আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টার পর আজকের এই অঙ্কন।জানি ভালো হয়নি,তবুও চেষ্টা করে যাচ্ছি শেখার জন্য।আসলে চেষ্টাই পারে মানুষকে দক্ষ করে তুলতে।আজকে ভাবতেছিলাম কি পোস্ট করা যায়।হটাৎ করে একটা আইডিয়া আসল,বর্তমানে যেহেতু নববর্ষের একট গন্ধ আছে চারদিকে,কেননা তাহলে একটি অঙ্কন এর মাধ্যমে সবাইকে নবর্ষের শুভেচ্ছা জানানো যাক।আর এই আইডিয়া থেকে আজকের এই প্রচেষ্টা।তাই আজকে রং পেন্সিল ও কিনে নিয়ে এসেছি। তো সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।তো চলুন দেখে নেয়া যাক অঙ্কন প্রণালী।
প্রথমে একটি গ্রিডিং লাইন টেনে নিতে হবে বা বলতে পারেন লম্বভাবে সরল রেখা।আসলে এই রেখাটি আর্ট টিকে অনেকটাই সহজ করে দিবে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হয়তো।এরপর কোমরের কাছে লেহেঙ্গা এর শুরুটা একে নেই।এরপর দুইপাশে লেহেঙ্গা দুইটি পাটাতন বা ঘাগর যাই বলি না কেনো সেটি পেন্সিল দিয়ে একে নেই এবং সেটি ওই সরল রেখাকে কেন্দ্র করে।এরপর লেহেঙ্গা এর নিচ যে কারুকাজ খচিত অংশটুকু থাকে ওটা একে নেই,ওটাকে ঠিক কি বলে সেটা জানি না তবে আমি সব লেহেঙ্গা তেই দেখেছি।এবং লেহেঙ্গা এর ভাঁজ গুলোকে দৃশ্যমান করার জন্য একটা করে রেখা টেনে দেই ভিতরে এবং পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দেই যেনো বোঝা যায়। |
এবার প্রথমে শরীর টা আর্ট করার জন্য গ্রিডিং লাইন এর উপরের প্রথমে একটা চৌবাচ্চার মত বানিয়ে নিয়েছি।এর পর পর্যায়ক্রমে গলা,হাত ও বাকি অংশ আর্ট করে নিয়েছি।এরপর দুই হাতে দুইটি রঙের পাত্র আর্ট করে দিয়েছি যেখানে থাকবেন রং বেরংয়ের কালারের রং।তারপরে প্রথমে মাথার খোঁপা একে নিয়েছি এবং এরপর মাথা আর্ট করে নিয়েছি যেটা খুব সহজ কাজ শুধু একটু ধৈর্যের দরকার।এরপর পিঠের যে গ্রিডিং লাইন আছে সেটা রাবার দিয়ে মুছে দিয়েছি।এবং ব্লাউজ এর জে বেকলেস থাকে সেটি আর্ট করে নিয়েছি।এবং খোঁপায় কিছু চুল দেওয়ার চেষ্টা করেছি যদিও ভালো হয় নাই😁। |
আর্ট এর প্রধান কাজ গুলও মোটামুটি শেষ।এবার শুধু ওড়না এর দৃশ্য প্রতীয়মান করা বাকি এবং সেটিও খুব সহজে করে ফেললাম যদিও সহজ ছিল না।এর পর কালো রং দিয়ে বিশেষ বিশেষ জায়গা গুল স্কেচ করে নিলাম মানে ঘষে নিলাম আরকি।এরপর ওড়নায় কিছু নকশা করে দিলাম।এবং আর করা মোটামুটি শেষ। |
এরপর বিশেষ বিশেষ জায়গা গুলোতে রং করে নিলাম।যদিও রং করায় অত পারদর্শী না কিন্তু চেষ্টা করেছি। |
এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করি ভালো লেগেছে।এবং আপনাদের উৎসাহ পেলে আরো সুন্দর আর্ট এর চেষ্টা করবো আর আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ🌿
নববর্ষের শুভেচ্ছা রইল। ভালোই ছিল আপনার অংকনটি । বেশ ভালোই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
ভাই শুভ নববর্ষ আপনাকেও☺️🖤🙏
আপনি অনেক সুন্দর করে বৈশাখে উপলক্ষে অনেক সুন্দর একটি মেয়ের চিত্র অঙ্কন করেছেন, আপনার চিত্র অঙ্কণটি আমার কাছে খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য।
চেষ্টা করেছি যদিও অতটা ভালো পারিনা। তবুও আপনাদের কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম।
খুবিই দারুন একটি আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন,অনেক সুন্দর একটি আর্ট হয়েছে দেখতে খুবিই ভালো দেখাচ্ছে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে পুরো পোস্টটি পর্যবেক্ষণ করার জন্য।
