34
ETH 3104.72
USDT 1.00
SBD 2.54