মুঠোফোনে ধারণ করা কিছু এলোমেলো আলোকচিত্র।📸

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 27 June,2022
আজ ১৩ আষাঢ়,১৪২৯ বঙ্গাব্দ


png_20220627_204442_0000.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


সবকিছুতেই কেমন যেনো একটু পিছিয়ে পড়ে গেছি।কয়দিন ধরেই বলা চলে অনেকটা অনিয়মিত।আগে যেমন প্ল্যান অনুযায়ী প্রত্যেকদিন পোস্ট করতাম সেই সিডিউল ও গড়বড় হয়ে গেছে।আসলে জীবন হুট করে এমন কিছু পরিস্থিতি চলে আসে যেগুলো সামাল দিতে গিয়ে নিজেই অনেকটা বেসামাল হয়ে পড়ি।কিন্তু শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি ধারাবাহিকতা অব্যাহত রাখা।ইনশাল্লাহ এখন থেকে আবারও নিয়মিত হব।সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কিন্তু রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি।আশা করি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের।যদিও অতটা ভালো ফটোগ্রাফি আমি পারি না,তবুও চেষ্টা করি😍।


📸ফটোগ্রাফি-০১📸


IMG-20220620-WA0000.jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটা হচ্ছে প্যারিস রোড।এইতো কিছুদিন আগে রাজশাহী ঘুরতে গেছিলাম এবং রাজশাহীতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল।এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর এই প্যারিস রোডের গল্প আর ফটোগ্রাফি অনেক শুনেছি।কিন্তু সেদিন বাস্তবে দেখার সুযোগ হয়েছিল।এবং ফটোগ্রাফির চেয়ে বাস্তবে এই রাস্তাটি আরো বেশি সুন্দর।

📸ফটোগ্রাফি-০২📸


LMC_20220625_130921298_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


ফুলের নাম জানি না তবে ফুলটি দেখতে অনেক সুন্দর ছিল।এটিও রাজশাহীতে গিয়ে ক্যামেরা বন্দী করা।আর বাগানে একসাথে অনেকগুলো ফুল দেখে ভালই লাগছিল।

📸ফটোগ্রাফি-০৩📸


LMC_20220609_181633047_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


বিকেলে রাস্তা দিয়ে হাঁটছিলাম।হাঁটতে হাঁটতে হুট করে বিড়াল ছানা গুলো চোখে পড়লো।একসাথে বেশ কয়টি ছানা দেয়ালের উপর বসে মানুষদের দিকে তাকিয়ে আছে।দেখতে ভালই লাগছিল।এবং কয়টি বিড়ালছানা বেশ কিউট ছিল।

📸ফটোগ্রাফি-০৪📸


LMC_20220602_152912759_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


কিছুদিন আগে কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল টুরে গেছিলাম সেখান থেকে আবার স্বপ্নপুরীতে গেছিলাম ঘুরতে।আর ওখানে গিয়ে এই ফুলের ছবি তুলা।যদিও ফুলগুলোর নাম জানি না। বাট দেখতে খুব সুন্দর,এবং স্বপ্নপুরীর সৌন্দর্য বৃদ্ধিতে দারুন সহায়ক।

📸ফটোগ্রাফি-০৫📸


LMC_20220602_152107655_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটিও স্বপ্নপুরীতে গিয়ে তোলা, দূর্ভাগ্য এই ফুলেরও নাম জানি না😁।তবে চাইলে নাম গুলো গুগল থেকে জেনে নিতে পারতাম কিন্তু স্থানীয় নাম জানতে না পারলে বৈজ্ঞানিক নাম জেনে ভালো লাগে না।যাইহোক ফুলের রং হলুদ কালারের হওয়ায় ভালই লাগছে দেখতে।😍

📸ফটোগ্রাফি-০৬📸


LMC_20220602_151927030_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যদি কখন স্বপ্নপুরীতে যান তবে রাস্তার মাঝে এমন সাজানো গোছানো সুন্দর ফুলের গাছ দেখতে পাবেন।আর সত্যিই বলতে এইরকম ফুলের গাছের মধ্যে দিয়ে পথ চলতে মোটেও বিরক্ত লাগে না।আর গাছগুলোর ও ভালই পরিচর্যা করে।আর সেজন্যই গাছগুলো দেখতে বরাবর সতেজ।

📸ফটোগ্রাফি-০৭📸


LMC_20220602_114254593_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এই ফুলটির অবশ্য নাম জানি।এটি হচ্ছে কসমস ফুল আর আমার বিশ্বাস কমবেশি সবাই এই ফুলটির সাথে পরিচিত।এই ফুলটি যতই দেখি ততই ভালো লাগে আমার কাছে।


