📱বন্ধুর মোবাইল কেনা ও পাবনা মিষ্টান্ন ভান্ডারের অমৃত বিলাস এর স্বাদ নেওয়া📱 || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
19-11-2021
০৪ অগ্রহায়ণ,১৪২৮ বঙ্গাব্দ

🥀আসসালামু আলাইকুম🥀



সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজকে আমি আপনাদের মাঝে আমার আরো একটি সুন্দর মুহূর্তময় দিন এর কার্য্যক্রম শেয়ার করবো।দিনটি বিশেষ বলার কারণ পোস্টটি পড়লেই বুঝতে পারবেন।।



আজকে আমি @sagor1233@ebrahim2021 একটি বিশেষ উদ্দেশ্যে বের হই।আজকে আমরা সাগর এর মোবাইল কিনার উদ্দেশ্যে বের হই।এবং সেই মুহূর্ত গুলো সবার সাথে শেয়ার করছি।


PicsArt_11-19-11.06.25.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG20211119162552.jpg

IMG_20211119_172300.jpg

device :realme narzo 30a

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


আজকে স্বভাবতই শুক্রবার এবং সপ্তাহের বিশেষ একটি দিন। এই দিনে অফিস আদালত থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সকলেই একটু বিনোদনের জন্য ঘুরতে বের হয়। আমরাও তার ব্যতিক্রম নযই অবশ্য আমরা হরহামেশাই ঘুরতে বেরোই। তাই আজকে ঘোরাঘুরি ও সাগরের মোবাইল কেনার জন্য বের হয়েছিলাম। অবশ্য সাগরের মোবাইল কিনার কথা ছিল কালকে কিন্তু আজকে শুক্রবার আজকে ঘুরতে বের হব জন্য কালকে আর যাওয়া হয়নি। আজকে শুক্রবার তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মসজিদে নামাজ পড়তে যাই। মসজিদ থেকে নামাজ পড়ে এসে দুপুরের খাওয়া-দাওয়া করে রুমে এসে একটু আড্ডা ও গল্প করি। এরপরে বিকেলে আমরা তিনজন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ও সাগরের মোবাইল কিনার উদ্দেশ্যে বের হই। অবশ্য আমরা আগে থেকেই মোবাইল ফিক্সট করে রেখেছিলাম যে এই মোবাইলটি নিব।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG20211119165715.jpg

IMG_20211119_172044.jpg

IMG20211119165803.jpg

IMG20211119165820.jpg

device :realme narzo 30a

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


আমরা মোবাইল কিনার জন্য দিনাজপুরের মূল শহরের ভিতরে যাই। দিনাজপুরের মূল শহর বলতে লিলির মোড় কেই বোঝায়। সাগর যে ফোনটি পছন্দ করেছিল সেটি হচ্ছে শাওমি ব্র্যান্ড এর রেডমি 10 মডেল টি। এরপর আমরা ফোন কেনার জন্য শাওমি এর অফিশিয়াল শোরুমে যাই। আমরা যে মার্কেটে গিয়েছিলাম ওই মার্কেটে টির নামি ছিলো মোবাইল মার্কেট। মোবাইল মার্কেটে পৌঁছানোর পর আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে শপে প্রবেশ করি। আসলে এর আগে আমরা ঐ শপ থেকে মোবাইল কিনে ছিলাম তাই তাদের সাথে আমাদের সম্পর্কটা একটু ভালো ছিল তাই সেখানে আমরা মোবাইল কেনার জন্য প্রবেশ করি। শো রুমে প্রবেশ করার পর আমরা সরাসরি শাওমি জোন এ যাই। এবং সেখানে জিনি দায়িত্বে ছিলেন উনি আমাদের বড় ভাই হন সম্পর্কে। আমাদের পছন্দের ফোনটি যেটি আমরা নিতে গিয়েছিলাম সেটির কথা ওনাকে জিজ্ঞেস করি। উনি বলেন আমাদের কাছে শুধু একটি ফোনেই আছে আর। সাগরের যে কালারটি পছন্দ করেছিল ব্লাক সেটি ওখানে ছিল না যার কারণে সাগর নিতে একটু অসম্মতি জানাল। তাই আমরা আরও কয়েকটি দোকান ঘুরে দেখলাম কিন্তু দুর্ভাগ্য জনিত কারণে সাগরের পছন্দের কালার টি আমরা পাইনি। তাই বাধ্য হয়ে ওই আগের জায়গা থেকেই সেই ব্লু কালারের রেডমি 10 ফোন টি নিয়ে নেই। এবং ফোনের সাথে কিছু গিফট দিয়েছিলো তার মধ্যে একটি উল্লেখযোগ্য গিফট ছিল একটি সুন্দর হেডফোন। যেটি সাগর আমাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছে। অবশ্য নিজের ইচ্ছায় আমাকে গিফট দেয়নি আমি নিজে নিজে নিয়ে নিয়েছি।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20211119_174001.jpg

