[DIY-] 9,3 ও y ব্যাবহার করে একটি ক্রিয়েটিভ পেন্সিল আর্ট || 10@ for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 16 March,2022
আজ ০২ই চৈত্র,১৪২৮ বঙ্গাব্দ


20220316_224205.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ক্রিয়েটিভ পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়েছি।সেদিন আমি আপনাদের দেখিয়েছিলাম খুব সহজে কিছু সংখ্যাকে ব্যাবহার করে হাতি অঙ্কন করা যায়।আজকে আমি আপনাদের সামনে কিছু সংখ্যা ব্যাবহার করে আবারো একটি পেন্সিল আর্ট করতে চলেছি।আজকের 9,3 ও y এই তিনটি সংখ্যা ব্যাবহার করে একটি মুরগী এর পেন্সিল আর্ট করবো।আসলে এগুলো অনেক আগে স্কুলে থাকতে শিখেছিলাম,এখন শুধু একটু ভাবতেছি আর ব্যাস হয়ে যাচ্ছে।খুব কঠিন কিছু না এই ধরনের আর্ট আবার অনেক কঠিন ও বলা চলে।তো চলুন দেখা যাক কিভাবে আর্ট টি সম্পন্ন করলাম।


✏️প্রয়োজনীয় উপকরণ:🎨


  • পেন্সিল
  • রাবার
  • কাগজ
LMC_16032022_212818.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তৈরির বর্ণালি:


✏️প্রথম ধাপ:🎨


LMC_16032022_213120.Helena True All-rounder by Atik.jpg

LMC_16032022_213302.Helena True All-rounder by Atik.jpg

LMC_16032022_213528.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


প্রথমে এভাবে ইংরেজি সংখ্যার একটি 9 লিখতে হবে।তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি পুরো আর্ট টি কত বড়ো করতে চান তার উপর নির্ভর করবে 9 এর আকৃতি এরপর ঠিক 9 এর পাশে 3 এবং 9 এর নিচে y লিখতে হবে।তবে আন্দাজ ভালো থাকতে হবে নাহলে পুরো আর্ট এর বারোটা বেজে যাবে।

✏️দ্বিতীয় ধাপ:🎨


LMC_16032022_213902.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার 9 এর মাথা থেকে কাজ শুরু করতে হবে 9 এর মাথায় মুরগী এর মাথাটি পেন্সিল দিয়ে এঁকে নিতে হবে।

✏️তৃতীয় ধাপ:🎨


LMC_16032022_214020.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার 9 আর 3 এর মাঝে জে ফাকা অংশটুকু আছে।সেখানে আলতো করে একটা রেখা টেনে সংযোগ দিতে হবে।

✏️চতুর্থ ধাপ:🎨


LMC_16032022_214141.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যেহেতু 3 এর মাধ্যমে লেজ এর অংশটুকু আগে থেকেই করা আছে এবার শুধু 3 এর নিচের অংশ থেকে y এর প্রথম রেখা বরাবর আরেকটা রেখা টেনে নেই তবে সরল রেখা নয় কিন্তু আবার😍

✏️পঞ্চম ধাপ:🎨


LMC_16032022_214422.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার মুরগী এর পিছনের পা টা এঁকে নেয়ার পালা এবং আঙ্গুল আকার পালা।

✏️ষষ্ঠ ধাপ:🎨


LMC_16032022_214611.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার মুরগী এর মাথার অংশ হতে y বরাবর আরেকটি রেখা টেনে নেই।অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো এদিক সেদিক না হয়।

✏️সপ্তম ধাপ:🎨


LMC_16032022_214822.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এ পর্যায়ে y এর নিচের অংশের সাহায্যে মুরগী এর সম্মুখ ভাগের পা টি একে নেই।

✏️অষ্টম ধাপ:🎨


LMC_16032022_214959.Helena True All-rounder by Atik.jpg

LMC_16032022_215337.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যেহেতু আর্ট প্রায় শেষ তাই মুরগী এর গায়ের আবিষ্ট পালক গুলোকে দৃশ্যমান করার জন্য ভিতরের দিকে এভাবে ডোরকাটা দাগ দেই যেনো ভালোভাবে বুঝা যায়।ঠিক একইভাবে মুরগী এর লেজেও u আকৃতির একটি দাগ দেই এবং লেজ কে সুন্দর করার জন্য একটু নকশা করে দেই।

✏️নবম ধাপ:🎨


LMC_16032022_215534.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আঁকিবুকি প্রায় শেষের দিকে শুধু চোখ টা আঁকানো বাকি ছিল,অবশ্য সেটা আমার মনেই ছিলো না।এরপর সুন্দর করে একটা চোখ একে নেই আর ব্যাস হয়ে গেলো মুরগী আঁকা।

✏️দশম ধাপ:🎨


LMC_16032022_220652.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এরপর পেন্সিল দিয়ে আলতোভাবে পুরো ড্রইংটি গাঢ় করে নেই যেনো দেখতে একটু সুন্দর লাগে।

