মানুষ মাএই ভুল ১০% প্রিয় লাজুকের জন্য

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পোস্টের ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল।


আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। মানুষের ভুল নিয়ে। আসলে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই ভুল হতেই পারে। কারণ আমরা মানুষ আর মাএই ভুল হবেই এটাই চিরন্তন সত্য। আমি আসলে আজকে এ পোস্টটির মাধ্যমে কি বুঝাতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি ও সকল মানুষদের যাঁরা মানুষের ভুল পেলে বা ভুল হলে গালাগালি করে।বিশেষ করে আমরা যাঁরা কাজ কাম করি। আর কাজের মধ্যে একটু ভুল হতেই পারে এটাই স্বাভাবিক। কিন্তু আফসোস হলো কিছু কিছু মানুষ আছে। যাঁরা মানুষের ভুলের পিছনে লাইগা থাকে। আর ভুল পেলেই তাকে গালিগালাজ করবে এই সুযোগ খুজে।মানুষ ইচ্ছা কইরা যদি কেউ কারো ক্ষতি করে। তবে সেটা ভিন্ন কথা আর যদি অনিচ্ছুক ভাবে হয়ে যায়।তবে তো সে দায়ি না কারন এটা ভুলের কারনে হইছে অনিচ্ছুক ভাবে ইচ্ছা করে না। তো আমাদের উচিত অনিচ্ছায় কিছু হয়ে গেলে সেটা ক্ষমা করে দেওয়া।কিন্তু দুঃখ হলো আমরা যারা মাহজন আছি। যাদের অধিনে মানুষ কাজ কর্ম করে।অনেক মহাজন আছে একটু ভুল হলেই কি যাতা গালিগালাজ করে।কিন্তু আমাদের মনে রাখতে হবে মানুষ কাজ কর্ম করবে আবার কাজে ভুল হবে আর এটাই স্বাভাবিক হতেই পারে।যে কোন কাজের ক্ষেএেই মানুষের ভুল হতেই পারে।কিন্তু একটু ভুল হলেই যে তাকে আমরা গালিগালাজ করবো এটা ঠিক না।

IMG_20220515_163535~2.jpg


ভুলের ত্রুটি ভালো-মন্দ মিসিলে মানুষের জীবন আমরা কেউই ভুলের উর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি রাগ চাপ দিয়ে উত্তেজনা সৃষ্টি করা ঠিক না। কাজে কর্মে স্বাভাবিক ভাবে ভুল হতেই পারে।আমরা কোন ভুল করলে সেই ভুল থেকে আমরা আরো শিক্ষা গ্রহণ করি।কারন আমাদের যে কোন কাজ শিখতে হলে আমাদের ভুল করার প্রয়োজন আছে।আমি ইতিমধ্যে যে ভুলটি করেছি সেই ভুলটির কারনে আমি বুঝতে পারলাম যে এটা এভাবে হবে না এভাবে হবে।মোট কথা ভুল হবার কারনেই আমরা একটা কাজ শিখতে পারি। দেখেন আমরা যে রোজা রাখি সামান্য পরিমান কিছু খেলেই রোজা ভেঙে যায়। কিন্তু এখানে কথা হলো যে ভুল করে আপনি যদি পেট ভরেও কিছু খান তাও কিন্তু রোজার কোন ক্ষতি হবে না। কারণ এখানে আপনি ইচ্ছে করে কিছুই খান্নি অনিচ্ছুক ভাবে ভুলের কারনে আপনি খেয়ে ফেলছেন। তো রোজার কোন ক্ষতি হবে না। তো আমরা এর থেকে কি বুঝলাম যে সৃষ্টি কর্তাও ভুল হলে আমাদেরকে ক্ষমা করে দেও। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষ মাএই ভুল আমরা কেউ ভুলের ঊর্ধ্বে।যে মানুষের ভুল হয় সেই হলো সত্যি কারের একজন মানুষ। আর যে ভুল ধরে তার প্রতি লাইগা থাকে সে হল প্রকৃতো শয়তান। কারণ ভুল মানুষের হয় শয়তানের না। আমরা হলাম আল্লাহ তায়ালার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক।আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছে ভুলেের ঊর্ধ্বে নয় আমাদের ভুল হবেই কারন আমাদের আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম তার ও ভুল ছিল। সেও ভুলে যেত সেই থেকেই আমাদের মানুষদেরও ভুল হয়।তাই আমাদের উচিত কেউ যে কোন ক্ষেএে যদি কেউ ভুল করে। আমাদের তাদেরকে ক্ষমা করে দেওয়া আর ক্ষমা করা একটা মহৎ গুন।মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আর এ গুনটি অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই ক্ষমাকারী ধৈর্যবান সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে হবে।ক্ষমা করলে আল্লাহ তায়ালা তার মান-মর্যাদা বাড়িয়ে দেয়।একজন সাধারন মানুষ ও হতে পারে অসাধারণ যদি তার মধ্যে ক্ষমা করার গুনটি থাকে।বিশেষ করে ক্ষমা কারিকে আল্লাহ তায়ালা অনেক ভালবাসেন।আর ক্ষমা করা এটি একটি মুমিনদের একটি মহৎ গুণ।তাই আসিন মানুষকে ক্ষমা করতে শিখি এবং মানুষকে ভালোবাসতে শিখি।


আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

জী ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন মানুষ মাত্রই ভুল। মানুষ তো ফেরেশতা নয় যে তারা ভুল করবেনা। মানুষ একটা জিনিস ভুল করবে আবার সেটা সংশোধন করবে এটা সবার ক্ষেত্রে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মানুষের পিছনে এমন ভাবে লেগে থাকে যে তাকে ভুল শোধরানোর সময় দেয় না। বরং ভুল করেছে কেন এটা নিয়ে নানান রকম কথা শোনায়। যাইহোক খুব ভালো লাগলো আপনার আজকের পোস্টটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

জি আপু একদম ঠিক কথা বলেছেন ভুল সংশোধন করার ও সুযোগ দেয় না।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন মানুষ মাত্রই ভুল। আমরা প্রতিনিয়ত ও কিছু না কিছু ভুল আমরা করে থাকি। তবে কিছু কিছু ভুল নিজের অজান্তে হয়ে যায়। আবার কিছু ভুল নিজের অসচেতনতার কারণে হয়। মানুষ ভুল করে আসছে এবং আমাদের আদি পিতা হযরত আদম (আঃ) ওয়াসাল্লাম থেকে ভুল হয়ে আসছে, সে থেকে মানুষ ভুল করে। আপনি উক্তিটি দেখিয়েছেন ঠিক আছে। তবে ভাইয়া আমি একটা কথা বলব সেটা হচ্ছে আপনি যখন একজন দায়িত্ববান হবেন তখন দেখবেন দায়িত্ব পালন করা খুবই কঠিন। তখন যেখানে যে ব্যবহার করতে হয়, জায়গা বুঝেই করতে হয়। যাইহোক এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখার বিষয়বস্তু আমার বেশ ভালো লেগেছে। তবে বানানের দিকে খেয়াল রাখবেন।

মাত্র র পর হাইফেন দিয়ে দিলেই আপনার লেখা আরো পরিষ্কার ভাবে বোঝা যেতো। মানুষ মাএ-ই ভুল

জি ভাই সুন্দর সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া মানুষ মাত্রই ভুল প্রত্যেকটি মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই ভুলকে সংশোধন করে এই সামনের দিকে এগিয়ে যেতে। যদি আমরা সেই ভুলগুলো কেই সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা অনেক ভালো অবস্থানে পৌঁছে যেতে পারবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61757.84
ETH 2985.49
USDT 1.00
SBD 2.48