বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নেই || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
13-01-2022


২৯ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ



স্বাগতম




সম্মানিত আমার বাংলা ব্লগের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে শুরু করছি আমার আজকের লেখনি।


crying-g8c7841567_1920.png

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


আবেগ আর বাস্তবতা নিয়ে আজকে কিছু লিখার চেষ্টা করছি আশা করি পড়ে ভালো লাগবে।লেখা লেখি খুব বেশি একটা করা হয় না কিন্তু যখন লিখতে ধরি তো মোটামুটি দুই চারলাইন লিখতে পারি। বাট কতটা পরিপক্ক সেটা নাহয় আপনারাই জাজ করে নিয়েন।


people-gf9b2a63e7_1920.jpg

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


আবেগ মূলত মানুষিক পরিস্থিতির এমন একটা অবস্থা যা নিজে নিজেই সৃষ্টি হয় কিন্তু নিজ উদ্যম থেকে নয়।আবেগে সব কিছু কল্পনা করা যায় আপনি কল্পনায় যা ভাববেন যা কল্পনা করবেন তাই মূলত আবেগ।আর বাস্তবতা সেটা তো সবাই জানেন বাস্তবে আমরা যা কিছু ফেস করি যা হয়ে থাকে সবই বাস্তবতা।আবেগে সব কিছু যতটা সহজ মনে হয় বাস্তবতায় সেটা ততটাই কঠিন।জীবন চলার পথে এই আবেগ এর স্থান একদম জিরো।যেটি কেবল সাময়িক এর জন্যে কিছু সুখ অনুভব করতে সাহায্য করে মাত্র,কিন্তু এর কিছুক্ষণ পরে যখন ফাঁকা পকেটে রাস্তায় একা পথ চলবেন তখন অনুভব করতে পারবেন বাস্তবতা কতটা কঠিন।আপনি আবেগে ভাবেন যদি মনে করে থাকেন কোনো এক বিশ্বস্ত বন্ধু জার কাছে যেকোনো বিপদে আপনি সাহায্য পাবেন আপনি যদি মনে করে সেই বন্ধুর কাছে যেকোনো কিছু চাইলে আপনাকে না করবে না কিন্তু বাস্তবে যখন তার কাছে যাবেন দেখবেন সেই বন্ধুই আপনাকে যেকোনো কিছু দিতে অস্বীকৃতি জানাবে আর ওই সময়টায় এতটা অসহায় আর খারাপ লাগে যেটা ভাবতেও অনেক কষ্ট লাগে। যারে এত আপন ভাবি সেই আমাকে আপন ভাবে না।আর এই জিনিসটাই বহুবার আমার সাথে ঘটেছে।আমি আবেগে আপ্লুত হয়ে বহুবার সবাইকে নিজের মনে করি সব কিছু সাভাবিক ভাবে নেই কিন্তু বাস্তবে সেটা ভিন্ন রূপ নেয়।



head-gaad01c9c6_1920.jpg

image source

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png



আসলে আবেগ অনুভূতি এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে হয়তো কারো মাঝে একটু বেশি আবার কারো মাঝে একটু কম।কিন্তু যারা পরিশ্রমী মানুষ তারা আবেগ কে দূরে রেখে বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিয়ে পরিশ্রম করে যেতে ভালোবাসে।আর তাইতো তারাই আজ এই দুনিয়ার সফল ব্যাক্তি তারাই।কোনো সুস্থ মানুষ কখনোই আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।আর আবেগের সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না।সব সময় ভুলেই হয়ে থাকে।তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই জীবন পরিচালনা করতে আবেগ কে এক সাইডে রেখে বাস্তবতায় সব সিদ্ধান্ত নিতে হবে।তাহলে সিদ্ধান্ত ও সঠিক হবে সফলতাও সুনিশ্চিত হবে।



আজকের মত এখানেই আমার লেখা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পোস্টে পরবর্তী কোনো বিষয়ে।ততদিন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন নিজের প্রতি যত্ন নিন।


আল্লাহ্ হাফেজ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

banner-abb3.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
আপনার লেখা পড়লাম আমার খুব ভালো লাগলো, অনেক গুছিয়ে লিখেছেন। আসলেই আমরা অনেক সময় আবেগে অনেক কিছুকে আয়ত্ত করতে চাই যা বাস্তবে সম্ভব না। আমি মনে বাস্তবতাকে আমাদের আগে প্রাধান্য দিতে হবে। কারণ আবেগ দিয়ে জীবণ চলে না আমাদের বাস্তবতার মুখোমুখি হয়েই বাঁচতে হবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ গঠনমূলক কমেন্ট করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর লিখছেন,বাস্তবতার কাছে আবেগ এর কোন মূল্য নাই,আবেগ মানুষকে অল্প সময়ের জন্য ভালো রাখে। যখন বাস্তবে আমরা কাজ করি তখন আবেগ চুরমার হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

জি ঠিক কথাই বলেছেন
ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনার লেখাটা সত্যিই পড়তে অনেক ভালো লেগেছে। অনেক মানুষ এই আছে যে বাস্তবকে ছেড়ে শুধুমাত্র আবেগের পিছে দৌড়ায়। কেউ কেউ তো মনে করে আবেগ নিয়ে বেঁচে থাকা যায়। কিন্তু আমার মনে হয় আবেগকে ছেড়ে বাস্তবকে নিয়ে বেঁচে থাকা খুবই দরকার। কারণ বাস্তবে আমরা অনেক কিছুই করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

যে খুব সুন্দর কথা বলেছেন আপনিও ধন্যবাদ আপনাকে।

আবেগ এবং বাস্তবতা দুইটা দুই মেরুর। বাস্তবতা খুবই কঠিন। আমাদের সবার উচিত আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতায় নিজেকে স্থান দেয়া। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই ধন্যবাদ

 3 years ago 

জি আবেগ এবং বাস্তবতা দুটোর মধ্যে অনেক ব্যবধান। খুবই চমৎকার একটি কমেন্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39