IMG_20211119_174023.jpg

IMG_20211119_174037.jpg

IMG_20211119_174533.jpg

IMG_20211119_174407.jpg

device :realme narzo 30a

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


এরপর আমরা সবাই মিলে সাগরকে বলি তোর নতুন মোবাইলের মিলাদ দে। অবশ্য আমাদেরকে খাওয়ানোর প্লান তার আগে থেকেই ছিল সে আগেই বলেছিল যে মোবাইল যেদিন কিনবো সেদিন তোদের খাওয়াবো। আমাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে সে পাবনা মিষ্টান্ন ভান্ডার এ নিয়ে গেল। পাবনা মিষ্টান্ন ভান্ডার হলো দিনাজপুরের অন্যতম একটি মিষ্টির দোকান। এখানে মিষ্টি দিয়ে বানানো হয় এমন সব কিছু এখানে পাওয়া যায়। এবং এগুলোর মান অনেক গুণগত ও সুস্বাদু । সেখানে ভিতরে ঢুকে আমরা দেখতে পেলাম হরেক রকম মিষ্টি বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন আঙ্গিকে। কেউ সেখানেই মিষ্টি খাচ্ছে কেউ আবার বাসার জন্য নিয়ে যাচ্ছে আমরা অবশ্য খাওয়ার জন্যই গেছিলাম। তাই দেরি না করে আমরা অমৃত বিলাস মিষ্টি অর্ডার করলাম। এবং এই মিষ্টি টি সত্যিই খুব সুস্বাদু ছিল। এই মিষ্টি খাওয়ার পর আপনার মনে হবে যে না আসলেই অমৃত খাইলাম। তাই হয়তো এ মিষ্টির নাম দিয়েছে অমৃত বিলাস।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20211119_175752.jpg

IMG_20211119_175812.jpg

IMG_20211119_175832.jpg

device :realme narzo 30a

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


মিষ্টি খাওয়া শেষ হলে এরপর আমরা বাইরে আসি। এবং একটি কফির দোকানে এসে কফি অর্ডার করি। কফি টি বেশ চমৎকার ছিল কিন্তু সাগরের কাছে নাকি খুব বাজে এবং কড়া লেগেছিল। এরপর কফি খাওয়া শেষ হলে আমরা মেসের উদ্দেশ্যে রওনা দিই। আর এভাবেই সমাপ্তি ঘটে আমাদের সুন্দরতম একটি দিনের।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png



আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভাল থাকবেন,সুস্থ থাকবেন,নিজের যত্ন নিবেন ও নিরাপদে থাকবেন।


আল্লাহ হাফেজ

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

banner-abb3.png

Sort:  
 3 years ago 

হা হা মজা লাগলো 😅আপনি একটি ইয়ারফোন গিফট পেয়ে গেলেন। অনেক মজার মুহূর্ত ছিল আপনারা তিন বন্ধু মিলে শুক্রবারের দিন নামাজ পড়ে বের হলেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক বিনোদন করেন। অনেক ভালো লাগলো তারপর আপনারা একটি ফোন কিনতে গেলেন। অনেক ভালো ফোনটি আমার জানামতে এবং অনেক দারুণভাবে মুহূর্তটি উদযাপন করেছেন আর শেষে খাওয়া-দাওয়া তো আছেই। এককথায় অসাধারণ ছিল।

 3 years ago 

খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ আপনি দারুন সময় পার করছেন। পাশে কিছু প্রিয় মানুষ গুলো থাকলে ঘোরাঘুরি করার মজাটাও অনেক ভালো হয়। ঘোরাঘুরি আর খাই-দাই শেষে আপনার লাভ হচ্ছে একটা হেডফোন গিফট পেয়েছেন 😁

 3 years ago 

আসলে সে নিজে দেয় নাই।আমি জোর করে নিয়ে নিয়েছি😁

 3 years ago 

আপনার তিনজনই তো আমার বাংলা ব্লগের সদস্য। দেখে খুবই ভালো লাগলো আপনাদের তিনজনকে একসঙ্গে। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনারা তিনজনে মিলে সাগর ভাইয়ের মোবাইল কেনা থেকে শুরু করে খাওয়া-দাওয়া করে খুব ভালো একটি সময় পার করেছেন।
সাগর ভাইয়াকে বলেন যে মোবাইলের খাওয়া আমাদেরও পাওনা রইল।

 3 years ago 

জি আমরা একসাথে আছি ভবিষ্যতেও থাকবো।তবে আপনার কমেন্ট টি অনেক সুন্দর ছিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ বন্ধু। কালকের এই বিষয়টাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আসলেই কালকের দিনটি অনেক মজার ছিল।
শেষের ছবিটা🥲🥲

 3 years ago 

শেষের ছবি টা আমার কাছে ভালই লাগছে। যাই হোক হেডফোনটা আমাকে গিফট দেওয়ার জন্য তোমাকে বিশেষ ধন্যবাদ😊

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42