লেবেল ৩ হতে আমার অর্জন ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আমি @mustafiz99 ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আজকে আমি লেবেল ৩ এর পরিক্ষা দিতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন পরিক্ষাটা সুন্দর হয়।এবং পরিক্ষা দিতে গিয়ে যদি কিছু ভুল হয়। তবে আপনারা শুধরিয়ে দিবেন। যাতে করে আমি ভুলটা বুঝতে পারি।তো চলুন শুরু করা যাক।


IMG_20220527_054156~2.jpg

প্রশ্ন নংঃ১. আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আকর্ষণীয় করার জন্য আমরা যে কোড ব্যবহার করি মূলত ওই কোড কে মার্কডাউন বলে।

প্রশ্ন নংঃ ২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ...?

আমরা যদি কোন বিষয় নিয়ে কিছু লেখালেখি করি,বা যে কোন একটা পোস্ট তৈরি করি।সেই লেখা গুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। মার্কডাউনের কোডের গুরুত্বপূর্ণ অপরিসীম। এবং কিছু লেখাকে ইতালি / বোল্ড করতে চাইলে বা লেখার হেডিং টা একটু বড় সাইজের করতে চাইলে।মার্কডাউনের কোড গুলো খুবই কার্যকরী। মোট কথা হলো আমাদের পোস্ট গুলোকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য মার্কডাউনের কোডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে।


প্রশ্ন নং:৩. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

মার্কডাউন কোড হলো

|User|Posts|Steem Power|
|---|---|---|
|User-1|10|500|
|User-2|20|900|
UserPostsSteem Power
User-110500
User-220900

প্রশ্ন নংঃ ৪.পোস্টের মধ্যে মার্কডাউনের কোড এর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে অদৃশ্য করে দেখানো যায়।

পোস্টের মধ্যে আমরা যদি মার্কডাউনের কোড ব্যবহার না করে। প্রথমে পোস্টের সামনে চারটি স্পেস ও পোস্টের লেখার সামনে ও লেখার পিছনে( ') অ্যাপোসট্রপি চিহ্ন ব্যবহার করে অদৃশ্য করা যায়।


প্রশ্ন নংঃ ৫. টেক্সট জাস্টিফাই মা গ্রাউন্ড কোড টি লিখুন..?

(উত্তর) =

<div class="text-justify"></div>

প্রশ্ন নংঃ ৬. সোর্স উল্লেখ করার নিয়ম..?

(উত্তর)= সোর্স উল্লেখ করতে হলে আমাদের যে কোড ব্যবহার করতে হবে তা হলোঃ-[লেখা]-(লিংক)

প্রশ্ন নংঃ ৭. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন ?
# হেডার-01
## হেডার-02
### হেডার-03
#### হেডার-04
##### হেডার-05
###### হেডার-06

ফলাফল

হেডার-01

হেডার-02

হেডার-03

হেডার-04

হেডার-05
হেডার-06

প্রশ্ন নংঃ ৮. কনটেন্টের কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত...?

(উত্তর)=কনটেন্টের বিষয় হলো তিনপ্রকার যেমন। অডিও, বিডিও এবং টেক্সট।তবে বিশেষ করে কন্টেট্ট টপিক্স নির্বাচনের টেক্সট টপিক্স এর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।


প্রশ্ন নংঃ ৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর বেশি জ্ঞান থাকা জরুরি কেন...?

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকা প্রয়োজন।কারণ আমরা যদি কোন পোস্ট লিখি সেই পোস্টকে মানসম্মত করার জন্য বা সুন্দর করে সাজিয়ে লিখতে গেলে। অবশ্যই আমাদের টপিকস এর উপর যথেষ্ট যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকা প্রয়োজন।আর বিশেষ করে টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান না থাকলে সেই পোস্টটি মানসম্মত পোস্ট হিসাবে গন্য করা হবে না। তাই আমাদের পোস্ট গুলোকে সুন্দর ও মানসম্মত করতে গেলে টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি।

প্রশ্ন নংঃ ১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

আমি $3.5 কিউরেশন রিওয়ার্ড পাবো।

প্রশ্ন নংঃ ১১ -সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
  • প্রথমে ৫ মিনিট পর থেকে এবং ৬ দিন ঘন্টা ১২ আগে ভোট দিতে হবে।এবং কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দিতে হবে।
  • যে যে পোষ্টে বড় ভোট পড়ে, এমন পোষ্টে ভোট দিতে হবে, বড় ভোট পরার আগে

প্রশ্ন নং: ১২- নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি

@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?


@Heroism ডেলিগেশন করলে বেশি ইনকাম হবে। কেননা আমি নিজেকে কিউরেশন করলে খুবই সামান্য কিউরেশন রিওয়ার্ড পাব। কিন্তু @Heroism ডেলিগেশন করলে আমি সেখান থেকে লিকুইড স্টিম কিউরেশন রিওয়ার্ড পাব এবং ভোট পাব।




ধন্যবাদ
@alsarzilsiam ভাইয়া

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago (edited)

এটা আপনি কোন ছবি ব্যবহার করেছেন?

আপনাকে একটি কাগজে লেভেল ৩ পরিক্ষা, আপনার আইডি নাম সহ আপনার ছবি দিয়ে পোস্ট করতে হবে। এটা করতে না পারলে আপনাকে লেভেল ৩ দেওয়া হবে না।

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

এই প্রশ্নের উত্তর ঠিক করে নিবেন।

Screenshot_2022-05-27-02-44-21-47_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

জি ভাই ধন্যবাদ

 2 years ago (edited)

প্রিয় ভাই @abb-school স্কুলের ক্লাস এবং পরীক্ষা একজন নতুন ব্লগারকে পরিপুর্ণ রুপে সাজিয়ে গুছিয়ে তুলতে অনেকটা যত্নের সাথে শুরু থেকে শেষ অবধি শিক্ষা দিয়ে থাকে। আপনি প্রফেসরদের প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনে লেকচারশীট থেকে প্রশ্নের উত্তর বুঝে লিখার চেষ্টা করবেন এটাই করনীয়। আর বুঝতে সমস্যা হলে আবারও সন্মানিত প্রফেসরদের সাথে যোগাযোগ করবেন তারা আমাদের পরামর্শ দেবার জন্য সদা প্রস্তুত। আমার নিকট থেকে ছোট একটি অনুরোধ ১১নং প্রশ্নের উত্তরটি আপনি ভালভাবে বুঝে তারপর লিখুন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

যেকোনো জিনিসে সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য মার্কডাউন এর কোনো বিকল্প নেই। মার্কডাউন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই লেভেলটা আপনি সফলভাবে অতিক্রম করেছেন দেখে ভালো লাগল। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

আপনি level3 থেকে যে বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন তার আঙ্গিকে অনেক সুন্দর ভাবে এই পোস্ট সাজিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46