যাইহোক এই ছিল আমার আজকের ভান্ডারে।এবং চেষ্টা করেছি আমার বেস্ট ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে তুলে ধরার।আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরতে পারবো।এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।



ধন্যবাদ সবাইকে🌿


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

প্রিয় ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিড়ালগুলো যেভাবে তাকিয়ে আছে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ছবি খুব অসাধারণ ছিল। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্রতি সপ্তাহে কয়েকটি ফটোগ্রাফির পোস্ট শেয়ার করার। ফটোগ্রাফি দেখতে আমি ভীষণ ভালোবাসি।

 2 years ago 

আমারও ভীষণ ভালো লেগেছিল এই জন্য বিড়াল ছানাগুলোর ফটোগ্রাফি করেছিলাম। তবে আরেকটু ভালো ডিভাইস থাকলে হয়তো ছবিগুলো আরো ভালো লাগতো।

 2 years ago 

একসাথে বেশ কয়টি ছানা দেয়ালের উপর বসে মানুষদের দিকে তাকিয়ে আছে।দেখতে ভালই লাগছিল।এবং কয়টি বিড়ালছানা বেশ কিউট ছিল।

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বিড়াল ছানার ফটোগ্রাফি। এতগুলো বিড়াল একসাথে এত সুন্দর ভাবে তাকিয়ে আছে দেখে খুবই ভালো লাগলো। এই ফটোগ্রাফিটি করা সত্যিই অনেক কঠিন কাজ ছিল। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে বিড়ালের ছানাগুলোকে দেখে আমারও বেশ ভালই লেগেছিল। পোস্টটি আপনি ভালভাবে পর্যবেক্ষণ করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রত্যেকটা ছবি অসাধারণ ছিল, কোনটি রেখে কোন ছবির কথা বলব! আপনার উপস্থাপনাটিও অনেক চমৎকার ছিল, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হাহা 😍
যাইহোক এত সুন্দর মন্তব্য আমার জন্যে সত্যিই অনেক উৎসাহের।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই, মুঠো ফোনে ধারণ করা কিছু এলোমেলো আলোকচিত্র দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ছবি এতটা সুন্দর হয়েছে যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। বিশেষ একটি ফটোগ্রাফি বাছাই করে সুন্দর বলার মতো সাহস হচ্ছে না। কেননা প্রতিটি আলোকচিত্র অসাধারণ সুন্দর হয়েছে। এত চমৎকার চমৎকার আলোকচিত্রগুলো মুঠোফোনের মাধ্যমে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে ফটোগ্রাফি ব্যাপারটাই এমন। দেখেলেই চোখ জুড়িয়ে যায়।কিন্তু এই ছবি গুলাই যখন বাস্তবে দেখি তখন আবার ভালো লাগে না।😁

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। সত্যি কথা বলতে আপনার ফটোগ্রাফি করে দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে বিড়ালের ছবি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। ফুলের ছবি গুলো অনেক ভাল ছিল ভাই। ধন্যবাদ ভাই এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের এই মন্তব্য গুলো দেখে মনে হচ্ছে সত্যিই ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে।যদিও প্রথম প্রথম এগুলো পোস্ট করতে চাচ্ছিলাম না😍

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশি চমৎকার হয়েছে। শেষ করে বিড়ালের ফটোগ্রাফিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ভাই একদম প্রফেশনাল একজন ফটোগ্রাফার। আপনার উপস্থাপন করা ফটোগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে দুই এবং 5 নম্বর ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার কাছে ।ধন্যবাদ ভাই আপনাকে এমন চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আরে না ভাই ভুল বললেন। আমি মোটেও কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই। শখের বসে ফটোগ্রাফি করে থাকি।

 2 years ago 

মুঠোফোনে ধারণ করা আপনার ফটোগ্রাফি গুলো ছিল জাস্ট ফাটাফাটি। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। বিশেষ করে বিড়ালছানার ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সবাই তাই বলছে। আসলেই বিড়ালছানার ফটোগ্রাফি দেখার মত ছিল।

ভাই আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে প্যারিস রোড এর চিত্র টি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ফটোগ্রাফির মধ্যেই প্যারিস রোডের সৌন্দর্য যতটা না ফুটে উঠেছে বাস্তবে এই রোডটি আরো বেশি সুন্দর।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে মুঠোফোনে ধারণ করা কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জানিনা কতটুকু পারফেক্ট ভাবে ছবিগুলো ক্যামেরাবন্দি করতে পেরেছি তবে আপনাদের মন্তব্য গুলো দেখে খুব ভালো লাগলো। পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61