স্বরচিত কবিতা: বন্দী পাখি
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
আজকে হটাৎ করে মনে হলো একটা কবিতা লিখি। আসলে অনেকদিন থেকেই কোনো কবিতা লেখা হয় না তো। তাই কবিতা লেখার অভ্যাসটা অনেকটাই ক্ষয়ে গেছে। আজ কবিতা লিখতে বসে কি লিখবো সেটাও আর খুঁজে পাচ্ছিলাম না। কবিতার একটা টপিক ভেবে লিখতে গেছি এদিকে কি লিখবো ভাষা খুজে পাচ্ছি না। একপরকার শব্দ স্বল্পতায় সিদ্ধান্ত নিলাম আজ থাক। আরেকদিন লেখা যাবে যাবে কবিতা। এরপর কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম এক মনে। আসলে এটা আমার অভ্যাস যখন কোনোকিছু ভালো লাগে না তখন গান শুনি। ঘন্টাখানেক গান শোনার পর আবার মুডটা কেমন জানি চেঞ্জ হয়ে গেলো। একটা জেদ চলে আসলো নিজের মধ্যে। যেহেতু লিখতে চেয়েছি কবিতা তবে কবিতা লেখাই ঠিক। যা হয় হবে। তারপর মনের মধ্যে যা আসলে লিখে ফেললাম। কবিতা লেখার আগে কিংবা পরে কোনোটাতেই চিন্তা করি নি কি লিখেছি। জাস্ট লিখে গেছি। আর সবসময় সব কবিতার অর্থ থাকতে নাই। কিছু কবিতা অর্থহীন হলেও চলে হাহা।
কবিতা
বন্দী পাখি
পৃথিবীর বুকে আমি এক ছোট্ট চড়ুই
ডানা মেলে উড়তে চাই শহরের অলিতে গলিতে
দেখতে চাই যানজটে থমকে যাওয়া এই শহরটাকে।
কিন্তু কোনো এক কারণে শিকলে বন্দী আমার পা
কে জানে? কাদের এত নিয়মের বেড়াজালে আটকে পড়েছি।
আদৌ উড়তে পারবো কি না সেটাও অনিশ্চিত!
পাখিদের আর্তনাদের ছেয়ে গেছে পুরো শহর
উড়তে না পারার আক্ষেপ কেঁদে যাচ্ছে সে নিরবে
কে জানে কোন সে পাপবোধে খাচা বন্দী সে।
শহরের বাতাস ভারী হয়ে যাচ্ছে
পাখা মেলে উড়ার আকাঙ্খা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে
হটাৎ কোনো দমকা ঝড়ে ভেঙ্গে যাবে তার ডান।
উড়তে চাওয়ার বাসনা থেকেই যাবে অধরা
এ শহরের বুকে যে উড়ার মত জায়গা বাকি নেই
যেটুকু ছিল সেটিও আজ ইট পাথরে গড়া।
ইট পাথরের গড়া শহরে বুকে আজও কিছু পাখি উড়ে
তবে তারা হয়তো জানে না এ শহর তাদের জন্যে নয়
এ শহর দখল হয়ে গেছে বহু আগে।
আসলে এই কবিতাটা একান্ত আমার। এবং আমার ভাবনা চিন্তার সাথে মিল রেখেই মনে যেরকম অনুভূতি ছিল তারই বহিঃপ্রকাশ। তাই এই কবিতার মূলভাব অপ্রকাশিতই থাক। কিছু ব্যাপার খুলে বলতে হয় না।যাইহোক আজকের মত এখানেই শেষ করছি। আশা করছি সামনে আরো ভালো কবিতা আপনাদের উপহার দিতে পারবো।
ভাইয়া আপনার মত আমারও একই অবস্থা যখন মন খারাপ থাকে তখন হেডফোন কানে দিয়ে গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ঠিক বলেছেন কখনো কখনো কিছু কবিতা থাকে যার অর্থ থাকে না। আজকে আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
তাহলে তো আপনার সাথে আমার কিছুটা হলেও সাদৃশ্য রয়েছে হাহা। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আসলে ভাইয়া মানুষ অভ্যাসের দাস একটি বিষয় নিয়ে যত চর্চা করা যাবে ততই সেই বিষয়ের উপর দক্ষতা অর্জন করা সম্ভব।।
অনেকদিন পর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করলেন জানতে পেরে ভালো লাগলো আসলে কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একটি মাধ্যম।।
খুবই ভালো লিখেছেন বিশেষ করে উপরের লাইনগুলো অসাধারণ ছিল।।।
অনেকদিন পর বলতে খুব বেশিদিন কিন্তু না। এই ধরেন সপ্তাহখানেক বাদে লিখছি 😁।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে বন্দী খাঁচা কবিতাটি খুবই সুন্দর নাম হয়েছে এবং কবিতায় ভাষা গুলো অসাধারণ ছিল।
কবিতা এবং কবিতার ভাবার্থের সাথে মিল রেখেই কবিতার নাম বন্দী পাখি দিয়েছি। ধন্যবাদ।
আপনার কবিতা গুলো সব সময় সুন্দর হয় অনেকদিন পরে সুন্দর একটি কবিতা লিখছেন আমাদের সাথে শেয়ার করার জন্য পড়ে অনেক ভালো লেগেছে। বন্দী পাখির জীবন এক অদ্ভুত ধরনের। বন্দী পাখি তো চাইবে নীল আকাশে ঘুরে বেড়াতে। শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে এবং যানজটের পরিবেশ দেখতে। বেশ ভালই লিখেছেন একটি বন্দী পাখির মনের অনুভূতিগুলো কবিতা বাষায় সুন্দর প্রকাশ পেয়েছে।
আসলে এখানে আমি বন্দি পাখিকে আমার নিজের জীবনের সাথে তুলনা করেছি। যাইহোক তারপরেও পুরো কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতাটি পড়ে খুব ভাল লাগলো। আর আমার কবিতা পড়তে বেশ ভাল লাগে৷ আপনি এক বন্দী পাখির জীবন নিয়ে কবিতাটি লিখলেন।দারুন ছিল কবিতাটির প্রতিটি লাইন।ধন্যবাদ শেয়ার করার জন্য।
কবিতা পড়া কিন্তু খুবই ভালো অভ্যাস আপু। এই অভ্যাসটা কন্টিনিউ করেন আপনি ইনশাল্লাহ একদিন ভালো কবিতা লিখতে পারবেন আপনিও। 😁
আপনার কবিতা পড়ে বুঝলাম আপনার কবিতা একটু এরকম রূপক ধর্মী এবং এর মধ্যে রয়েছে বাস্তবতার দৃষ্টান্ত প্রমাণ। কবিতাটি পড়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনার এত সুন্দর কবি প্রতিভাই আমি মুগ্ধ।
তার একটি মন্তব্য করেছেন আপনি।
খুব বেশি অনুপ্রাণিত হলাম আপনার এই মন্তব্যটি পড়ে। ধন্যবাদ ভাই সামনের দিনে এভাবেই পাশে থেকে উৎসাহিত করবেন। ভালোবাসা রইলো আপনার জন্য। 🖤