আমার বাংলা ব্লগে আমার আরো একটি কভার গান | 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
14-12-2021


২৯ অগ্রহায়ণ,১৪২৮ বঙ্গাব্দ

শুভেচ্ছা স্বাগতম


সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি সবাইকে জানাই আমার আন্তরিক শুচ্ছে ও প্রাণঢালা অভিনন্দন।আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি।


অনেকদিন থেকেই ভাবতেছি একটা গান কভার করে আপনাদের শুনাই।কিন্তু সময় আর পরীক্ষার ব্যাস্ততার কারনে সেই সুযোগ হয়ে উঠেনি।অবশেষে পরীক্ষাও শেষ এবং সেই সুযোগ ও হয়ে এলো।আজকে আমি আপনাদের যে গানটি শুনাবো সেটি হচ্ছে ওপার বাংলার ব্যান্ড "মহিনের ঘোড়াগুলি থেকে একটি জনপ্রিয় গান ভালোবাসি হায়।"


আমার কণ্ঠে গানটি কভার করার চেষ্টা করেছি:


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

গানের নামব্যান্ডের নামরিলিজকথা ও সুরঅ্যালবামভোকাল
হায় ভালোবাসিমহিনের ঘোড়াগুলি১৯৭৭রঞ্জন ঘোশাল,তাপস দাস ও তাপেশ বন্ধপদ্ধায়মায়াতাপস দাস ও তাপেস দাস

গানের কথা:


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে
ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে।

তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে।
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে

ভালোবাসি এক মনে কবিতা পড়তে।

তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।

যখন… দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
সুদিন.. কাছে এসো,
ভালোবাসি একসাথে এই সব কিছুই।

ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে
বিট্‌ল্‌স্‌, ডিলান আর বেথোফেন শুনতে ।
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।

যখন.. দেখি ওরা কাজ করে গ্রামে-বন্দরে
শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
সুদিন.. কাছে এসো,
ভালোবাসি একসাথে এই সব কিছুই।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

গানের মূলভাব:

গানটি একটি গভীর তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে।আসলে ব্যান্ড গান এমনই হওয়া উচিত।এবং গানটি একটা মাস্টারপিস এবং ১৯৭৭ সালের পর থেকে গানটির জনপ্রিয়তা এখনো বিন্দু মাত্রও হ্রাস পায় নি।গানটির মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছে এই প্রকৃতির মাঝে মিশে যেতে ভালো লাগে,ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে।কিন্তু এই সব কিছু যারা বাচিয়ে রেখেছে যাদের অবদান বেশি তারাই এই সমাজে উপেক্ষিত।এটা কার ভালো লাগে।তাইতো গানে গানে বলেছেন সুদিন তুমি কাছে আসো।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

মন্তব্য:

গানটি শুনতে যেমন শ্রুতিমধুর ঠিক ততটাই গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে যায়।আশা রাখি এই গানে গানে একদিন এই সুদিন ফিরে আসবে। কৃষকরা তাদের সম্মান ও অধিকার ফিরে পাবে।


আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পোস্টে।ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ধন্যবাদ

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

banner-abb3.png

Sort:  
 3 years ago 

ওয়াও ভাই আপনার গান তো অসাধারণ হয়েছে। টিউন ছাড়া ভালোই গেয়েছেন আপনি। আসলে কালজয়ী এসব গান কখনো পুরাতন হয়না। আপনাকে ধন্যবাদ দিতে চাই এরকম একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69076.52
ETH 2742.00
USDT 1.00
SBD 2.72