বৃষ্টির সময় ঘুমের অনুভূতি ১০% প্রিয় লাজুকের জন্য।

আসসালামু আলাইকুম

আমি ঢাকা বাংলাদেশ থেকে @mustafziz99


সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার পোস্টর ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল


আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। বৃষ্টির সময় ঘুমের অনুভূতি। আসলে ঈদের পর থেকেই কেমন জানি আকাশের আবহাওয়া খুবই খারাপ। প্রতিদীনিই প্রায় বৃষ্টি পরে যাচ্ছে। বৃষ্টি পড়া এক হিসাবে ভালো কারণ যে গরম পরে বৃষ্টি না পরলে মানুষ শেষ হয়ে যেত। আর বিশেষ করে বৃষ্টি পরলে আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টি পরলে আবহাওয়া একদম নিরব থাকে সেটাই ভালো লাগে। বিশেষ করে যাঁরা কল কারখানায় কাজ করে তাদের জন্য বেশি ভালো। কারণ কলকারখানায় অনেক গরম পরে।একটু বৃষ্টি পরলে তাদের শান্তি লাগে। তবে আবার বৃষ্টি পরার কারণে অনেকের ক্ষতি হতে পারে।তবে ক্ষতির চয়ে উপকারী বেশী। বৃষ্টি পরলে আবহাওয়া একদম ঠান্ডা হয়ে যায়। তাই বৃষ্টি পরা আমাদের জন্য অনেক উপকার

IMG_20220506_144013~2.jpg


বৃষ্টি পরা আমাদের জন্য খুবই ভালো। কারণ বৃষ্টি পরলে কৃষকদের ফসল ভালো হয়। যে কোন গাছ গাছালি রোপণ করলে সেটা বৃষ্টি কারনে তর তাজা হয়ে যায়। মোট কথা বৃষ্টির যে কনো গাছ গাছালি ফসল ভালো হয়। শুধু কি তাই বৃষ্টি হলো আমাদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ একটা নেয়ামত। কারণ বৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো তাইলে আমাদের অবস্থা খুবই করুন হইতো।তাই আমি মনে করি বৃষ্টি আমাদের জন্য একটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ বড় একটা নিয়ামত।বর্তমানে ঢাকায় খুবই বৃষ্টি পরে রাতে দিনে সময় আবহাওয়া খারাপ থাকে। বাড়িতে যখন ছিলাম তখন ওই ঈদের দিনী একটু বৃষ্টি পরছিলো। তার পরে আবহাওয়াটা অনেকটা ভালো ছিল। কিন্তু ঢাকায় আসার পর আবহাওয়ার প্রতিকূলতা খুবই নাজুক। তবে এভাবে থাকলে আবহাওয়া ভালোই লাগে। সব সময় এমন আবহাওয়া থাকতো শুধু বৃষ্টিটা না পরলেই হতো তাইলে কতোই না ভালো হতো। শুধু বক বক করে যাচ্ছি যে বিষয় নিয়ে কথা বলবো বৃষ্টির সময় ঘুমের অনুভূতি। তো আর বক বক না করে চলুন শুরু করা যাক


IMG_20220504_175817~2.jpg

বৃষ্টি আসলে চোখে কেমন জানি এমনি ঘুম পায়। বৃষ্টির সময় ঘুমাতে যে কতো ভালো লাগে। তা বলে বুঝাতে পারবো না। আসলে বৃষ্টির সময় ঘুমের অনুভূতি টাই অন্য রকম। বৃষ্টির সময় ঘুম আর অন্য সমায়ের ঘুমের মধ্যে পার্থক্য হচ্ছে তাড়াতাড়ি ঘুম আসা। কারণ এমনে যদি ঘুমাতে যাই ঘুম ধরেই না। ঘুমের ব্যান ধরে থাকা লাগে অনেক খোন।কিন্তু বৃষ্টি সময় যদি ঘুমাতে যাই এমনি কেমন জানি ঘুম আইসা পরে।কারণ বৃষ্টির সময় ঘুমাতে গেলে ঘুমের অনুভূতি থাকে অন্য রকম খুবই ভালো লাগে। তবে শহরে যতটা ভালো লাগে না কেন তার থেকেও দিগুণ ভালো লাগে গ্রামের বাড়িতে ঘুমাতে। কারন গ্রামের বাড়িতে টিনের চাল তাই বৃষ্টিটা যখন টিনের উপর পরে। আর ঝিম ঝিম শব্দ হয় ওই শব্দ টাই অনেক ভালো লাগে।আর ওই শব্দের কারণেই চোখে ঘুম এসে পরে।যাঁদের গ্রামের বাড়িতে বাড়ি নাই তারা হয়তো এই আনন্দের ঘুমটা তারা পায় নায়।আর এই অনুভূতি টাও তাঁরা হয়তো অনুভব করতে পারে নায়।তার পরেও অনেকের শহরে টিনের ঘর থাকে। তবে যাঁরা বৃষ্টির সময় গ্রামের বাড়িতে ঘুমিয়েছেন তাঁরা অবশ্যই কমেন্টে জানাবেন। যে বৃষ্টির সময় ঘুমাতে কেমন লাগে। শুধু কি তাই বৃষ্টি আসলে আরো খেলাধুলা করতেও অনেক ভালো লাগে।আমার এখনো মনে আছে যখনি বৃষ্টি পরতো।আমরা সবাই মিলে অনেক খেলাই খেলাতাম তবে দুইটা খেলা বেশি খেলতাম।লুডু আর লেবুচোর খেলা খেলতাম। তবে আমার কাছে লেবুচোর খেলাটা খেলতে অনেক ভালো লাগে। আপনারা হয়তো অনেকেই এ খেলাটা খেলেছেন খুবই ভালো লাগে খেলতে।আর এ খেলাটা খেলতে যত বেশি মানুষ হবে ততোই খেলাটা অনেক ভালো লাগবে।এ জন্যই ভালো লাগে যে পয়েন্ট টা বেশি পাওয়া যায়। তবে লুডু যে খেলাতাম না তা লুডু অনেক খেলাতাম। যখন মানুষের সংখ্যা কম থাকতো তখন লুডু একটু বেশিই খেলা হতো। আমরা তো এখন সবাই লুডু খেলি মোবাইলে তখন আর মোবাইলে খেলতাম না। লুডুর কোট কিনে তার পর সবাই খেলাতাম। মোবাইল দিয়ে যতোটা ভালো লাগে খেলতে তার থেকেও অনেক ভালো লাগে কোটে খেলতে।যারা কোটে খেলেছি লুডু তারা বঝি মোবাইল থেকে কোটে খেলতে অনেক ভালো লাগে।আরো অনেক কিছুই খেলতাম বৃষ্টির সময়। মোট কথা হলো গ্রামের বাড়িতে থাকতে বৃষ্টি হলে খেলার তালেই থাকতাম আর ঘুমাইতাম।কারণ বৃষ্টি হলে গ্রামের কাজ কাম সব বন্ধ হয়ে যায়। তাই বৃষ্টি আসলে অনেকেই ঘুমের মধ্যে সময়টা কাটিয়ে দেয়।যাইহোক এই ছিল আমার আজকের বৃষ্টির সময় ঘুমের অনুভূতি নিয়ে কিছু কথা ও গল্প। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা রইলো


আমার পোস্টটি মনযোগ সহকারে পড়ার জন্য সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন**।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনে ঘুমানোর খুব সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আমারও খুব ভালো লাগে বৃষ্টির দিনে ঘুমাতে।। তবে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুদের সাথে ঝর ঝর বৃষ্টির দিনে একসাথে হই সবাই মিলে আড্ডা দেওয়া এবং ঝাল ঝাল মুড়ি মাখিয়ে খাওয়াও।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টির সময় ঘুমানোর অনুভূতিটা কাউকে বুঝিয়ে শেষ করা যাবে না এতটাই আনন্দদায়ক। বর্তমান সময় বৃষ্টির মৌসুম। বর্তমান পরিস্থিতি আপনার সুন্দর একটি পোস্ট করেছেন। বৃষ্টির উপকারিতা ও আলোচনা করেছেন সবগুলো আমার অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

আপনার ভালো লেগেছে বলে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আসলেই বৃষ্টি আসলে শরীর মধ্য একটা আরাম ভাব চলে আসে, আর তখনী ঘুম পায়। বৃষ্টি আসলে আমার মন চলে যায় টিনের ঘরে। কেননা অনুভব করা যায় কতো জোড়ে পরে। ধন্যবাদ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য

জি ভাই আপনার মতোই আমারো ঘুম পায় ধন্যবাদ।

 2 years ago 

খুব ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন আপনি। আসলেই বৃষ্টির সময় আবহাওয়া অনেক বেশি ঠান্ডা থাকে আর বৃষ্টির শব্দে সেটির কারণে কিন্তু খুব ভালো ঘুম হয় আর যাদের টিনের ঘর রয়েছে তাদের তো অনেক আরো বেশি আরামে ঘুমায়। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই বৃষ্টি পড়লে কারখানা যারা কাজ করে বিশেষ করে তাদের জন্য এটি অনেক ভালো বিষয় , কেননা বৃষ্টি পড়লে কারখানার ভিতরে পুরো ঠান্ডা হয়ে যায় এবং এমনিতেই কারখানার ভিতরে সবসময় গরম থাকে । বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের একটি বিশেষ নেয়ামত। বৃষ্টির দিনে ঘুমিয়ে অন্যরকম একটা মজা পাওয়া যায় দারুন একটি পোস্ট করেছেন ভাই ❤️❤️

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বৃষ্টির সময় কার অনুভূতি আসলে বোঝানো সম্ভব নয়। যা কখনো ঘুম পারি না বৃষ্টি আসলে সে অনায়াসেই ঘুমের বিভোর এ চলে যেতে পারে। ঠিক বলেছেন বৃষ্টি আসলে ফসল ভালো হয় ।
যে ফসলের পানির বেশি প্রয়োজন এবং উঁচু জমিতে চাষ করা হয় বৃষ্টি আসলে যেন প্রাণ ফিরে পায়। বৃষ্টির দিনের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 2 years ago 

আহারে ভাই, বৃষ্টির সময় মানুষের প্রিয়জনের কথা মনে পড়ে আর আপনার ঘুম ঘুম লাগে। আসলে কপালটা। যাইহোক আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের মাঝে তা পড়ে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55255.10
ETH 2314.82
USDT 1.00
SBD 2.33