একজন ভালো ব্লগার হওয়ার জন্য কনটেন্ট এর কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 17 April,2022
আজ ০৪ ই বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ


png_20220418_003009_0000.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


দেখুন আমি বা আমরা যেহেতু লেখালেখি করছি বা একধরনের ব্লগিং করছি সেই সূত্রে আমরা সবাই ব্লগার।আর ব্লগিং করে যখন আমি একটা নিদ্রিষ্ট অর্থ উপার্জন করছি এই প্লাটফর্ম থেকে,এবং একটা লক্ষমাত্রা সামনে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে বলাই যায় আমরাও একধরনের প্রফেশনাল ব্লগার।কিন্তু সমস্যা হলো,একটা প্রফেশনাল প্লাটফর্মে কাজ করেও আমরা অনেকটা হেয়ালি বা প্রফেশনাল নই বা যারা নতুন নতুন সংযুক্ত হচ্ছে এই প্লাটফর্মে তারাও এই ব্লগিং বিষয়টা সম্পর্কে খুব একটা ধারণা রাখে না। ব্লগিং নিয়ে সবাই কেবল একটি বিষয়েই মাথায় নেয়,কিছু একটা লিখতে পারলেই হয়তো এটা ব্লগ হয়।আসলে বিষয়টা এমন মোটেও নয়,"ব্লগিং হতে পারে কোনো গল্প,হতে পারে কোনো ডকুমেন্টারি,হতে পারে কোনো তথ্য বহুল আলোচনা,হতে পারে শিক্ষণীয় বিষয় বা ট্রাভেল অভিজ্ঞতা,হতে পারে আপনার দৈনন্দিন জীবনের গুরুত্তপূর্ণ কাজ কিংবা আপনার লেখা সৃজনশীল যেকোনো কিছু। আবার আপনি যদি চান তাহলে ফানি কনটেন্ট ক্রিয়েট করেও সেটা করে দেখাতে পারেন।" কিন্তু এখন কথা হচ্ছে এই বিষয় গুলো সম্পর্কে মোটামুটি সবার একটা ধারণা আছে আমাদের মাঝে,যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি বিভিন্ন প্লাটফর্মে। কিন্তু দিনশেষে কোথাও আপনি সফল হতে পারছেন না বা আপনার কনটেন্ট পাঠকের সন্তুষ্টি অর্জন করতে পারছে না।তাহলে আমি বলবো ব্যর্থতা আপনার নিজের।আপনার কনটেন্ট হয়তো মানসম্মত হচ্ছে না তাই পাঠকের আগ্রহ কম।আর এজন্য পাঠকের আগ্রহ বাড়াতে কনটেন্ট এর কিছু দিকের প্রতি একটু বিশেষভাবে যত্নবান হতে হয়।আর সেজন্য আজকে আমি চিন্তা করলাম একজন প্রফেশনাল বা ভালো ব্লগার হওয়ার জন্য কনটেন্ট এর কোনো কোন বিষয় গুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো আমি একে একে প্রতিটি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আশা করি সাথেই থাকবেন।



laptop-g79e4bae5f_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



কনটেন্ট এর বিষয় নির্বাচন:



দেখুন এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে এখন ব্লগার এর অভাব নেই সবাই ব্লগিং করে বা করতে চায়।কিন্তু দিনশেষে খুব কম সংখ্যক মানুষই সফল হয়।আর এর মূল কারণ হলো আমরাও তাদের মত হতে চাই আর এটাই হলো আমাদের বর্থতার প্রথম কারণ।তাই আপনি যদি একজন ভালো বা প্রফেশনাল ব্লগার হতে চান তাহলে সবার থেকে আলাদা হয়ে ভিন্ন কিছু উপস্থাপনা করতে হবে আপনাকে।এবং আপনি যেটাতে পারদর্শী অবশ্যই সেই টপিক হতে হবে।এবং অডিয়েন্স এর সামনে সেটা হবে মৌলিক যেটা এর আগে কখনো কেউ দেখে নি।আর আপনার সেই কনটেন্ট যদি খারাপ ও হয় দেখবেন তবুও অডিয়েন্স ব্যাপার টা নেওয়ার চেষ্টা করবে। কারণ আপনার কনটেন্ট এর মত কনটেন্ট এর আগে তারা কখনো দেখেনি।এবং সবসময় চেষ্টা করবেন কনটেন্ট এর বিষয়বস্তু যেনো অন্য কারো সাথে মিলে না যায়,আপনার নিজস্বতা যেনো ফুটে উঠে কনটেন্ট এ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



