The sixth sense (1999) || Movie review| |

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 14 August,2022
আজ ৩০ শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ


IMG_20220814_230031.jpg

মোবাইল থেকে স্ক্রিন শট নেওয়া


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


মুভি তো অনেক দেখা হয় কিন্তু রিভিউ ঠিক তেমন একটা দেওয়া হয় না।তো যাইহোক এখন থেকে চেষ্টা করবো মাস্টারপিস মুভি গুলা আপনাদের সাথে তুলে ধরা।আর তাই আজকে একটি মাস্টারপিস মুভির রিভিউ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে।


মুভির গুরুত্বপূর্ণ কিছু তথ্য:


মুভির নামthe sixth sense
পরিচালকM. Night Shyamalan
রিলিজ02 আগস্ট,1999
সময়১০৭ মিনিট
দেশআমেরিকা
ভাষাইংলিশ
বাজেট$60 M
আয়$672 M
জনারসাইকোলজিকাল,থ্রিলার
রেটিং8.2/10
পার্সোনাল9/10

মুভি রিভউ:


Movie: The sixth Sense (1999)
IMDb: 8.1/10
Type: Thriller/Horror


❌ spoiler Alert❌



Screenshot_2022-08-14-21-22-11-11_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শট নেওয়া


আমরা তো জানি মানুষের পাঁচটা ইন্দ্রিয় আছে।কিন্তু ধরুন আপনি একজন সুপার ন্যাচারাল এবং পাঁচটার বদলে আপনার ছয়টা ইন্দ্রিয় আছে যদিও সেটা সম্ভব নয়।কিন্তু এই মুভিতে ঠিক এমনি একজন শিশু আছে যার পাঁচটা ইন্দ্রিয় এর বাইরে আরো একটি ইন্দ্রিয় আছে। যার মাধ্যমে সে বিশেষ কিছু দেখতে পায়।আর মুভিটি ঠিক এই বিষয়ের উপরে নির্মিত আর নামটাও দেওয়া হয়েছে "the sixth sense"। আর এই মুভিটি একটি সুপারন্যাচারাল সাইকোলজিকাল মুভি।মুভির শুরুতেই আপনার একজন ব্যক্তিকে দেখতে পাবেন যার নাম "ম্যালকম"।সে পেশায় একজন সাইকোলজিস্ট।তো হটাৎ করে ঘরের মধ্যে তার টের পায় তাদের বাথরুমে কেউ একজন আছে।এবং তারা দেখতে পায় একটি লোক ভীত অবস্থা দাড়িয়ে আছে।এবং ম্যালকম তাকে চিনতে পায়।কারণ সেই ছেলেটি একসময় তার রোগী ছিল।এরপর ছেলেটি তার উপর গুলি করে দেয় এবং নিজের মাথাতেও গুলি করে দেয়।


Screenshot_2022-08-14-21-22-31-03_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শট নেওয়া


এবার কাহিনী চলে যায় পরের সিনে।সেখানে দেখানো হয় ম্যালকম একটি বেঞ্চ বসে একটা ছেলের কেইস স্টাডি করতেছে।এবং যার কেইস স্টাডি করছে সেই হচ্ছে এই গল্পের মূল চরিত্র ওর নাম হচ্ছে "কওল"।মূলত কওল ছিল ম্যালকম এর নতুন রোগী। কওল এর সমস্যা ছিলো সে অদ্ভুত কিছু দেখতে পেত।এজন্য সে ভিত হয়ে থাকতো এবং পাগলামি করতো।কিন্তু কওল তার এই সমস্যার কথা কাউকে বলতে চাইতো না।সে ভাবত এই কথা সবাইকে বলে সবাই তাকে পাগল বলবে।


কিন্তু একই ঘটনা বার বার যখন তার সাথে ঘটতে থাকলো।তখন একপর্যায়ে এসে কওল সিদ্ধান্ত সে ডা: ম্যালকমকে সব জানাবে।তখন সে ম্যালকমকে জানায় সে মৃত মানুষদের দেখতে পায়।কিন্তু সে যে মৃত মানুষদের দেখতে পায় তারা নিজেরাই জানে না যে তারা মৃত।তারা ঠিক সাভাবিক মানুষের মতো চলাফেরা করে।এটা শুনে ম্যালকম ভাবে তার হয়তো ভিজ্যুয়াল হ্যালুসিনেশন হচ্ছে এজন্য মেডিটেশন দরকার।


Screenshot_2022-08-14-21-23-16-60_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শট নেওয়া


