মা বাবার শিক্ষা হলো ছোটদের উত্তম শিক্ষা ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।
আমার ১০% সাই ফক্স ও ৫% এবিবিস্কুল
.


আমি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বলছি। আমার বাংলা ব্লগের সকল ভারতীয় ও বাংলাদেশের বন্ধুদের সুস্থতা কামনা রেখে শুরু করছি আজকের বগ্ল


IMG_20220320_165149.jpg

আমি আজকে একটি মোcenter পোস্ট নিয়ে হাজির হয়েছি।মোটিভেশন পোস্ট লিখতে আমি বেশি একটা পারদর্শী না। তার পরেও চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আশা করি চেস্টায় সফলতা পাবই।কারন মানুষ যেটা কর্ম করে পরে সেটাই সে পায়। তাই কষ্ট করতে করতে একদিন না একদিন কেষ্ট মিলেই যাবে


যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে তলে ধরবো সেটা হলো ছোটদের উত্তম শিক্ষা মা বাবার শিক্ষা। এ বিষয় আজকে আমি কিছু লিখে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ


IMG_20220320_165146.jpg

ছোট বাচ্চাদের কাছে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার মা বাব। মা-বাবা যেটা শিক্ষা দিব সেইটাই শিখব তারা।ছোট বাচ্চারা তারা ছোট থেকে নিজে নিজে কিছু শিখতে পারে না। মা-বাবা যা শিখাইবো তাই শিখবো। এ পৃথিবীতে এমন কোন মা-বাব পাওয়া যাবে না যে সন্তানের ভালো চায়না। সবাই চায় আমার সন্তান ভালো হোক বা ভালো থাকুক সঠিক পথ অবলম্বন করুক। কিন্তু এটা সবার কপালে হয় না কেন হয় না এর কারণ একটাই।আমরা আমাদের সন্তানকে সঠিক পথের দিশা দিতে পারিনি। এজন্য আমাদের সন্তানরা বিভিন্ন ধরনের নেশা যুক্ত হয় খারাপ পথ অবলম্বন করে


কোন সন্তানই নিজে নিজে খারাপ হয়না তাকে খারাপ বানানো হয়। একমাত্র সঠিক শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানদের এই অবস্থা।আমরা চাই প্রত্যেকটা সন্তানেরা সুশিক্ষিত হোক ও ভালো হোক।
তবে প্রত্যেকটা সন্তানকে যদি ভালো বানাতে হয় বা সুশিক্ষিত করতে হয়। তবে এর জন্য আমাদের প্রত্যেকটা মা-বাবের মেহনত করা লাগবো


কারন মনে রাখতে প্রত্যেকটা সন্তানদের ছোট থাকতে যে শিক্ষাটা দিবেন ওই শিক্ষাটাই তারা বড় হয়ে গ্রহণ করবে। আপনারা আজকাল সমাজের যে অবস্থা দেখেন। আমাদের ভাইয়েরা আজকাল কতোটা খারাপ হয়ে গেছে। বিভিন্ন ধরনের মদ জুয়া বিভিন্ন নেশায় তারা আজ যুক্ত হয়ে গেছে এর কারন কি।এর কারন হলো তাদেরকে সঠিক পথের দিশা দিতে মা বাবা পারে নায়।প্রত্যেকটা সন্তানেরই খারাপ হওয়ার পিছনে দায়ী হলো তার মা বাব।মা বাব যদি ছোট থেকে সন্তানের সঠিক শিক্ষা দিত তাহলে আজকে আমাদের সমাজের এ অবস্থা হতো না


আমরা সন্তানদের প্রতি ঠিক ভাবে খেয়াল ও রাখি না। সন্তানদের শুধু আমরা খাওয়ার সময় আর ঘুমানোর সময় খেয়াল রাখি যে সন্তানটা কোথায় গেলো। আমাদের সব সময় সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় গেলো কখোন কি করছে না করছে প্রতিটা সময় যদি সন্তানদের প্রতি খেয়াল রাখি তাইলে কনো সন্তানি কু সন্তান হতে পারে না। সন্তানের উপর আমাদের মা বাবার উপর অনেক দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ। মনে রাখবেন আমাদের সন্তানদের উপর অনেক দায়িত্ব আছে সে দায়িত্ব যদি আমরা ছোট থাকতে পালোন না করি। তাহলে বড় হয়ে সন্তান ও মা-বাবার এর উপর দায়িত্ব গুলো আছে ওই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হবে

IMG_20220320_165141.jpg


আমরা শুধু সন্তানদেরই দোষ দিয়ে যাচ্ছে যে মা-বাবার দেখাশোনা করে না মা বাবার কথা শুনে না।এর পিছনে মূল দোষী হল তার মা বাব যেটা শিক্ষা দিছে সেটাই সে গ্রহণ করছে।তাই আমাদের প্রত্যেকটা মা বাবারি উচিত সন্তানের প্রতি ছোট থাকতে খেয়াল রাখা। এবং সন্তান কি করছে কি করবে এবং এবং সন্তানদের ভালো কিছু শিক্ষা দেওয়া। শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেকটা নর নারির উপর ফরজ।শিক্ষার কনো বয়স নেই যে আমরা এখন অনেক বর হয়ে গেছি এখন কি শিক্ষা করবো।আমরা যতো শিক্ষা অর্জন করবো ততো আমাদের জন্য ভালো। তাই আমাদের সন্তানদের যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয় এবং ভালো বানাতে হয় তাহলে আমাদের অবশ্যই ভালো কিছু শিক্ষা অর্জন করতে হবে। এবং ছোটকালে বাচ্চাদের প্রতি কড়া নজরে খেয়াল রাখতে হবে।তাহলে অবশ্যই আমাদের বাচ্চারা ভালো কিছু শিখতে পারবে। এবং বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারবে আর এটাই আমাদের কাম্য


যাইহোক আজকে আর লিখবো না এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা রইলো

🌷আমার পোস্টটি পড়ার জন্য সকলকে কে ধন্যবাদ🌹


আল্লাহ হাফেজ

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে খুব চমৎকার একটি বক্তব্য তুলে ধরেছেন। আসলে আমর ছোটবেলা থেকেই মূল শিক্ষাটা বাবা-মায়ের কাছ থেকেই পেয়ে থাকি। বাবা মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। বাবা-মার কাছ থেকেই আমরা আমাদের অক্ষর জ্ঞান পাই। আপনার মূল্যবান পোষ্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

জীবনের প্রথম শিক্ষা মায়ের কাছ থেকে নেওয়া হয় এবং মা-বাবার কাছ থেকে।আর সেটিই সবথেকে ভালো ও মধুর শিক্ষা সারাজীবনে।কিন্তু শুরুটা যদি আমরা ভালো শিক্ষা নিতে না পারি তাহলে বাকি জীবন অন্ধকার হয়ে যায়।সুন্দর উপস্থাপনা করেছেন।ধন্যবাদ ভাইয়া।

বড়দের বুঝি বাবামার কাছে শেখার কিছু নাই। যথার্থই বলেছেন। তবে শব্দের সঠিক গঠন, লেখা বর্ণনা আরও সাবলিল করে তুলতে পারত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62068.40
ETH 2417.32
USDT 1.00
SBD 2.56