[DIY-] তৈরি করে ফেললাম একটি "ওয়্যার ব্রেক অ্যালার্মিং" সিস্টেম || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 21 March,2022
আজ ০৭ই চৈত্র,১৪২৮ বঙ্গাব্দ


20220321_231457.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আজকে আমি আপনাদের সামনে একটি ডাই প্রজেক্ট উপস্থাপন করবো।আজকে যে ডাই প্রজেক্টটি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি ভিন্নধর্মী একটি পোস্ট এবং এই প্রজেক্ট টির নাম হচ্ছে "ওয়্যার ব্রেক অ্যালারমিং সিস্টেম"।মূলত এই প্রজেক্টটির কাজ হচ্ছে আপনার লাইনের মধ্যে যদি কোনো তার ছিঁড়ে যায় বা হটাৎ করে বিদ্যুৎ চলে যায় তাহলে অটোমেটিক লাইট জ্বলবে এবং আপনাকে সংকেত দিবে।তো চলুন কিভাবে প্রজেক্টটি তৈরি করলাম বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরছি।


প্রয়োজনীয় উপকরণ:


LMC_21032022_181845.Helena True All-rounder by Atik.jpg
  • 9v ব্যাটারি
  • 680 ওহম রেজিস্টর
  • 2.2k রেজিস্টর
  • BC547 ট্রানজিস্টর
  • LED বাল্ব

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তৈরীর প্রতিটি ধাপ:


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkMQPuXDbvc9oCqwDKiKtTwwsfydvLYWc7WHskjjF6X2C1PQ3KwGTsu47ULeBKZTasSCSiXsApeMfBLyT5qAoiRQpobrsRZHJVk.png


LMC_21032022_170634.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


প্রথমে ট্রানজিসটরের কালেক্টর টার্মিনালের সাথে বাল্ব এর নেগেটিভ টার্মিনাল সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSceGGobfzXAna2J9PDNFjj6TELgeY5vdwBPuzvL8y35CYzyNVuT6eie4xkn2PzfWxiCYQYNu5gpern92rJ5x9CoWYf3TupwJ7HD2gQMvUWcW.png


LMC_21032022_175321.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার বাল্ব এর পজেটিভ টার্মিনাল এর সাথে 680 ওহম এর রেজিস্টর টি সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নেই।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPvR1jwBLykhYAQURsxGqpYLeuznNuYATsN57DLDMv6JVocWKAo6tvRuj7KEqtEL64jADZPcEVkbXV8A4EEnQw6XG7NArKv9sk.png


LMC_21032022_180033.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এ পর্যায়ে 2.2k রেজিস্টর টিকে ট্রানজিস্টরের মাঝের টার্মিনাল অর্থাৎ বেজ টার্মিনাল এর সাথে সংযোগ করে নেই।অতঃপর 680 ওহম রেজিস্টর আর 2.2k রেজিস্টর এর দুইটি টার্মিনাল একসাথে করে সোল্ডারিং করে নেই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSd2MsBYdmxkbJXNjgLZTj2BUTZC2H8pjqbG59t1Wi4DnQpQPrjgTSNStCnv1PFFWgjAtkwvtNX91J3YZaAetyLovXDUhBXxJf3Mt7NVeP47Y.png


LMC_21032022_180214.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এরপর একখন্ড একটি তার নেই।এবং তারের একপাশ ট্রানজিস্টর এর বেজ টার্মিনাল এর সাথে সোল্ডারিং করে দেই।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkMME79q537qrEpYRaGUR4uDJk7UjbBzhYJuSeg9VeQadEKt5s6BX8PY4Y74Lpj1xgWta5dr657fyvysKuPZNTH26b7azrBoNw8.png


LMC_21032022_180331.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এরপর তারের ওপর প্রান্তটি ট্রানজিস্টর এর ইমিটার টার্মিনাল এর সাথে ভালো করে সোল্ডারিং করে দেই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu5K9PDptvgXyJjjr3Y5ebkKmJojtN9jT8PeXtL8CxdfJvoCRc1Esb8CjzWzMKNX7cRsVT9n8PupzqgUoWLY1devnGQNbYHqcZ8UHhsx4bG.png


LMC_21032022_180356.Helena True All-rounder by Atik.jpg

LMC_21032022_180524.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার প্রথমে ব্যাটারি এর কানেক্টর টি নেই এবং কানেক্টর এর পজেটিভ তারটি দুইটি ট্রানজিস্টর এর মধ্যবর্তী সংযোগস্থলে সোল্ডারিং করে নেই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScaXNsRd95NQnaLo8HMnC8tcYpawBQbepekQE7a46uvbS2ScKpb85AWNchcwyLBBZERnrBAoCL4PuyQEx1YoxhYQZL1rZETdjpFRjn97LRLa.png


LMC_21032022_180840.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এবার কানেক্টর এর নেগেটিভ তারটি ট্রানজিস্টর এর ইমিটার টার্মিনালে সংযোগ করি।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPigDDarXBRJTSTsdJETHXBTAtzdPcErqfPY55oR3VNnx8KJRiPRpF4dWY2KoCAYpVmjatekgjmK17FXK1N3LwrBvhU12kvZDQ.png


LMC_21032022_181106.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আর ব্যাস তৈরি হয়ে গেল সার্কিট টি

ফাইনাল লুক:

LMC_21032022_182735.Helena True All-rounder by Atik.jpg

LMC_21032022_185056.Helena True All-rounder by Atik.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটি ছিল প্রজেক্টটির ফাইনাল লুক।

ভিডিও:


প্রজেক্টটি যেভাবে কাজ করে তার ভিডিও:


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তো এই ছিলো আমার আজকের উপস্থাপনা ও ডাই প্রজেক্ট।আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে সামনে এরকম আরো নতুন নতুন প্রজেক্ট নিয়ে উপস্থিতি হবো।আর আজকের মত এখানেই বিদায়,ভালো থাকবেন সবাই।



আল্লাহ হাফেজ🌿




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 3 years ago 

ইলেকট্রনিক্স পার্টস গুলো ব্যবহার করে আপনার প্রজেক্ট টা অনেক সুন্দর ভাবে আপনি সম্পন্ন করেছেন । আমি এই ইলেকট্রনিকের কাজ গুলো তেমন একটা ভালো বুঝিনা তবে আপনার এই পোস্টটা দেখে অনেক ভালো লাগলো । ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা এটা ঠিক এগুলো অনেকেই জানে না।কিন্তু জেনে রাখা টা জরুরি কখন কি দরকার পড়ে বলা তো যায় না।যাইহোক আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ওয়্যার ব্রেক অ্যালার্মিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে।এর আগেও আপনি এই ধরনের কাজ গুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন।কাজটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে সম্পন্ন করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই চেষ্টা করি আপনাদের মাঝে ব্যাতিক্রমধর্মী কিছু তুলে ধরার জন্য।আর আপনারা বেশ ভালই উৎসাহিত করেন আমারও বেশ ভালই লাগে।পাশে থাকবেন ভাই এভাবেই শুভেচ্ছা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার উদ্ভাবন টি আমার কাছে অসাধারণ লেগেছে।
ইলেকট্রনিক পার্টস ব্যবহার করে আপনি চমৎকার একটি ওয়্যার ব্রেক অ্যালার্মিং তৈরী করেছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ইলে্ট্রনিক্স পার্টস হয় না ওগুলোকে কম্পোনেন্ট বলে।যাইহোক আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার এই ইউনিক প্রযুক্তিগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। আপনার মাধ্যমে এগুলো শিখতে পেরে সত্যি আমার ভালো লাগতেছে। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা ইউনিক ড্রাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

যাইহোক অন্যতম একজনকে পেলাম জে আমার এই প্রজেক্ট গুলো দেখে কিছু শিখছে।কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই,ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি কাজের আইডিয়া আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনার এই কাজের আইডিয়া দেখে তো আমি সত্যিই মুগ্ধ। আপনি খুবই সুন্দর করে ওয়্যার ব্রেক অ্যালার্মিং তৈরী করেছেন আর এত জটিল কাজ সহজভাবে আমাদের মাঝে উপস্থাপনাও করছেন। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হ্যা জানা না থাকলে অবশ্য একটু কঠিন মনেই হবে এটাই স্বাভাবিক।যাইহোক সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে 🖤

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে ওয়্যার ব্রেক অ্যালার্মিং তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

জ্বি ভাই চেষ্টা করেছি,আর আপনারা সাদরে গ্রহণ করে প্রশংসা করেছেন এটাই আমার জন্যে অনেক পাওয়া।ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবসময়।🖤

 3 years ago 

এই কাজগুলো করা কিন্তু বেশ কঠিন। কিন্তু যারা পারে তাদের জন্য সহজ হয়ে যায়। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বৈদ্যুতিক একটি কাজ পরিবেশন করলেন। এটা কিন্তু একদম ইউনিক একটি কাজ লেগেছে। মনে হচ্ছে এইরকম কাজ গুলো আপনার কাছ থেকে আরও দেখতে পাবো। সুন্দর একটি কাজ নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

এটা ঠিক যারা পারে তাদের জন্যে অনেক সহজ তবে ইচ্ছে থাকলে সবাই শিখতে পারবে।আর আপনার এই মন্তব্য সত্যিই আমার জন্যে অনেক অনুপ্রেরণা।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ দারুন তো ভীষণ ভালো একটি ডাই প্রজেক্ট দেখলাম ♥️।
সত্যিই প্রশংসনীয় কাজ ছিল।
তাহলে কারেন্ট চলে গেলে এটি এলার্ম দেবে।
দারুন 🤗

 3 years ago 

বাহ ভাই আপনার মুখ থেকে প্রশংসা শুনে অনেক খুশি হলাম।এভাবেই পাশে থেকে সুন্দর কাজ গুলোর প্রশংসা করবেন ভাই অনেক অনুপ্রেরণা পাবো।ভালোবাসা রইলো ভাই আপনার জন্য🖤

 3 years ago 

ভাইয়া আপনার ওয়্যার ব্রেক অ্যালার্মিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার সৃজনশীলতার দারুণ প্রমাণ দিয়েছেন। আমার কাছে আপনার এই ওয়্যার ব্রেক অ্যালার্মিং অনেক অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ কত সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জ্বি আপু সৃজশীলতাকে প্রকাশ করার চেষ্টা করছি মাত্র।আর আপনাদের এরকম উৎসাহ পেলে সামনে আরো নতুন নতুন কিছু উদ্ভাবনী নিয়ে আসতে চাই।ভালো থাকবেন আপু আর এভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

আমার বৈদ্যুতিক কাজ করতে অনেক ভয় লাগে। আপনার প্রজেক্ট এর ভিডিও দেখে যদিও সহজ মনে হলো তার পর আমি করতে পারবো না। এর আগেও আপনার একটা এই টাইপেত প্রজেক্ট দেখা হয়ছিলো। এ দিক থেকে আপনি অনেক পারদর্শী। দোয়া করি অনেক বড় হবেন জীবনে।

 3 years ago 

চেষ্টা করলে মানুষ সব পারে ভাই।একদিন ভয়কে জয় করে চেষ্টা করে দেখবেন,দেখবেন আপনিও পারছেন।আর ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62802.36
ETH 2462.43
USDT 1.00
SBD 2.62