অপচয় ও অপব্যয় অর্থনৈতিক সামাজিক কাঠামো ধ্বংস করে১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল

হ্যালো বন্ধুরা


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আশা করি বেশ ভালোই আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তো সবাই আমার পোস্ট মনযোগ সহকারে পড়বেন। এবং সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহিত করবেন। যাতে করে আরো সুন্দর সুন্দর পোস্ট করতে আগ্রহী হই।এবং আপনারা আমার পোস্ট থেকে কিছু শিখতে পারেন, এটাই আমার প্রত্যাশা।


আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। অপচয় ও অপব্যয়, মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অতীত ও প্রয়োজনীয় বিষয় হলো,আয় ও ব্যয়।জীবনকে সুন্দর ওসুষ্ঠুভাবে পরিচালনার জন্য আয় অনুযায়ী ব্যয় করা, যেমন প্রয়োজন তেমনি প্রয়োজনে অপচয় ও অপব্যবহার না করা।অথচ মানব সমাজের অপচয় ও অপব্যয় অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।এর প্রভাব ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রভাবিত হয়।জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন,সম্পদ ভোগ করার অনুমতিও নির্দেশ ভোগ করার প্রত্যেক ধর্মও সভ্যতায় রয়েছে।কিন্তু অন্য কোন ধর্ম সভ্যতায় ইসলামের মতো আয় ও ব্যয় কে ন্যায় নীতির মধ্যে আনিনি।অপচয় ও অপব্যয় করা মোটেই ভালো কাজ না, কারন অপচয় করা এটা শয়তানের কাজ।তাই আমরা অপচয় ও অপব্যয়কে যেমন পছন্দ করি না,ঠিক তেমনি অপচয় কারী কেও পছন্দ করি না

image.png

free copyright image from pixabay


আরবি "ইসরাফ"শব্দের অর্থ হলো, সীমালংঘন অপচয়, অপব্যয়,অমীতব্যয়,বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ততা অপরিমিত।ইসরাফ, হলো কোন হীন উদ্দেশ্য প্রচুর অর্থ সম্পদ ব্যয় করা। ধন সম্পদ হলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি নেয়ামত। আর এই বিশেষ নেয়ামত কে অপচয় ও অপব্যয় করা এটা আল্লাহ একদমই পছন্দ করে না। দুনিয়ায় চলতে গেলে আমাদের সম্পদ এর প্রয়োজন হয়, তাই এই সম্পদ আমাদের সঠিক কাজে ব্যবহার করতে হবে। অযথা অপচয় করে এই সম্পদ ব্যয় করা যাবেনা তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে।যেমন, আল্লাহ তায়ালা বলেন তোমরা যদি আমার নেয়ামত পাইয়া আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। এবং যদি আমার নেয়ামত পাইয়া তোমরা যদি সন্তুষ্ট না হও, আমার শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব


এর থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের ধন-সম্পদ বেশি থাকলেই যে আমরা অপচয় ও অপব্যয় করে অপব্যবহার করব, এটা মোটেই ভালো কাজ নয়।আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা সম্পদ ব্যয় করবো। তার এক চুল পরিমাণ, বেশি অপচয় করা যাবে না।আমাদের সমাজে তো অপচয় ও অপব্যয় বেড়েই চলছে অযথা তারা অপ্রয়োজনীয়, ভাবে সম্পদ ব্যয় করে যাচ্ছে। আমরা প্রতিটি ক্ষেএে অপচয় করেই যাচ্ছি, আমাদের জীবনে পরিবর্তন করতে হলে,বা জীবনে উন্নতি করতে হলে, আমাদের অবশ্যই অপচয়,অপব্যয় থেকে বিরত থাকতে হবে।আমাদের বেশির ভাগ ক্ষেএে আমরা বিয়ের বিয়ের অনুষ্ঠানে অযথা অপব্যয় করেই যাচ্ছি।আমরা সেদিক কোন খবর রাখি না, অথচ আমরা অপচয় করেই যাচ্ছি। আমরা বিয়ের অনুষ্ঠানে যত খাবার নষ্ট করি,এ খাবারের অর্ধেক ও গরিব মানুষের কপালে জুটে না। আমাদের যতটুকু প্রয়োজন হয় তার থেকে ও আমরা বেশি খরচ করে ফেলি।ধন-সম্পদ আমাদের একটি বিশেষ নেয়ামত, আর বিশেষ নেয়ামত কে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে না পারি। তাহলে অবশ্যই আমাদের একদিন অধঃপতন হবে।আমরা যদি হিসাব নিকাশ করে, অপচয় ও অপব্যয় থেকে বাঁচতে পারি।তাহলে অবশ্যই আমাদের সামাজিক অর্থনৈতিক ক্ষেএে উন্নতির দিকে দাবিতো হবে।তাই আসুন আমরা সবাই অপচয় ও অপব্যয় থেকে বেচে থাকি,বরং ব্যয় মধ্যমপন্থা অবলম্বন করতে হবে।যেখানে যা প্রয়োজন তা ব্যয় করতে হবে।আর প্রয়োজন না হলে, ছোট বড় যে কোন পরিমানের ব্যয় থেকে বিরত থাকতে হবে


আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু তার মধ্যে কিছু জিনিস আমরা নিজের প্রয়োজনে ব্যবহার করলেও বাকি জিনিস আমরা অপচয় করে ফেলি। এটা কিন্তু ঠিক না আমাদের মহান আল্লাহতালা অপছন্দ করেন না। আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা খুব অপচয় করেন। কিন্তু তারা খেয়াল করেন না যে আমাদের আশেপাশে কত অসহায় গরীব দুঃখী মানুষ রয়েছে। যাই হোক ভাইয়া আপনাকে ধন্যবাদ সুন্দর ও গুরুত্বপূর্ণ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এভাবেই পাশে থাকবেন এবং দোয়া করবেন।

 2 years ago 

কথায় আছে অপচয়কারী শয়তানের ভাই ।আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো । ভাই খুব সুন্দর পোষ্ট লিখেছেন সামনে আরো এরকম পোস্ট দেখতে চাই । ভালোবাসা রইলো ভালো থাকবেন ।

জি ভাই দোয়া করবেন ধন্যবাদ।

 2 years ago 

অপচয় ও অপব্যয় নিয়ে অনেক কিছু কথা আমাদের মাঝে তুলে ও বর্ণনা করলেন ।আসলে এই ধরনের কর্মকাণ্ড থেকে সবারই সর্তকতা অবলম্বন করা উচিত। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অপচয় কারী আসলে কখনোই সফল হতে পারেনা। সে সবসময়ই ব্যর্থ হতে থাকে তাই আমাদেরকে অপচয় এবং অপব্যায় সম্পর্কে সাবধান থাকতে হবে এবং এ বিষয়ে থেকে বিরত থাকতে হবে। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আমাদের সকলের উচিত আয়ের সাথে ব্যয় এর সামঞ্জস্য রাখা ।আয় এর থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে সত্যিই আমাদের সকলের জন্য কষ্ট হয়ে যাবে ।এছাড়া আপনি সমাজের বিভিন্ন জায়গায় যে অপচয় গুলো হয়ে থাকে সেগুলো উল্লেখ করেছেন ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69218.33
ETH 2488.39
USDT 1.00
SBD 2.53