You are viewing a single comment's thread from:

RE: উদ্যোক্তা হও, নিজের ভাগ্য পরিবর্তন করো✨

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ভাই আপনার কথার সাথে আমি সহমত।কিন্তু একটা কথা আছে?একজন উদ্যোক্তা হওয়ার জন্য যেমন পরিবেশ দরকার,মানুষিক আর্থিক সাপোর্ট দরকার সেটা কি এই দেশ এই সমাজ থেকে আদৌ পাওয়ায় সম্ভব?যদি সম্ভব না হয় তাইলে আমি কিসের উপর বেজ করে রিস্ক নিতে যাবো।কারণ ব্যাবসায় লাভ লস থাকে, যারা উদ্যোক্তা হওয়ার জন্য আসে তারা এটা স্বীকার করেই আসে।কিন্তু একবার যদি সেখান থেকে ফল করে যায় তার কেরিয়ার কি হবে একবার ভেবে দেখছেন।তাই আমি মনে করি এই দেশে ব্যাবসা বা উদ্যোক্তা হওয়া অনেকটা বিলাসিতা।আপনার অনেক টাকা আছে লস গেলেও সমস্যা নাই এমন মানসিকতা থাকলে তাইলে ঠিক আছে। অন্যতায় কষ্টার্জিত শেষ সম্বল বাজি রেখে ব্যাবসায় যাওয়ায় বা উদ্যোক্তা হওয়া নেহাতই বোকামি।একবার পড়ে গেলে আর উঠে দাড়াতে পারবেন,আর সমাজের বাকি দশজন ও তখন আপনাকে দেখে খিল্লি উড়াবে সাপোর্ট দেওয়া তো দূরের কথা।আর সাপোর্ট ছাড়া একজন মানুষ নিজ প্রচেষ্টায় কখনোই আগাইতে পারে না।যতই আপনি বলেন সমাজ কি বলে বলুক।দিনশেষে ওদের নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে এবং হয়।🙏

Sort:  
 2 years ago 

আপনার কথার সাথে আমি পুরোপুরি সহমত হতে পারলাম না। মানছি আমাদের পরিবেশ টা এখন এটার অনুকূলে নয় তবে আপনাকে তো কিছু একটা করে খেতে হবে তাইনা। এখন আপনাকে তো ব্যবসা শুরু করার আগে অবশ্যই সে ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে, কোথায় ব্যবসা করলে আপনার জন্য লাভ হবে, কোথায় কোন জিনিসের চাহিদা আছে সেসব বিষয়ে আগে থেকেই ভেবে ব্যবসায় নামতে হবে। তাছাড়া এই সমাজের বোঝা হয়ে থাকা কি খুব বেশি লাভজনক?? প্রশ্ন রইলো আপনার কাছে। জীবনে কোন কিছু করতে হলে রিক্স অবশ্যই নিতে হবে, রিক্স না নিলে কোন মানুষ সফল বা ব্যর্থ হতে পারে না।

 2 years ago 

অবশ্যই আপনার সাথে সহমত।কারণ রিস্ক না নিলে কিছু হয় না এটা মানি।আর সমাজের বোঝা হয়ে থাকাটাও সুখকর না এটা সত্যি।আর ব্যাবসায় নামার আগে সবাই স্টাডি করেই নামে এখানে নতুন করে বলার কিছু নাই।আমি বলতে চাচ্ছিলাম যেটা।সাধারণত অন্যান্য দেশগুলোতে যদি আপনি ব্যাবসায় লস ও খান তাইলে পরবর্তীতে সরকারি ভাবে সহায়তা দেয় যেনো আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন,আপনার উদ্যোগ টা যেনো বিফল না হয়।কিন্তু এই দেশে কি সেইটা আদৌ হয়,হয়না।আবার আপনার আশেপাশে যারা ব্যাবসায়ী আছে তারা আপনাকে প্রতিযোগী মনে না করে সরাসরি শত্রু ভাবা শুরু করে।আর এমন পরিস্থিতিতে একজন নতুন উদ্যোক্তা কেমনে টিকে থাকবে একটু ভাবুন তো।এই জন্যে সবাই উদ্যোক্তা হওয়ার চেয়ে জব করাটাকেই বেশি সেফ মনে করে,যেখানে কোনো রিস্ক নাই।কিন্তু এত কিছুর পরেও দুই একজন ব্যাতিক্রম আছে যারা শত প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজের লক্ষে এগিয়ে যায়।আর রিস্ক নিতে হয় তবে অতি উৎসাহী হয়ে সর্বস্ব হারানোর ভয় নিয়ে রিস্ক নিতে নাই,রিস্ক নেওয়ার আগে অলটারনেটিভ রেখে কিংবা ব্যাকআপ রেখে রিস্ক নিন তাহলে রিস্ক নেওয়াটা সফল হবে।এবং আরেক ক্ষেত্রে রিস্ক নিয়ে পারেন যখন দেখবেন আপনার হারানোর আর কিছু নাই।হয়তো এবারও আমি আমার কথার মোটিভটা বুঝাইতে পারলাম না, এ জন্য দুঃখিত।🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41