দিনাজপুর বাণিজ্য মেলায় ঘুরাঘুরি (পর্ব-০১) || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 28 May,2022
আজ ১৪ই জৈষ্ঠ্য,১৪২৯ বঙ্গাব্দ


IMG-20220527-WA0019.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


ঘুরাঘুরি খুব একটা ভালো লাগে না আমার।সবসময় চেষ্টা করি একটু ভিড় এড়িয়ে চলার।তবে বিশেষ কোনো জায়গা বা দর্শনীয় জায়গা হলে মন যাওয়ার জন্যে সায় দেয়।তবে একা একা যাওয়ার ও ইচ্ছে করে না😁।পাশে বন্ধুবান্ধব না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে।তো হুট করে সেদিন গ্রাম থেকে দুইটা ছোটভাই এসেছিল দিনাজপুরে।আবার সেইদিন শুক্রবার দিনাজপুর বাণিজ্য মেলার ও উদ্ভোধন।কিন্তু ছোটভাইরা এসেছে না নিয়ে গেলে কেমন একটা হয় না,আর সাগর এর জোরাজুরিতে না গিয়ে পারলাম না।


দিনাজপুরে বাণিজ্য মেলা প্রায় দুই বছর পর আবার লাগলো।প্রত্যেক বছর অবশ্য জানুয়ারি এর দিকে এই মেলা শুরু হয়।কিন্তু করোনা এটা সেটা মিলিয়ে এবার সেই সুযোগটা হয় নি।তাই বাধ্য হয়ে এই সময়ে মেলা শুরু হয়েছে।যাইহোক প্রত্যেকবার এর মত এবারও বেশ ভালই আয়োজন ছিলো।


IMG-20220527-WA0002.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তারপর বিকেলের দিকে হালকা রোদ পড়ার পর আমি ,সাগর,ইব্রাহিম আর ছোটভাই দুইটা মিলে বের হইলাম দিনাজপুর বড়ো মাঠ এর উদ্দেশ্যে অর্থাৎ মেলার উদ্দেশ্যে।আসলে মেলার যাওয়ার আজকে তেমন কোনো ইচ্ছেই ছিল না।কারণ আজকে উদ্ভোধন তাই ভিড় একটু বেশি হবে এটা আগে থেকেই ধারণা করেছিলাম।গিয়ে দেখি অবস্থা সেরকমটাই।একে তো ভ্যাপসা গরম তারউপর মানুষের ভিড়ে একাকার অবস্থা।


IMG-20220527-WA0015.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এরপর মেলার মাঠের সামনে গেলাম।গিয়ে দেখি এখনও উদ্ভোধন হয় নি।এখনো ডেকোরেশন চলছে।সামনে গেট গুলো সাজাচ্ছে আরো সাথে অনেক লাইটিং এর ব্যাবস্থা করছে।আর আমাদের আশেপাশের জেলা গুলোতে যতগুলো মেলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয় দিনাজপুরের বাণিজ্য মেলা।যদিও এখনও সব স্টল আসে নি।তবে ধীরে ধীরে আসবে।আর এবার মেলার আয়তন টাও অনেকটাই কমিয়ে ফেলা হয়েছে।


LMC_20220527_180919607_🌴Natural by Riyan (lmc8.4).jpg

IMG-20220527-WA0004.jpg

IMG-20220527-WA0006.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তারপর আর কি ভিড়ে ঠেলে অনেকটা যুদ্ধ করে ভিতরে প্রবেশ করলাম।আর আজকে মেলার প্রথমদিন ছিল বলে প্রবেশ মূল্য ছিল না।ফ্রি তেই ঢুকা হচ্ছিল আর তাই ভিড় ও ছিলো সেইরকম।কিন্তু ভিতরে ঢুকার পর মনে হচ্ছিল ভুল করে মনে হয় কোনো পার্কে চলে এসেছি।শুধু জোড়ায় জোড়ায় লাভ বার্ড🙂।মাঝে মধ্যে নিজেই নিজেকে বলতেছিলাম সাদিক তুই সারাজীবন সিঙ্গেলেই থাক🥱।আর চারদিকে স্টল গুলোও সাজাচ্ছিল।তবে ভিতরে ভ্যাপসা গরম আর এত জোড়া জোড়া মানুষের ভিতরে বেশিক্ষণ ছিলাম না।এই জাস্ট কয়েকটা ছবি তুলে বের হয়ে এসেছি।


IMG-20220527-WA0000.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আর বের হয়ে বড়ো মাঠের এই দিকে চলে এসে সবাই মিলে বেশ কিছু ফটোগ্রাফি করলাম।তারপর হালিম কোপ দিয়ে মেসের উদ্দেশ্যে রওনা।তবে মেলায় আরেকদিন যাওয়ার ইচ্ছে আছে।ইনশাল্লাহ সেইদিন সব ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে।ততদিন সাথেই থাকুন।ভালোবাসা রইলো সবার জন্য।🖤