এরপর কওল এর ভীতি আর বাড়তে থেকে।সে ভয়ে ভয়ে বাথরুমে যায় এবং ফেরার সময় হটাৎ করে সে কিচেনে আত্মা দেখতে পায়।এবং সে চিৎকার দিয়ে বলে তুমি আমাকে মারতে পারো না।এবং সে ভয় পেয়ে তার ছোট্ট টেনেট এর মধ্যে প্রবেশ করে যেখানে অনেকগুলো পবিত্র মূর্তি সাজিয়ে রাখা হয়েছিল।আবার অন্যদিকে দেখায় ম্যালকম এর স্ত্রী আরেকজন এর সাথে সম্পর্কে জড়িয়ে পরে।এবং এটা দেখার পর ম্যালকম ভীষণ দুঃখী হয়ে পড়ে এবং কওল এর কাছে যায়।এবং কওল তাকে জিজ্ঞেস করে সে তার এই কথা বিশ্বাস করে কিনা?ম্যালকম তার কাছে জানতে চায় ওই আত্মারা তার কাছ থেকে কি চায়?এবং সে তাকে পরামর্শ দেয় সে যেনো আত্মাদের কথা বিনা ভয়ে শুনে।এভাবে সে কোনরকম সাহস যুগিয়ে একজনের কথা শুনে এবং তাকে সাহায্য করে।এবং এই সাহায্য করার কাহিনী টাও বেশ ভালো ছিল।এতে করে একজনের কেইস সলভ হয়ে যায়।


Screenshot_2022-08-14-21-23-40-58_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শট নেওয়া


আর হ্যা সম্পূর্ণটা জনার জন্য অবশ্যই মুভির শেষ পর্যন্ত দেখতে হবে।আর ম্যালকম এর স্ত্রী কেনো এফায়রে জড়িয়ে পড়েছিল সেটাও জানতে পারবেন শেষে।এবং প্রতমত মুভিটা এত স্লো আর সাধারণ মুভি মনে হবে কিন্তু যখন শেষটা দেখবেন ঠিক আপনার মাথা মুহূর্তেই একটা শোক খেয়ে যাবে।


ব্যাক্তিগত মতামত:


এই মুভি অনেক আগেই দেখেছিলাম সময়টা ছিল তখন 2017।কিন্তু প্রথমবার এই মুভি যখন দেখি এত স্লো স্ক্রিন প্লে এর জন্য বোরিং লাগা শুরু হয়ে যায়। তাই মুভি টেনেটুনে বিশেষ অংশ গুলা দেখি।কিন্তু শেষের টুইস্ট টা যখন দেখেছি।তখন মুভিটা পুনরায় আবার দেখা শুরু করি।তাই অনুরোধ থাকলো মুভিটা না টেনে দেখুন।আর এই মুভি নিয়ে আলাদা করে বলার কিছু নাই নিঃসন্দেহে এটি একটি মাস্টারপিস মুভি।এবং 6 টি ক্যাটাগরিতে এই মুভি অস্কার জিতে নেয়।


মুভির ট্রেইলার:




Sort:  
 2 years ago 

বা মনে হচ্ছে আসলেই বেশ সুন্দর মুভি কারণ ছয়টি ক্যাটাগরিতেই এই মুভি অস্কার জিতেছে। আমারও প্রথম যে মুভি গুলো একটু বোরিং লাগে তখন টেনে টেনে দেখি। পরে ভালো লাগলে আবার পুনরায় দেখি। আর এমনিতেও হরর মুভি আমার ভালই লাগে। সময় পেলে মুভিটি দেখার চেষ্টা করব।

 2 years ago 

হ্যা আপু।তবে কিছু মাস্টারপিস আছে যেগুলো একবার দেখেও পড়ে আবার দেখতে ইচ্ছে করে।আর মুভিতে হরর এর চেয়ে সাইকোলজিকাল থ্রিল টা বেশি।

 2 years ago 

দ্য সিক্সথ সেন্স মুভিটি আসলে অনেক দারুন একটি মুভি। ধন্যবাদ এই মুভিটি সম্পর্কে এত সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করার জন্য।

 2 years ago 

শুধু দারুন না সেরা একটি মুভি।শেষের টুইস্টটা আপনাকে অবাক করে দিবে।পড়ে মনে হবে আরেকবার দেখি মুভিটি।

 2 years ago 

মুভি দেখার সময় তেমন হয়ে উঠে না।তবে আপনার লিখা পড়ে মনে হচ্ছে মুভিটা সময় করে দেখা উচিত
ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মুভি রিভিউ করার জন্য

 2 years ago 

আরেহ ভাই।অনেকদিন পর আপনার দেখা।🙂
যাইহোক প্রিয় মানুষরা আবারও প্রত্যাবর্তন করবে এটাই চাওয়া।
যাইহোক মুভিটা দেখবেন ভালই লাগবে।

 2 years ago 

আমি তো ভাই ব্যক্তিগতভাবে হলিউড মুভি ফ্যান আপনার রিভিউ করা এই মুভিটি আমি আজও কখনো দেখিনি তবে মুভিটি মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং ডাউনলোড দিতে হবে আজই ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিবেন

 2 years ago 

আমি ভাই মুভি পাগল।মাস্টারপিস হইলেই হইসে।আর মুভিটি কিন্তু প্রথমে বোরিং লাগতে পারে তাই ধৈর্য নিয়ে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43