লেখার উপর গুরুত্ব দেওয়ায়:



যেকোনো ধরনের কনটেন্ট হোক না কেনো লিখতে আমাদের হবেই।তাই লেখাটাকে প্রাধান্য দিতেই হবে।কিন্তু কথা হল শুধু লিখলেই কি হবে? মনে যা আসলো আবোল তাবোল লিখে দিলাম তাইলে আপনার দ্বারা অন্তত ব্লগিং হবে না। যদি পাঠক আপনার লেখা পড়ে সেটিসফাই হইতে না পারে তাহলে আপনার লেখার ভ্যালু নাই। আপনি লিখলেন কিন্তু আপনার লেখায় ভাবের বহিঃপ্রকাশ ঘটলো না তাহলে তো লিখে কোনো লাভ নাই তাই না। আপনাকে এমনভাবে লিখতে হবে যেনো আগের যে লাইন আছে তার সাথে পরের লাইনের একটা মিল থাকে। সেটা ভাবগত দিক থেকে হোক বা ছন্দের দিক থেকে। আপনার লেখা এমন হইতে হবে যেনো পাঠক এক লাইন পড়ার পর, তারমধ্যে পরের লাইন পড়ার আগ্রহ জন্মে।এবং লেখায় আপনার শব্দ চয়ন যেনো উন্নত এবং আকৃষ্ট হয় সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু এখন কথা হলো আপনি বলতেই পারেন,ভাই আমি তো লিখতে গেলে মাথায় কিছু আসে না,কি লিখবো ভেবে পাই না।আসলে এটা স্বাভাবিক কারণ জ্ঞানের স্বল্পতা বা অপরিপক্ক থাকার কারণে এমনটা হয়। আর এজন্য আমার আপনাদের প্রতি একটা উপদেশ থাকবে আপনারা বই পড়ুন বেশি করে,সেটা যেকোনো ধরনের বই হতে পারে সেটা প্রয়োজনীয় হোক কিংবা অপ্রয়োজনীয়। আর যেহেতু আমরা এই প্লাটফর্মে ব্লগিং করছি সেই হিসেবে একটা ভালো বুদ্ধি হবে সবার পোস্ট পড়ার চেষ্টা করা।আর এটি করতে পারলেই আপনার এই জড়তা কেটে যাবে ইনশাল্লাহ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



বিরামচিহ্ন এর সঠিক প্রয়োগ ও বানান ভুলে দৃষ্টিপাত:



আপনি যদি খুব ভালো কনটেন্ট ক্রিয়েটর ও হন। কিন্তু আপনার পোস্টে বানান ভুল আর বিরামচিহ্ন এর সঠিক ব্যাবহার নেই, তাহলে আপনার পোষ্টটি যত অর্থবহ হোক না কেনো তার অর্থ অন্য কিছুই প্রকাশ করবে। তাই বাক্যের অর্থবোধকতা সঠিক রাখার জন্য বিরামচিহ্ন এর ব্যাবহার অবশ্যই আপনাকে ঠিকঠাক ভাবে করতে হবে।অপরদিকে কনটেন্ট এ বানান ভুল খুবই দৃষ্টিকটু দেখায়।যদিও আমরা মানুষ ভুল হওয়া টাই সাভাবিক তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ভুল এড়াতে।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



কনটেন্টকে আকর্ষণীয় করে তোলা:



একটি পোস্টকে যখন আকর্ষণীয় করে উপস্থাপন করবেন তখন পাঠকের দৃষ্টি এমনিতেই চলে আসবে আপনার পোস্টে।আর একটি পোস্টকে আকর্ষণীয় করতে যে কাজ গুলো করতে পারেন:

  • সুন্দর একটি টাইটেল

  • সুন্দর একটি থাম্বনেইল

  • কিছু দৃষ্টিনন্দন ফটো পোস্ট এর মধ্যে যোগ করা

  • পোস্টে মার্কডাউন এর সঠিক ব্যাবহার নিশ্চিত করা

দেখুন একটি পোস্ট এর মান যদি খারাপ ও হয় তবে আপনার এই সুন্দর দৃষ্টিনন্দন উপস্থাপনা সেটাকে আড়াল করে রাখবেন।তাই পোস্ট এর সুন্দর আকর্ষণীয় করে ফুটিয়ে তোলা শ্রেয়।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



