প্রসঙ্গ//:আমার বাংলা ব্লগের আমার লেখা আরেকটি কবিতা এবং সেই সাথে আবৃত্তিও || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

today 31 January,2022
আজ ১৭ই মাঘ,১৪২৮ বঙ্গাব্দ



"🦊আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আর সালাম"🦊




Picsart_22-01-31_20-58-26-351.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png




আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।আপনাদের সুস্থতাই আমার কাম্য।আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে প্রতিদিনের ন্যায় আজকেও আমার লেখালেখি শুরু করছি।

প্রতি সপ্তাহের মত আজকেও আমি আপনাদের সামনে আমার একটি কবিতা উপস্থাপন করছি।আসলে কবিতা ব্যাপারটি এমন আপনার আশেপাশে যা কিছু আছে কল্পনা করুন এবং সেই জিনিস গুলোর মূলভাব টাকে একটু ছোট করে ছন্দ মিলিয়ে লিখে ফেলুন ব্যাস হয়ে গেলো কবিতা।আর যদি শুধু কল্পনার রং মিশিয়ে লিখেন তাতেও আপত্তি নাই।আচ্ছা যাইহোক সেদিকে আর বেশি না আগাই যেহুতু আমিও অত ভালো কিছু জানি না তারপরেও চেষ্টা করে যাই বাকিটা উপর ওয়ালার ইচ্ছে।আজকে আমি সমসাময়িক একটি বিষয় নিয়ে কবিতা লিখেছি।আর সেটি হচ্ছে "করোনা"। করোনার প্রাদুর্ভাব আবারও সবকিছু বন্ধ পুরো বিশ্ব থমকে গিয়েছে একটি বৃত্তে চারিদিকে শুধু লাশের গন্ধ।তাই ভাবলাম এই বিষয় গুলো নিয়ে একটি কবিতা লেখা যায়।আর আজকের কবিতাটির নাম দিয়েছি "করোনা সমাচার"।তো চলুন উপভোগ করুন আমার এই কবিতা ও সেইসাথে আবৃতিটি।


কবিতা আবৃত্তি:↘️

❣️❣️❣️


কবিতার নাম:করোনা সমাচার
লেখক: সাদিক আল মুন্না
আবৃত্তি:সাদিক আল মুন্না
প্রকাশ কাল:2021

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png



↘️মূল কবিতা:↘️


করোনা সমাচার

সাদিক আল মুন্না

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


হে মানুষ!আজ কোথায় তুমি
কোথায় তোমার দম্ভ
এক অদৃশ্য ভাইরাসে কাবু তুমি
তাতেই চূর্ণ বিচির্ণ তোমার স্তম্ভ।

মৃত্যুর মিছিলে হাহাকার করছে
পথ, ঘাট আর বিস্তীর্ণ ভূমি
কখন কে জানে
অদৃশ্য ভাইরাসে
মৃত্যুর মিছিলে শামিল হই আমি।

চীন থেকে দারুচিনি
কিংবা এশিয়া থেকে ইউরোপ
সেজেছিল মৃত্তুসাজে।
ইতালি থেকে ইউরোপ
মেতে উঠেছিল মৃত্যু খেলায়
নাম হয়েছিল মৃত্যুপুরীতে

দুমড়ে মুচড়ে গিয়েছিল সব মানব সভ্যতা
ওই এক করোনা ভীতিতে
আমেরিকা,রাশিয়া জুড়ে সেদিন নিরব হাহাকার
কোথায় গেলো সেই তাদের বাহাদুরি
কাজে লাগবে না তোমাদের সেই পারমাণবিক অস্ত্র
ওগুলো মানুষ মারার জন্য যত্ন করে রেখে দিও ।

এদিকে সময় যত গড়াতে থাকলো
করণার প্রকোপ ও বাড়তে থাকলো
শুরু হলো লকডাউন।

সবার মুখে তখন একটাই সমাচার
জার হয় করোনা সে আর বাঁচেনা
কেউ মরলেও তার কাছে যাস না
মরলেই নাকি বোঝা যায় ওর হয়েছিল করোনা
হাহাহা:

আর এদিকে লোক লজ্জার ভয়ে বলতেও পারে না
আমার হয়েছে করোনা
ওহে বিধাতা এ কেমন বিচার তোমার
বুঝেও বুঝি না।

এই ধরা সুস্থ হোক
সজীবতায় পূর্ণতা পাক সেই নির্জীব সকাল
কেটে যাক নির্জনতা মানুষের কোলাহলে
আর প্রাণের কথাগুলো হোক মাস্ক খুলে
ততদিন নাহয় রইলাম অপেক্ষাতে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png