আপনাকেও আবারো বৈশাখের শুভেচ্ছা। আপনি খুব চমৎকার করে বৈশাখের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চিত্রাংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চিত্রাংকন টি দেখে আমার খুব ভালো লেগেছে। খুব সাধারন একটি চিত্রাংকন কে আপনার কাজের মাধ্যমে অসাধারণ করে তুলেছেন। চিত্রাঙ্কনের প্রত্যেকটা ধাপ আপনি খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। চিত্রাংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে মানুষের বৈশিষ্ট্য এরকমটাই হওয়া উচিত, এই ধরনের কাজ গুলো আমাদের নিজেদের দক্ষতা কে বাড়িয়ে তোলে। ভালো থাকবেন ভাই এবং ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ভাই এই চিত্রটি এর আগেও দেখেছি একজনকে আকতে। তবে তার তুলনায় আপনার চিত্রাঙ্কন টি অসাধারণ হয়েছে।
খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। শুভকামনা আপনার জন্য।
হতে পারে কারণ আমাদের এখানে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। তবে আমি হয়তো খেয়াল করিনি। যাই হোক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। 🖤
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। সুন্দর একটি আর্ট এর মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার প্রতি। আর্ট টি দারুন ছিল।
ধন্যবাদ ভাই। 🖤
এক কথায় অসাধারণ ভাই। আপনার চিত্রাঙ্গন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক দারুন একটা কনসেপ্ট নিয়ে চিত্রটি অঙ্কন করেছেন আপনি। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনাকেও জানাই শুভ নববর্ষ। আপনি খুব সুন্দর করে চিত্রটির প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আসলে এইসব চিন্তা ভাবনা যে ক্যামনে ক্যামনে মাথায় আসে আমি নিজেও বুঝি না। চেষ্টা করেছি সহজসাধ্য ভাবে আপনাদের সামনে তুলে ধরার। আর আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা।
দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টার পর যে অংকনটি করেছেন ভালই হয়েছে। মনে হচ্ছে মেয়েটি আবির হাতে করে নেচে নেচে যাচ্ছে রং ছিটানোর জন্য। কিন্তু এটার মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা কিভাবে হলো সেটাই বুঝতে পারলাম না ।অংকনটা কিন্তু ভালো হয়েছে।
নববর্ষ মানেই একটা উৎসব উৎসব ভাব জমে চারদিকে।মূলত এই থিম কে বেজ করে করা হয়ে হয়েছে।আর গ্রাম বাংলার উৎসব মানেই রঙের খেলা সে জে উৎসবই হোক,🙏
যদিওবা নববর্ষ পার হয়ে গেছে তবুও আপনার ছবি দেখে মনে হচ্ছে নববর্ষ আবার ফিরে এসেছে। যাইহোক আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা। অসাধারণ এঁকেছেন এই ড্রেসটি আমার সত্যিই অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রকর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য।
হাহাহা ভালো ছিল ভাই আপনার মন্তব্যটি। তবে আপনার প্রিয় তোমাকে এরকম সুন্দর একটি ড্রেস কিনে দিতে পারেন কিন্তু।
আপনি যে এত সুন্দর আর্ট করতে পারেন। সত্যিই আজকে না দেখলে জানতামই না হয়তো। দেখি নাই এর আগেও করেছেনই কতটা মনে ছিল না কিন্তু আজকের আর্ট দারুন ছিল।আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনি জানিয়ে দিলেন পহেলা বৈশাখের শুভেচ্ছা আমাদের মাঝে ছড়িয়ে দিলেন অসাধারণ।
যেভাবে বললে অতটা ভালো পারিনা, বরং আমার চেয়ে আপনি ভালো পারেন। তবে আমি এখনো শিক্ষানবিশ শিখছি এবং চেষ্টা করছি। 😍