✏️ফাইনাল লুক:🎨


LMC_16032022_220724.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটি ছিল ফাইনাল লুক।পুরো অঙ্কন প্রক্রিয়া শেষে নিচে নিজের একটি সাক্ষর করে দেই।


এই ছিলো আমার আজকের উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে ।আপনাদের উৎসাহ পেলে এরকম আরো নতুন ও মজাদার জিনিস নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে।আজকের মত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।



আল্লাহ্ হাফেজ🌿




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

9,3 ও y ব্যাবহার করে খুবই সুন্দর একটি ক্রিয়েটিভ পেন্সিল আর্ট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই ধরনের ক্রিয়েটিভ আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আমাদের মাঝে একটি ভিন্নধর্মী জিনিস নিয়ে হাজির হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন ভিন্নধর্মী একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

অংকন অনেক সুন্দর হয়েছে 👌
সত্যিই প্রশংসনীয় কাজ ছিল।
কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে লিখার সময় বানানের অতিরিক্ত ভুল পোস্টের সৌন্দর্য নষ্ট করে।
বেশ কিছু বানানের মারাত্মক ভুল ছিল।
দয়াকরে ঠিক করুন। 🙏
আল্লাহ , মুরগী, তৈরি প্রনালী এই বানানগুলোকে ছাড়া আরো ভুল রয়েছে।

 2 years ago 

মাঝেমধ্যে হয়ে যায় তবে সতর্ক থাকবো এই বিষয়ে। আর ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

9,3 ও y ব্যাবহার করে একটি ক্রিয়েটিভ পেন্সিল আর্ট পোস্ট শেয়ার করেছেন ভাই। সত্যি আমার কাছে অনেক ভাল লাগল।অনেক সহজেই আপনি তৈরি করেছেন। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য। আশা করছি সামনের দিনগুলোতেও এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

9,3 ও y কে ব্যবহার করে আপনি অসাধারণ একটি মুরগিকে অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্টের মাধ্যমে সত্যি আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পেল। পোস্টটি আপনি অনেক সুন্দর হবে সাজিয়ে-গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি ভাই নতুন নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তবে আপনাদের প্রশংসার উৎসাহ দেখে মনে হচ্ছে আমি সফল হচ্ছি।

 2 years ago 

আপনি অসাধারণ ভাবে পেন্সিল আর্টটি তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া, সত্যিই অসাধারণ সুন্দর একটি ক্রিয়েটিভ পেন্সিল আর্ট দেখালেন আমাদেরকে। যা মাত্র তিনটি সংখ্যার মাধ্যমে অঙ্কিত হয়েছে। আমি আপনার এই 9, 3ওy ব্যবহার করে একটি ক্রিয়েটিভ পেন্সিল আর্ট দেখে মুগ্ধ হয়েছি। মাত্র তিনটি সংখ্যা ব্যবহার করে খুব সহজেই একটি অত্যন্ত সুন্দর মোরগের পেন্সিল আর্ট করে দেখালেন। এবং এই আর্টটি কিভাবে সম্পন্ন করা যায় তার প্রতিটি ধাপ খুব সহজ করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ক্রিয়েটিভ আর্টিকেল বলতে যা বোঝায় এই আর্টিকেলটি তার মধ্যে পরে। আমরা তো অনেকেই আঁকতে পারি। কিন্তু একটু ভিন্ন উপায়ে, একটু সহজভাবে আঁকাটা হয়ত সবাই পারিনা। সে যাই হোক, আপনি কিন্তু ঠিক ঠাক মতই নিজের ক্রিয়েটিভিটি দেখালেন। শুভ কামনা রইল ভাইয়া। ভবিষ্যতে এই রকম বর্ণ বা সংখ্যা দিয়ে আরো কিছু কাজ দেখতে চাই।

 2 years ago 

সত্যি বলতে সেরা ছিল আপনার এই মন্তব্যটি। কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব তা আমার জানা নেই তবে ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও ভালবাসা রইল।

 2 years ago 

সংখ্যা ও বর্ণমালা ব্যবহার করে যে আর্ট করা যায় তা আগে জানতাম কিন্তু কিভাবে আর্ট করতে হয় তা আমার জানা ছিল না। আপনার পোস্টটি দেখে আর্ট করা টি শিখে গেলাম। আপনি কয়েকটি সংখ্যা ও বর্ণমালা ব্যবহার করে খুবই সুন্দর একটি মুরগি অঙ্কন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি 9,3 ও y ব্যাবহার করে একটি ক্রিয়েটিভ পেন্সিল আর্ট করছেন দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ইউনিক আইডিয়া ছিলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য আশা করছি সামনের দিনগুলোতেও পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57630.83
ETH 3105.65
USDT 1.00
SBD 2.33