আজকের মত আমি আমার কবিতাটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর করোনার এই কঠিন সময়ে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন।

ধন্যবাদ সবাইকে🌿




45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 3 years ago 

অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া ।করোনা সম্পর্কে কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আশা করি সামনে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।🖤

কচি মাথায় কঠিন ভাবনা।তার সারনীতে লেখা। খুবই চমৎকার। দোয়া রইল, এগিয়ে যেতে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।দোয়া করবেন যেন আরো ভালো ভালো কবিতা আপনাদের উপহার দিতে পারি।

সাহসের সাথে চালিয়ে যান, আবার আসবেন।

ইতালি থেকে ইউরোপ
মেতে উঠেছিল মৃত্যু খেলায়
নাম হয়েছিল মৃত্যুপুরীতে

অসম্ভব সুন্দর একটা কবিতা ভাইয়া আপনি লিখেছেন। যা বর্তমানে বাস্তবের সাথে সম্পূর্ণ মিল। এইতো কয়েকদিন আগে গোটা দুনিয়া টা যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল চারিদিকে শুধু হাহাকার উঠেছিল। সৃষ্টিকর্তা যেন এ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে এই কামনাই করি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য এভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

চীন থেকে দারুচিনি
কিংবা এশিয়া থেকে ইউরোপ
সেজেছিল মৃত্তুসাজে।
ইতালি থেকে ইউরোপ
মেতে উঠেছিল মৃত্যু খেলায়
নাম হয়েছিল মৃত্যুপুরীতে

করোনা ভাইরাস কে নিয়ে আপনি আপনার সৃষ্টিশীল মনোভাব কে কাজে লাগিয়ে অনেক যুক্তিশীল একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন । ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো আপনি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে দারুন ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য। এভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

মৃত্যুর মিছিলে হাহাকার করছে
পথ, ঘাট আর বিস্তীর্ণ ভূমি
কখন কে জানে
অদৃশ্য ভাইরাসে
মৃত্যুর মিছিলে শামিল হই আমি।

কথা গুলি কলিজায় লেগেছে ভাই। অসাধারন আবৃত্তি ছিল।দোয়া রইল প্রিয় ভাই।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই। দোয়া করবেন যেন এর থেকেও আরো সুন্দর সুন্দর কবিতা আপনাদের উপহার দিতে পারি। 🙏🖤

 3 years ago 

আর এদিকে লোক লজ্জার ভয়ে বলতেও পারে না
আমার হয়েছে করোনা
ওহে বিধাতা এ কেমন বিচার তোমার
বুঝেও বুঝি না।

করোনা ভাইরাস নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার কাছে সবটুকুই অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই লাইন গুলো চমৎকার ছিল। বিধাতার লীলা খেলা অনেকে বুঝেও বুঝে নাহ। এটাই বাস্তবতা ভাই।অনেক সুন্দর ভাবে ছন্দ গুলো মিলিয়েছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনার কবিতা টা অসাধারণ হয়েছে। আরো ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি টা। শরীলের লোম কাটা দিয়ে ওঠেছে😥😥।

সবার মুখে তখন একটাই সমাচার
জার হয় করোনা সে আর বাঁচেনা
কেউ মরলেও তার কাছে যাস না
মরলেই নাকি বোঝা যায় ওর হয়েছিল করোনা।

এই লাইন গুলো বেশি ভালো লেগেছে ভাইয়া। আমার ছোট ভাইয়ের ঠান্ডা কাশি ও বুকে ব্যাথা ছিলো। করোনা মনে করে কেউ আমাদের গ্রামেই ডুকতে দেয়নি তাও নিজের বাড়িতে। এগুলোই হলো মানুষ সামনে দিয়ে হাতে হেঁটে যায় দেখে না মশা যায় সেইটা আবার ঠিক দেখে।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য ছিল

 3 years ago 

দারুন লিখেছেন কবিতাটি সেই সাথে আবৃতিও ভাল । সত্যি করোনা আমাদের দাম্ভিকতার স্তম্ভের ভীত ভেঙ্গে চুড়ে চুরমার করে দিয়েছে। এখন সময় নিজেকে বদলানোর। কিন্তু মানুষ তাও নিজেদের ভুল বুঝতে পারছে না। যাই হোক শেষ হবে এই অতিমারীর দিন। নতুন সূর্য উঠবে আকাশে সেই অপেক্ষায় আমিও আছি। ভাল থাকবেন । ধন্যবাদ।

 3 years ago 

ইনশাল্লাহ ভাই একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64063.60
ETH 2742.49
USDT 1.00
SBD 2.67