ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন🤪 || 10% for @shy-fox
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
উপরের টাইটেল এ যে প্রবাদ বাক্যটির দিয়েছি সেটা হয়তো আপনারা সবাই শুনে থাকবেন কিংবা স্কুলে স্যারদের কাছ থেকে ডায়লগ হিসেবে শুনে থাকবেন।আসলে এই প্রবাদ বাক্যটি চরম সত্য,আবার আংশিক ভুল ও বটে।বিশেষ করে আমাদের মত অলস প্রকৃতির ছাত্রদের জন্য একদম ঠিক আছে,কিন্তু যারা পরিশ্রমী পড়াশুনা করে তারা আবার যদি পরীক্ষা দিতে না পারে তাহলে তো আবার তাদের সঠিক মূল্যায়ন হবে না হাহা।যাইহোক আমি অন্যের হিসেব বাদই দিলাম নিজেরটা নিয়ে ভাবার সময় এসে গেছে।
ডিভাইস:মোবাইলে
ইমেজ সোর্স:image source
পঞ্চম সেমিস্টার শেষ করলাম সবেমাত্র পরীক্ষার রেজাল্ট দিলো কিছুদিন হয়। আলহামদুলিল্লাহ রেজাল্ট ও বেশ ভালই।আর এদিকে সেই রেশ কাটতে না কাটতেই কেমনে কেমনে যে মিডট্রাম এক্সাম চলে আসলো নিজেই বুঝতে পারলাম না।এই সেমিস্টারে উঠে না করলাম ক্লাস না করলাম কিছু তাতেই নাকি সামনে এক্সাম।আমাদেরকে নিয়ে একধরনের ছেলেখেলা চলছে কতৃপক্ষর ভাবছে এগুলোকে কোনরকম ঠেলে পার করে দিলেই বুঝি বেচে যায় আমরা।আর এইসব দেখে এখন কেনজানি মনে হচ্ছে ডিপ্লোমাতে এসে ভুলেই করলাম বুঝি। করোনার কারণে এক বছর পিছিয়ে পড়ে পুনরায় খুলে দেওয়া হয়েছিল কলেজ।কিন্তু দুর্ভাগ্য এক মাস ও খোলা ছিলনা কলেজ পুনরায় শাটডাউন। ব্যাস কি আর করার পুনরায় দেবদাস হয়ে গেলাম।আর এদিকে ক্লাস তো দূরে থাক একদিন ও মনে হয় কলেজে ও ঢুকি নাই এবারের সেমিস্টারে। আর এদিকে বই না কিনতেও নির্দেশনা চলে আসলো কলেজ খুলার,আবার কলেজে না যাইতেই নোটিশ দিলো পরীক্ষার রুটিনের,ঠেলা এবার সামলাও🤣।
ডিভাইস:মোবাইলে
ইমেজ সোর্স:image source
বেশ কয়েকদিন হয় মেসে আসছি অথচ বই কিনার কোনো খবর নাই।বেশ হেলায় ফেলায় পার করছি দিন।বই তো দূরের কথা কলেজ ও যাই নাই একদিনও।আর কলেজ গিয়েই বা কি করবো কোনো ক্লাস ছিলো না।আর এদিকে পরীক্ষার কথা যখন মনে হচ্ছিল ফিক করে একটা হাসি মেরে আবার ভুলে যাই।বুঝেই উঠতে পারছি না ডিপ্লোমা ভর্তি হইলাম কবে আর শেষই বা হচ্ছে কিভাবে।কিছু বুঝে উঠার আগেই এখন আমি ষষ্ঠ সেমিস্টার এর মিডট্রাম পরীক্ষা দিবো। অথচ এখন পর্যন্ত তেমন কোনো প্রাকটিকাল বা কাজ পারি না😶।
আগের সেমিস্টার পরীক্ষা দিলাম কোনো ক্লাস না করে কিংবা কোনরকম বই পড়ে বলা চলে।তারপরেও টেনেটুনে পাশ করেছি যদিও এই রেজাল্ট এর খুব একটা প্রভাব থাকবে বলে আমার মনে হয় না,যদি না আমরা কাজ পারি।যাইহোক নতুন বই কিনে এনে অংক গুলো একটু দেখছিলাম সেগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছিল।আবার ইঞ্জিনিয়ারিং অংক ছাড়া ভাবাও যায় না।আর এগুলা হচ্ছে আমাদের ক্লাস না করার আর করনার ফল জার ভয়াবহতা ভবিষ্যতে দারুন প্রভাব ফেলবে আমাদের উপর।
ডিভাইস:মোবাইলে
ইমেজ সোর্স:image source
আবার জানেন এইদিকে আরেক মছিবতে আছি এখন পর্যন্ত করোনার টিকা দিতে পারি নাই কালকে যদি দিতে না পারি আদৌ পরীক্ষা দিতে পারবো কি না সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।তিনদিন থেকে প্ল্যান করতেছি টিকা দিব কিন্তু আমি এতই অলস যে সকালে ঘুম থেকে উঠতেই পারছি না আর টিকা দেওয়াও হয়ে উঠছে না🤣।যাক সে কথা নাহয় বাদই দিলাম,এদিকে বইয়ের যা কিছু পড়ছি সব ভুলে যাচ্ছি,মাঝে মাঝে তো একধাপ অগ্রসর হয়ে চিন্তা করছি টুকলি নিয়ে যাবো নাকি😶।কিন্তু সে উপায় তো আর নেই।তাই কি আর করার পড়ায় মনোনিবেশ না থাকলেও চেষ্টা করছি অহেতুক বই এর দিকে তাকিয়ে থাকার।আর কিছু না হোক কাল প্রশ্ন গুলো তো কমন পাবো?কালকের প্রশ্ন গুলো দেখব আর বলবো এই প্রশ্ন টা তো কালকে পড়ছি,কিন্তু উত্তর মনে নাই😶।তারপরেও কিছু একটা লিখে আসবো খাতায় সাদা খাতা তো আর জমা দেওয়া যায় না।তারপরেও চেষ্টা থাকবে কালকে ভালো পরীক্ষা দেওয়ার,আর যদি হলের গার্ড যদি একটু নরমাল হয় তাহলে তো একটু ভালই হবে।
করোনার এই তাণ্ডব শেষ হোক,কেটে উঠুক সব বাধা আর আমরাও যেনো নিয়মিত কলেজে যেতে পারি।এবং নিজেদের খালি অংশ গুলোকে পূর্ণতায় রূপান্তর করতে পারি
অনেক ভালো লাগলো আমার পোষ্টটি পড়ে। অনেক আনন্দ করলাম। আপনার পোস্টটি পড়ে অনেক হেসেছি। অসাধারণ একটি পোস্ট ছিল। সবশেষে অনেক ধন্যবাদ আপনাকে আপনার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য
ভাই আমার কাছে এটা খুবই সাধারণ বিষয় 😀 আমি এমন অনেক করছি, পরিক্ষার আগের রাতে পড়ে পরিক্ষা দিছি। সামনে আমার অনার্স ফাইনাল পরীক্ষা তবে এখনো তেমন কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। আল্লাহ ভালো জানেন কি হয়। যাইহোক, আপনার পরিক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা।