টাকাই সব, পরে বন্ধু ||

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 28 August,2022
আজ ১৩ ভাদ্র,১৪২৯ বঙ্গাব্দ


IMG_0193.JPG


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


কি লিখবো ভাবতেছি কিন্তু লেখা আর হয়ে উঠেছে না।অতঃপর সব আলসেমি ঝেড়ে ফেলে লিখতে বসা।একটা বিষয় মানেন আর না মানেন দুনিয়াতে টাকাই সব।আপাত দৃষ্টিতে আপনার কাছে টাকা থাকলে হয়তো এমনটা মনে নাও হতে পারে।কিন্তু সত্য এটাই যে "টাকাই সব"।যেদিন আপনার কাছে টাকা থাকবে না সেদিন বুঝবেন টাকার মহত্ব কত টুকু।তো যাইহোক একটা গল্প বলি।


IMG_0191.JPG

"টাকা এমন একটা জিনিস জার কারণে বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে।আবার এই টাকায় সেই সম্পর্ক জোড়া লাগায়।তো কোনো এক সময় কয়েকজন বন্ধু মিলে টুরে গিয়েছিলাম।তো সেই সময় একজনের কাছে টাকা ছিল না।আসলে মেসের ব্যাপার সেটা তো সবার জানা। নুন আনতে পান্তা ফুরানর মত অবস্থা।বাসা থেকে যত টাকায় দেক না কেনো মাসের অর্ধেক যাওয়ার আগেই টাকা শেষ।তো সবাই মিলে যখন যাবে কাউকে উপেক্ষা করে যাওয়াটা কেমন দেখায়।এই জন্যে সেই বন্ধুকে সময় ও দিলো টাকা ম্যানেজ করার।এবং সেই বন্ধুটি টাকা ম্যানেজ ও করল।তো পরের দিন সবাই মিলে সেই টুর এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।তো ঠিকঠাকই চলছিল সবকিছু।মোটামুটি সবাই হাসি ঠাট্টা করছি এদিক সেদিক ঘুরছি।বেশ ভালই একটা সময় কাটছে।তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সবাই ক্লান্ত আর অনেকদূর থেকে এসেছি তাই বেশ খিদাও লেগেছে।তো সবাই মিলে প্ল্যান করতেছে কি খাওয়া যায়।তো যার কাছে টাকা কম ছিল সে এক সাইডে দাড়ায় ছিল।আসলে ওর কাছে সেইদিন টাকা কমছিল তাই সে বলার প্রয়োজন মনে করে নাই।আসলে বন্ধু বান্ধব থাকলে এমনিতেও এসব ব্যাপারে আটকায় না।কিন্তু সেদিনের ঘটনাটা একটু ব্যতিক্রম ছিল।সবাই জানতো একজনের কাছে টাকা কম আছে।এখন সবাই মিলে খাইতে গেলে ওরটাও চালায় নিতে হবে তাই সেই প্ল্যান বাদ। তারপর সিদ্ধান্ত নিলো যার যা মণ চায় নিজের টাকায় খাও। অথচ ওই বন্ধুর কাছ টাকা থাকলে কখনোই এমন করে নি।সেইদিনের সেই ঘটনাটা দেখে শুধু ভাবি এসব বন্ধুত্ব সব মিথ্যে।টাকা থাকলে এরকম হাজারো বন্ধু আসবে।"


তবে যাইহোক বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক।যেখানে থাকবে না কোনো অহংকার কিংবা লালসা।তবেই সেই সম্পর্কটা খাটি এবং মজবুত হবে। অন্নথায় সেই প্রিয় বন্ধুদের নিয়েই চরম অপমানের সম্মুখীন হতে হবে

Sort:  
 2 years ago 

দুনিয়ায় টাকা অনেক গুরুত্বপূর্ণ। টাকা কে দ্বিতীয় ঈশ্বর বলা হয়।তবে ভাই ফ্রেন্ডরা ঠিক কাজ করে নাই।আমরা ফ্রেন্ডরা যখন ট্যুরে যাই কারো কাছে টাকা না থাকলেও বাকিরা তারে চালাই।

 2 years ago 

একদম ভাই সত্যি কথা বলেছেন এবং বাস্তব। আমাদের মাঝেও এমনটাই হয় তবে সেই দিনের ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41