এগিয়ে যেতে ধারাবাহিক হওয়া খুবই জরুরি 🙏

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 24 July,2022
আজ ০৯ শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ


1_20220725_014722_0000.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী কমিউনিটিতে বেশ কিছুদিন ধরে নিয়মিত না থাকার কারণে।আসলে আসলে ব্যাক্তিগত কিছু সমস্যা আর ইদের ছুটিতে বাড়িতে গিয়ে একদম এলোমেলো একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম,এদিকে বাসায় নেট সংযোগ পায় না তারউপর বাসার বিভিন্ন প্রেসার।এবং সব প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করেও পোস্ট করা হয় উঠে নি।আজ করবো কাল করবো করে করেও হয়ে উঠে নি।তবে দিন দুই হয় এখন মেসে এসেছি।এবং আমি আশাবাদী এখন থেকে আবারও নিয়মিত ভাবে কাজ করে যেতে পারবো।তাই আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


optical-deception-3046735_1280.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এই কয়দিনের পথচলায় একটা জিনিস খুব ভালো করে বুঝেছি সেটা হলো কোনো কাজে ধারাবাহিকতা থাকাটা অত্যাবশ্যক।আমি যখন ধারাবাহিকভাবে কাজ করছিলাম তখন মস্তিষ্কে অটোমেটিক একটা ব্যাপার কাজ করে আর সেটা হচ্ছে পোস্ট করতেই হবে সেটা যেভাবেই হোক।এবং পোষ্টের যদি কোনো টপিক ও না থাকে তখন সেই ব্যাপারটা মাথার মধ্যে ঘুরপাক খায় এবং একটা সময় কোনো না কোনো একটা উপায় হয়েই যায়।কিন্তু ধারাবাহিক থাকতে থাকতে যখন অনিয়মিত হয়ে যাই তখন ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হয়ে দাড়ায়।তখন মস্তিষ্ক অলস হয়ে যায় তখন সে আর কাজের প্রতি অতটাও ফোকাস করে না।তখন মাথার মধ্যে একটা জিনিস এই কাজ করে, না থাক কাল থেকে শুরু করবো যখন কাল আসে তখন মনে হয় আজকেও তো করা হলো না তাইলে পরের সপ্তাহে থেকেই করি।আর সেম জিনিসটা আমার বেলায় ও হয়েছে।আজ থেকে শুরু করবো কাল থেকে শুরু করবো করতে করতে অনেকদিন হয়ে গেলো।এখন মাথাটা অনেকটাই জং ধরার মতো হয়ে গেছে।লিখতে বসেও মনে হচ্ছে কি লিখবো?পোস্ট করার ও তো কিছুই পাচ্ছি না?এগুলা ভাবতে ভাবতে আবার ভাবতেছি না থাক কাল থেকে শুরু করি।আবার লিখতে গিয়ে পরের লাইনে কি লিখবো সেটাও মনে আসতেছে না এরকম নানান কুচিন্তার ভিড় জমে গেছে মস্তিষ্কে।


black-and-white-2309273_1280.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যাইহোক তারপরেও সব কুচিন্তা ঝেড়ে ফেলে আবারও নতুন করে পথচলা শুরু।ইনশাল্লাহ আবারও সেই আগের মত ধারাবাহিকতার সাথে কাজ করতে পারবো যদি ।তবে এবার যে অভিজ্ঞতাটা হলো এটাও একটা দরকারি।আসলে জীবনের পথচলার প্রতিটি ধাপে অনেক কিছুই শেখা যায়।একটা জিনিস খুব ভালো করে অনুধাবন করেছি সেটা হলো প্রতিটি কাজের জন্য ধারাবাহিকতা অত্যাবশ্যক।এবং একবার অনিমিয়ত হয়ে পড়লে আবার নতুন করে ধারাবাহিক হওয়া খুবই কঠিন ব্যাপার।এবং এমনও হইতে পারে এরকম অনিয়মিত থাকতে থাকতে রাইট ট্রাকে আর ফেরত এই আসতে পারবেন না।তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কাজ করেন পারলে একটু কম করেন তবুও কেউ অনিয়মিত হয়ে পইড়েন না।


যাইহোক সামনে যদি আর কোনো প্রতিবন্ধকতা না আসে তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে আবারও এগিয়ে যাবো।এবং আপনারাও সবাই ধারাবাহিকতার সাথে এগিয়ে যান এই কাম্য।সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।


ধন্যবাদ সবাইকে



Sort:  
 2 years ago 

আসলে একদম ঠিক ভাই যদি আমরা কোন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আসলে সেই কাজ করার উপায় কোনো-না-কোনোভাবে খুঁজে বের করতে পারি। আর যদি ধারাবাহিক না থাকি তা হলে আসলে অনেক কিছুই আমাদের পিছনে ফেলে দেয়। আপনার পোস্টের উপস্থাপনাটা খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনাকে অসাধারণ ভাই।পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।🖤✌️

 2 years ago 

অনেকদিন পর আপনার পোস্ট পড়ার সু্যোগ পেলাম । কথা গুলো বাস্তব ছিল । নিয়মানুবর্তিতা জিনিসটাই অন্য রকম । যে কোন কিছু নিয়মিত করতে থাকলে তা এক সময় অভ্যাসে পরিণত হয়ে যায় ।
আর কিছুদিনের গ্যাপ পিছিয়ে দেয় অনেকদিনের জন্য । আজ নয় কাল করে করে কয়েক মাসেও যেন সুযোগ তৈরি হয় না আর ।
নীড়ে ফেরায় স্বাগতম প্রিয় ভাই ।

 2 years ago 

ধন্যবাদ ভাই কথাগুলো বোঝার জন্য।তবে এখন থেকে চেষ্টা করবো এই ধারাবাহিকতা টা ধরে রাখার।কেনো জে বুঝেও বুঝি না উপর আলাই জানে।

 2 years ago 

আসলেই নিয়মের বাহিরে গিয়ে চলা বেশ মুশকিল।এখানে নিয়মের মধ্যে থাকলে মাথায় চিন্তা থাকে পোস্ট করতে হবে,একটু বাহিরে চলে গেলে আজকে পোস্ট না কালকে,এভাবে হতে থাকে।যাই হোক নিয়মিত হবেন যেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

হুম আপু ঠিক বলছেন।
তবে এবার যখন ফিরে এসেছি তখন থাকবো শেষ অব্দি ইনশাল্লাহ।✌️

 2 years ago 

আপনার সাথে আমিও একমত, কেননা ধারাবাহিকতা না থাকলে কাজে সফলতা আসে না, এবং ধারাবাহিকতার মাধ্যমেই নিজেকে উচ্চ স্থানে নিয়ে যাওয়া সম্ভব,আর সেটি যেকোনো ধরনেরই কাজই হোক।

 2 years ago 

জ্বি ভাই।
খুব সুন্দর বলেছেন স্বল্প কথায়।ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

এই রকম মোটিভেশনাল ব্লগ আরও চাই ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49