পোস্ট এর কোয়ালিটি নিশ্চিত করা:



আপনার পোস্ট এর বিষয় যেমনই হোক না কেন।আপনি যদি নিজস্ব দক্ষতা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পোষ্টের বিষয় বস্তুকে পাঠকের সামনে তুলে ধরেন,তাহলে সাধারণ কনটেন্ট ও অনেক চমৎকার হয়।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



youtuber-g80ea639c6_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



আজকে আমি এখন পর্যন্ত যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনা।আমি জানি না কতটুকু সঠিকভাবে তুলে ধরতে পেরেছি তবে যেগুলো তুলে ধরেছি সেগুলো ও ফেলে দেওয়ার মতো না।চাইলে আপনার কথা গুলো একটু ফলো করে দেখতে পারেন অবশ্যই একজন ভালো ব্লগার হতে সহায়ক হবে। আর হ্যা আপনাদের যদি মনে হয় আরো কিছু সংযোজন করা দরকার তাহলে মন্তব্য করে অবশ্যই জানিয়ে দিতে পারেন।এবং আপনাদের প্রতি অনুরোধ রইলো চেষ্টা করবেন পোস্টটি পড়ার কিছু হলেও ধারণা পাবেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp




সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই।




আল্লাহ হাফেজ🌿




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago (edited)

ভীষণ দরকারি একটি পোস্ট ছিল এটি।
কিভাবে একজন মানুষ প্রফেশনাল লেভেলের ব্লগার হতে পারে সেই বিষয়টা নিয়ে আপনি খুব চমৎকার কিছু পয়েন্ট লিখেছেন। আপনার প্রতিটি কথা যুক্তিযুক্ত ছিল এবং আমি মনে করি আমাদের সাথে যারা নতুন ভাবে কাজ শুরু করেছেন । তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি পোস্ট হয়েছে ।
ভীষণ ভাল লিখেছেন।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আমিও অনেক কিছুই শিখে যাচ্ছি আপনাদের কাছ থেকে। কিন্তু আমি কিছু কিছু বিষয় এনালাইসিস করার চেষ্টা করছি যে কিভাবে উন্নতি করা যায়। আর সেই প্রচেষ্টা থেকেই এই ব্লগটি।আর নতুন অবশ্যই তাদের জন্য অনেক সহায়ক হবে,আমি আশাবাদী☺️

 2 years ago 

ওয়াও! ভাই আপনি খুব ভালো লিখছেন। আসলেই আমাদের ভালো ব্লগার হতে হলে উল্লেখিত বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ ভাই। 🥰

 2 years ago 

একদম, একজন ভাল ব্লগার হতে গেলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। না হলে সারাজীবন ব্লগার হয়েই থাকতে হবে, কিন্তু প্রফেশনাল আর হওয়া যাবে না।

 2 years ago 

আরে ভাই আপনার এত মেধা কই পান আমার কিছু ধার দিয়েন। প্রতিদিন নতুন নতুন বিষয় আলোকে পোস্ট করতেছেন‌ বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। অবশ্যই আমাদের এসব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। নিশ্চয় আপনার প্রশংসা করতে হয়। আজকের বিষয়টি খুবই বাস্তবসম্মত এবং শিক্ষনীয় বিষয় ছিল। এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আচ্ছা ভাই দিয়েন সমস্যা নাই ☺️।
আসলে ভাই ভাবতে হয় সবকিছু, আপনিও কোন একটা বিষয় নিয়ে একটু ভাব ভাবি শুরু করে দেন দেখবেন আপনার মাথাতেও অনেক নতুন নতুন বুদ্ধির জন্ম হবে। যাই হোক ভালো থাকবেন সব সময় আর দোয়া করবেন আমার জন্য।

 2 years ago 

আসলেই ভাইয়া আপনার এক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোকপাত করেছেন। এই বিষয়গুলো অনুসরণ করলে আমরা ভালো ও একজন সফল ব্লগার হতে পারব। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি বওষয় নিয় আলোকপাত করার জন্য ।

