ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে কি ভালো বন্ধুত্ব হতে পারে? || 10@ for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 14 March,2022
আজ ২৯ই ফাল্গুন,১৪২৮ বঙ্গাব্দ


couple-g9344859f3_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


অনেকের কাছে তো অনেক কিছু শুনেছেন একজন মেয়ের একজন ভালো বন্ধু থাকে।আসলে কি মোটেও এমনটা হয়?মোটেও না কারণ একজন মেয়ের সাথে একজন ছেলের কখনোই বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না।আর এই বিষয় নিয়ে নিজের মতো করে সাজিয়েছি আজকের ব্লগ এবং কিছু বিখ্যাত ব্যাক্তিদের বিখ্যাত উক্তি ও তুলে ধরবো।


couple-g8a1b6e697_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


একজন ছেলে আর একজন মেয়ে কখনোই তারা ভালো বন্ধু হতে পারে না,কিংবা এটাকে অসম্ভবও বলা চলে। যেহেতু একজন ছেলে ও একজন মেয়ে দুজনেই দুই লিঙ্গের। এবং একজন মেয়ে কিংবা একজন ছেলে প্রকৃতির নিয়ম অনুযায়ী স্বভাবগতভাবেই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট। আর এক্ষেত্রে একজন ছেলে যদি একজন মেয়ের ভালো বন্ধু হয় তবে সেটি হবে প্রকৃতির বিরুদ্ধাচারণ। ধরুন আপনাদের একটি উদাহরণ দেই দেই “চৌম্বক আর লোহার সম্পর্ক তো দেখেছেন আপনারা নিশ্চয়ই। একটি চুম্বক এর পাশে যদি একটি লোহাকে রাখা হয় তাহলে লোহাটি চুম্বকের সাথে লেগে যায়। অর্থাৎ চুম্বকের ধর্মই হচ্ছে লোহাকে আকর্ষণ করা, সে যেভাবেই হোক না কেন লোহাকে আকর্ষণ করবে আবার লোহা আকর্ষিত হয়ে লেগে যাবে চুম্বকে”। ঠিক একই রকম সম্পর্ক হচ্ছে একজন ছেলে আর একজন মেয়ের মাঝে। তারা যতই বন্ধুত্বের দোহাই দিক না কেন একসময় এই সম্পর্ক গড়াবে প্রেমে কিংবা ভালোবাসায়। কারণ প্রত্যেকটি ছেলে মেয়ের মাঝে জৈবিক চাহিদা বলতে কিছু একটা আছে। এবং এই চাহিদার কারণে তারা একটা সময়ে গিয়ে নিজেরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেই।


একটা মেয়ে আর ছেলে যদি বলে শুধু তারা কেবল এই ভালো বন্ধু। তাহলে মনে রাখবেন তারা ভুল বলছে। একটা সময় পর তারা প্রকৃতির স্বভাব সিদ্ধ নিয়মে তাদের দুজনের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি হবে আর ঠিক তখনই তারা একে অপরের প্রেমে পড়বে। আর যদি তাদের মধ্যে এই সম্পর্ক পর্যন্ত না গড়ায় তাহলে বুঝবেন তারা মিথ্যে বলছে।কারণ প্রেম কিংবা ভালোবাসা হবেই আর এটা হওয়াটাই স্বাভাবিক। আর দীর্ঘদিন বন্ধুত্ব হওয়ার পরেও যদি এই প্রেমের সম্পর্কে না গড়ায় তাহলে সেটাই হবে অস্বাভাবিক।“বৈজ্ঞানিক একটি রিচর্সে দেখা গেছে একটি ছেলে যখন একটি মেয়ের কাছে আসে তখন ছেলেদের হরমোন রেসপন্স হয় খুবই তীব্র এবং পজিটিভ। অর্থাৎ টেস্টোস্টেরনে (ছেলেদের সেক্স হরমোন) হরমোন পজিটিভ হিসেবে দেখা যায়।তাই কোনো না কোনো ভাবে ছেলেরা মেয়েদের প্রতি একটু দুর্বল থাকেই।


couple-g89f718c29_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আচ্ছা আমি আপনাদের মাঝে একটা গল্প বলি তাহলে বিষয়টি আর পরিষ্কার হবে:


লেখিকা তসলিমা নাসরিন তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশুনা করতেন।তার হাবিবুল্লাহ নামে এক অসম্ভব ঘনিষ্ট বন্ধু ছিলো।তারা দুজন পড়াশুনা থেকে নিয়ে দৈনন্দিন সব কাজ একসাথে করতেন।সবাই ভাবতো তাদের মধ্যে নিশ্চয়ই প্রেম আছে।তসলিমা তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন,"আমি দেখিয়ে দিবো ছেলে আর মেয়ের মধ্যেও নিছক বন্ধুত্বের সম্পর্ক হওয়া সম্ভব।

মেডিকেলের শেষ বর্ষে এসে তসলিমার এই বন্ধুটি তাকে বিয়ের প্রোপোজ করে বসলে তসলিমা প্রচন্ড আহত হন এবং রাগ করে তার বন্ধুটির সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন।তসলিমা সেদিন তার চ্যালেঞ্জে হেরে গিয়েছিলেন।


