মানুষের জীবনটা বড়ই অদ্ভুত ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল

আসসালামু আলাইকুম
আমার সকল স্টিমিট বন্ধুরা
আমি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বলছি
নতুন ব্লগে স্বাগতম


🙋‍♂️হ্যালো বন্ধুরা🙋‍♀️


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছি। আমার স্টিমিটের সকল ভারতীয় বাংলাদেশের বন্ধুদের সুস্থতা কামনা রেখে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি মোটিভেশন পোস্ট নিয়ে আলোচনা করবো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাই আমার পোস্ট মনযোগ সহকারে পড়বেন, এবং সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক


আসলে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। একা আসতে হয়,আবার একা যেতে হয়।মাঝখানের সময়টুকুতে কত বৈচিত্র্যময় ঘটনা ঘটে যায়।হাসি-কান্না সুখ-দুঃখ, জয় পরাজয় নিয়ে পথ চলতে হয়। কেউ দুঃখ দিয়ে হাসি, আবার হাসি দিয়ে দুঃখকে ঢেকে রাখে।কেউ আবার অন্যের হাসির জন্য, নিজের জীবনের সাথে যুদ্ধ করে বিজয়ী ছিনিয়ে আনে।আর সবকিছুর পর জীবনের গতি একদিন থেমে যায়

cap-7278216_1280.webp

Source


মানুষের জীবন খুব অদ্ভুত। যেখানে আঁকে - বাঁকে ভরপুর বিচিত্রতা।আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা।হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ,ভালো-মন্দের মিশেলে এগিয়ে চলে জীবন,খরস্রোতা নদীর মত


কখনো মুক্ত পাখির মতো, আবার কখনওবা চুপসে যাওয়া ফুলের মতো।হারিয়ে যায় কতো চেনা মুখ,কত শত স্মৃতি।নীল নীলিমায় দূরে কোথায় যে মন হারায় ব্যাকুলতা।মানুষের জীবন তো একটাই, অথচ এই জীবনে কতো কিছুই না ঘটে যায়। জীবনের একেকটা মুহূর্ত একেকরকম মনে হয়


কখনো জমাট বরফের মতো কষ্টগুলো, বুকের মধ্যে জমতে থাকে। জীবনটা বড় অসহ্য মনে হয় তখন। মনে হয় এ জীবনের কি দরকার ছিল। কতটা কষ্টে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে।আবার কখনো জীবন ভরে যায়, অনাবিল সুখ আনন্দে।তখন আবার মনে হয়, জীবন কেন এতো দ্রুত এগিয়ে যাচ্ছে।আসলে জীবন কখনো থেমে থাকে না, এটি অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে,কিন্তু বুঝার কোন উপায় নাই।যে এটি কিভাবে এগিয়ে যায়।মানব জীবন বড়ই বিচিত্র

father-2212101_1280.jpg
Source


একটা সময় জীবনের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়।মনে হয় পুরনো দিনগুলো প্রদর্শন অনেক সুন্দর ছিল। মনের পর্দাই সব স্মৃতি হাতড়াতে বড় ভালো লাগে,একা আনমনে। মনটা বাস্তবে ফিরে আসতে চা না


কিন্তু বাস্তবে তো আসতেই হবে। আসলে বাস্তবই সব,কল্পনা নিছক একটা মায়া। কল্পনা যদি সত্যি হতো, তাহলে মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকতো না।তবে কষ্ট যে সব সময়, খারাপ লাগে তা নয়।অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না, তবে অনেক কষ্ট মাঝে মাঝে মনে মনে শান্তি দেয়।মানব জীবন বড়ই বিচিত্র


মানব জীবন বড়ই বিচিত্র। প্রত্যাশা প্রাপ্তিগুলো বিষয়গুলো বেশ জটিল।মানব জীবনে কখন কি ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ছাড়া কেউ বলতে পারে না।সবসময় যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন করা সম্ভব নয়।চেষ্টা করলেই মানুষ সব কিছু অর্জন করতে পারে না, তারপরও চেষ্টা করতেই হয়।সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয়।তবেই মিলবে জীবনের সার্থকতা


🇧🇩আমার পোস্ট পড়ার জন্য সকলকে ধন্যবাদ🇧🇩

আল্লাহ💗হাফেজ

Sort:  
 2 years ago 

মাঝখানে আপনি অনেক ভাল মানের পোস্ট করতেন কিন্তু আপনার কি হলো আপনি ইন্যাক্টিভ হয়ে গেলেন। আপনার কোন সমস্যা থাকলে অবশ্যই টিকিট কেটে আমাকে জানাবেন ধন্যবাদ।

আসসালামু আলাইকুম ভাই, গ্রামের বাড়িতে আছি। বিবাহ করছি তাই,তাই কাজ করতে আইলসা লাগে।তবে ভাই চেষ্টা করছি আগের মতো ফিরে আসতে।

বাস্তব জীবনের সমস্ত কাহিনী গুলো অদ্ভুত অদ্ভুত আমার কাছে মনে হয়।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আসলে জীবন আসলে খুবই বড়ই অদ্ভুত। মানুষের জীবনে একেক সময় একেক রকম চলে কিন্তু আসলে এটা আমরা বুঝি না। তবে বাস্তব নিয়েই আমাদেরকে সবসময় চলতে হয়। ভালো ছিল আপনার পোস্টের উপস্থাপনা খুবই ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55