ডিভাইসমোবাইল

অবস্থান



Sort:  
 2 years ago 

মেলা মানেই আনন্দ ফূর্তি , আর আপ্নিও বন্ধুদের নিয়ে অনেক আনন্দ ফুর্তি করছেন ছবি গুলো দেখে বুঝতে পারলাম।আপনি বানিজ্য মেলার অনেক কিছু আমাদের সামনে তুলে ধরছেন,মেলায় না গিয়েও আপনার মাধ্যমে জেনে নিলাম।ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

আরে না কোথায় আর বেশি কিছু তুলে ধরলাম। জাস্ট কিছু অংশ কেবল তুলে ধরতে পেরেছি। তবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ পুরো মেলাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

 2 years ago 

এতো মানুষ তাহলে ঘুরলেন এই গরমের মধ্যেই। ভাই চশমাটা তো চয়েস হয়ছে,,, 😇। সাগর ভাইরে নিয়ে ঘুরে এলেন। করোনার পরে বাণিজ্য মেলাটা হলো তাহলে। পরের পর্বের অপেক্ষায় ভাই

 2 years ago 

হয় ভাই কি আর করবো বলেন।রুমে থাকতে থাকতে তো বোর হয়ে যাই 😁।একটু চিল মারতে গেছিলাম আরকি।আর চেষ্টা করবো পরের পর্ব দ্রুত আপলোড দেওয়ার জন্য।🖤

 2 years ago 

ভালোই তো পুরো গ্যাং নিয়ে বাণিজ্য মেলা কাপাতে গেছেন। ঢাকা বাণিজ্য মেলে হলে আমিও ঘুরতে যাই। আপনার পোস্ট দেখে এখন আমার মন চাচ্ছে আপনাদের সাথে যোগ দিতে। আপনারা অনেক ভালো একটা সময় কাটিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে। আপনারা হালিম কুপাইছেন জেনে ভালো লাগলো। আমিও হালিম পছন্দ করি। আমার এক মামার নাম ও হালিম৷ 🤪🤪

 2 years ago 

গ্যাং ছাড়া কি যাওয়া যায়😎
তবে আপনাদের ঢাকার মত আমাদের বাণিজ্য মেলা অত বড়ো নয়🥱।মাঝে মাঝে তো কইতে মণ চায় মেয়ে মেলা😁। যা দেখি সব মেয়েদের জিনিস পত্র।

 2 years ago 

মেলা তো একেবারে জমে উঠেছে। বাণিজ্য মেলায় বন্ধুদের সাথে খুব ভালই মজা করলেন। আমিও মেলা শুরু হলে প্রায় সময়ই বন্ধুদের সাথে মেলায় গিয়ে আড্ডা দেই। আপনার মেলায় ঘোরার অনুভূতিও ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 2 years ago 

সাবিতা শুধুমাত্র এখনো জমে উঠতে একটু দেরি আছে। আসলে বন্ধুদের সাথে ঘুরতে বের হলে তা আলাদা আনন্দ পাওয়া যায়। এইজন্যে আমিও বন্ধুবান্ধব ছাড়া কোথাও তেমন একটা বের হই না।

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে দিনাজপুর বাণিজ্য মেলায় অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে অনেক সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে খুব শীঘ্রই আমি দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকলাম ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দ্বিতীয় পর্ব বলতে আমি এরপর যবে মেলায় যাব ফুল মেলা টি বর্ণনা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে সেইদিন মেলায় গিয়ে তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি তো এইজন্য বললাম।

 2 years ago 

আসলেই ভাই একা একা কোন কাজ করতে আমাদের ভালো লাগে না। যদি সাথে বন্ধুরা থাকে তাহলে সব কাজই করতে ভালো লাগে। আর বিকেল বেলা আপনার বন্ধুরা এবং দুই ভাই মিলে মেলার উদ্দেশ্য বের হয়েছেন। সেখানে যে অনেক সুন্দর কিছু মুহূর্ত পার করেছেন যেটা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম ভাই,বন্ধুবান্ধব সাথে থাকলে পুরো ব্যাপারটাই আলাদা হয়ে যায়।আর কালকে বেশি ঘুরাঘুরি করি নাই। জাস্ট মেলায় গেছি আর কিছুক্ষণ থেকে চলে এসেছি এই যা।তবে সামনে সপ্তাহে আবার যাওয়ার প্ল্যান আছে।

 2 years ago 

বাণিজ্যিক মেলায় খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন ।সত্যি দেখে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের মেলায় যেতে আমার খুব মন চায়। আসলে বন্ধুরা সকলে মিলে খুব অসাধারণ মুহূর্ত অতিবাহিত করেছেন। এত সুন্দর পোস্ট দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74