আর এখান থেকে একটা কথা স্পষ্ট যদি কখনো একটা মেয়ে আর ছেলের মধ্যে বন্ধুর সম্পর্ক ও থাকে তাহলে একটা সময় গিয়ে সেটি প্রেমের সম্পর্কে গড়াবেই।আর এটি নিয়ে হুমায়ুন আহমেদ ও শেক্সপিয়র একটি করে উক্তি তুলে ধরছি:


হুমায়ূন আহমেদ:”ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে।হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে।কিংবা খুবই দেরিতে,আর নাহয় সব সময়ের জন্য।তবে প্রেমে তারা পড়বেই।”

শেক্সপিয়র:"একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না,কারণ এখানে আবেগ আছে,দৈহিক আকাঙ্খা আছে।"

couple-gb90f3906c_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আমরা সভাবতই সামাজিক জীব।এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী সবারই জৈবিক চাহিদা ও কামনা থাকে।তাই কখনো যদি কোনো মেয়ে কিংবা ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে তবে একটা সময় পর জৈবিক চাহিদা আর কামনার বাসনায় সেটা প্রেমের সম্পর্কে গড়াবেই।আর যদি প্রকৃতির নিয়ম ভেঙ্গে সেই বন্ধুত্বের সম্পর্ক প্রেম পর্যন্ত না গড়ায় তবে তাদের দুজনের মধ্যে একটা দুর্বলতা তৈরি হবে এবং কামনার সৃষ্টি হবেই হবে।আর সেটাকে আর যাইহোক অন্তত বন্ধুত্ব বলা চলে না।আর এই রকম বন্ধুত্বের ফলেই ঘটে যায় অনেক দুর্ঘটনা এমনকি এই অব্যাক্ত কামনার কথা মুখে স্বীকার করতে না পেরে ঘটিয়ে ফেলে ধর্ষণ এর মত জঘন্য অপরাধ।তাই কোনো ছেলে এর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব বা বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।মনে রাখবেন একজন মেয়ের কেবল একজন মেয়েই ভালো বন্ধু হতে পারে,আর ছেলেদের বেলায় ও ঠিক তাই।তাই আপুদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি ছেলে বন্ধু হতে একটু দূরে থাকবেন,হয়তো আপনার এই সরলতাকে ব্যাবহার করে খারাপ উদ্দেশ্য নিয়ে ঘটিয়ে ফেলতে পারে একটি বড় দুর্ঘটনা।


আজকের মত এখানেই শেষ করছি।আশা করছি আজকের এই ব্লগটি অনেক ভালো লেগেছে আপনাদের,সেইসাথে অনেক কিছু জানতে পেরেছেন এবং বেশ উপভোগ করেছেন। তো আজকের মত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।


আল্লাহ হাফেজ



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  

আমি আপনার সাথে সহমত প্রকাশ করেছি ভাইয়া। হুমায়ূন আহমেদের কথাটি বাস্তবেই একদম সত্যি। একটা ছেলে আর একটা মেয়ে কখনোই ভালো বন্ধু হতে পারেনা। কোন এক সময় তাদের মাঝে প্রেম ভালোবাসা নামক জিনিসটা আসবেই। অনেক সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই বিষয়টি বুঝার জন্য ও সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
আপনার সাথে সহমত পোষন করি বলছি ছেলে এবং মেয়েদের মধ্যে যে বন্ধুত্ব হয় সেটা খুব বেশিদিন বন্ধুত্ব হয়ে থাকে না অনেকাংশে।তাই সে ক্ষেত্রে আমাদের নারীদের বিশেষ সতর্কতাঃ ও সচেতন থাকতে হবে। সচেতনতামূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ।

♥♥

 2 years ago 

জি আপু সেটাই।আর আপনাকে ধন্যবাদ আমার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর জন্য।

 2 years ago 

কলেজে পড়ার সময় এ এই বিষয়টি আমাদের পদার্থ বিজ্ঞানের আশরাফ স্যার একবার বলেছিলেন।আপনি খুবই সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।পোস্টটি পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ বিষয়টি উপলদ্ধি করার জন্য।এভাবেই পাশে থাকবেন , আর শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছেন ভাইয়া । ছেলে ও মেয়ে উভয়েই আমরা প্রকৃত বন্ধু হতে পারি এই কথাটি আপনার সাথে আমি সহমত । যদি বন্ধুত্বের মাঝে বিশ্বাস ও ভালোবাসা ঠিক থাকে তাহলে ছেলে মেয়ে কোনটাই পরোয়া করে না ।
আর আপনার সেই পোষ্টটি দেখে অনেক ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 2 years ago 

আপনার কোথাও ভুল হচ্ছে।দোয়া করে পোস্ট টি আরেকবার পড়েন।আমি যা বুঝাতে চেয়ে আপনি ঠিক তার উল্টো টা মন্তব্য করেছেন।@shahin05

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56465.77
ETH 2331.79
USDT 1.00
SBD 2.36