শুভকামনা রইল

 2 years ago 

জি আপনার যদি এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করেন তবে অবশ্যই একজন প্রফেশনাল ব্লগার হতে পারবেন, আর একজন প্রফেশনাল ব্লগার মানে সফলতার চূড়ায় 🙏

 2 years ago 

আসলে বর্তমান সময়ে আমরা সকলেই সফল হতে চায় কিন্তু আমরা কাজ করতে চাই না। আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে একজন প্রফেশনাল ব্লগার হওয়া যায় এবং সবকিছু বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোস্টে যারা খুব সুন্দর ভাবে পড়বে বুঝবে তারা অবশ্যই নিজের ভেতর পরিবর্তন আনার চেষ্টা করবে তাহলে সফলতা লাভ করবে এবং আমাদের সকলের উচিত নিজের ভিতরে কোয়ালিটি আনা এবং দক্ষতার সাথে নতুন কিছু উপস্থাপনা করা তাহলেই সে সাকসেস হতে পারবে। শুভকামনা রইল ভাই আপনার জন্য

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপনি, আর এর প্রধান কারণ হলো আমাদের মানসিকতা। আসলে আমরা পরিশ্রম করে সফল হওয়ার চেয়ে শর্টকাট বেশি পছন্দ করি। আর এই জন্যই আমাদের এই হাল অবস্থা আজকে। যাই হোক ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

শিক্ষার কোন বিকল্প নাই।তাই এখান থেকে কিছু শেখার তো আছেই। এ পোষ্ট টি ভাল ভাবে পড়েও, আপনার জ্ঞান কিঞ্চিত হলেও এগিয়ে নিতে পারোন। ভাল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই শিক্ষার কোন বয়স নেই। যেকোনো বয়সে যে কোন অবস্থায় জ্ঞান আহরণ করা মহৎ কাজ।

 2 years ago 

বাহ গুরুত্বপূর্ন কিছু জিনিশ তুলে ধরেছেন। নতুন দের জন্য যেমন কাজে দিবে। তেমনি আমাদের মধ্যে অনেক পুরনো ইউজার ও আছে তাদের ও অনেক হেল্প হবে। আসলেই আমাদের এই বিষয় গুলোর প্রতি নজর দেওয়া উচিৎ।

 2 years ago 

শুধু অনেক বললে ভুল হবে বেশ বড় একটা সংখ্যা আছে, যারাই ব্লগিং বিষয়টা সম্পর্কে ঠিকঠাকভাবে ধারণা রাখে না। তবে আমার এই পোস্ট টি যারা পড়েছে আমি বিশ্বাস করি তাদের নিঃসন্দেহে অনেক উপকার হবে।

 2 years ago 

খুব সুন্দর একটি বিষয় ভিত্তিক পোস্ট আপনি শেয়ার করেছেন এবং খুবই ইম্পর্টেন্ট একটি পোস্ট ছিল, যেটি সবার উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

এই বিষয়গুলো এনালাইজ করে আমি খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি, আসলে আগে আমি নিজে বুঝতে চেয়েছি কিভাবে এই জিনিসগুলো কে ওভারকাম করা যায়। আর ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরেছে।

 2 years ago 

আপনার পোষ্টটি সময়োপযোগী এবং সবার জন্য অনেক হেল্পপুল একটি পোষ্ট ছিল ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ লিখেছেন। আমাদের সকলের ই এসব বিষয় মাথায় রাখা উচিত। তাহলেই একজন ভালো ব্লগার হতে পারবো। ধন্যবাদ আপনাকে এই বিষয় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও পুরো পোস্টটি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য। ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

খুবই ভালো লাগলো ভাই লেখাগুলো পড়ে। আসলে এরকমটা আমার সাথেও হয় মাথায় কোনো কিছু আসেনা। তাই ইদানিং বই পড়া শুরু করে দিয়েছি। আস্তে আস্তে শিখতে পারবো আশা করি। ধন্যবাদ ভাই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য ❤️

 2 years ago 

ভালো একটি উদ্যোগ নিয়েছেন ভাই। আসলে নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। দেখবেন কোন কিছু লিখতে বসলেই এমনিতেই মাথায় অনেক কিছু চলে আসবে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66843.30
ETH 3094.89
USDT 1.00
SBD 3.67