(DIY)- পানি ও বিদ্যুৎ অপচয় রোধে খুব সহজে পানির ট্যাংকের "ওয়াটার লেভেল ইন্ডিকেটর" তৈরি || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

today 30 January,2022
আজ ১৬ই মাঘ,১৪২৮ বঙ্গাব্দ



"আমার বাংলা ব্লগ এ আপনাদের সকলকে জানাই আমার সালাম"




PicsArt_01-30-08.15.41.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png



সম্মানিত আমার বাংলা ব্লগের সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট।



আজকে আমি আপনাদের মাঝে আমার সৃষ্টি করা একটি diy- উপস্থাপন করতে চলেছি। প্রত্যেকদিন এই তো একই রকম পোস্ট করা হয় আজকে না হয় একটু ভিন্ন রকম উপস্থাপনা আপনাদের মাঝে শেয়ার করি।আসলো diy- মনে হচ্ছে নিজে করা নিজের জন্যে করা।তাই আমাদের এমন কিছু তৈরি করা উচিত বা এমন সৃজনশীল কিছু চিন্তা-ভাবনা করে তৈরি করা উচিত যা আসলেই বাস্তবিক অর্থে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আর সেই ভাবনা থেকেই আজকের এই কাজটি আপনাদের জন্য।আপনারা চাইলেও নিজেরাও তৈরি করতে পারেন এবং খুব স্বল্প খরচে।আসলে আমি এই ধরনের কাজ গুলো অনেক আগে থেকেই পারি কিন্তু আমার ইন্সট্রুমেন্ট গুলো ঠিকঠাক না থাকায় এবং আলসেমির জন্য করা হয়ে ওঠেনি। কিন্তু এখন দেখছি প্রতিযোগী অনেক বেশি তাই নিজেকে টিকিয়ে রাখার জন্য ও সৃজনশীল কিছু করার জন্য এই ইলেকট্রনিক্স এর কাজ করতে বাধ্য হলাম 😍।



প্রয়োজনীয় উপকরণ:



  • 9v ব্যাটারি
  • BC547 ট্রানজিস্টর
  • বাজার
  • সুইচ
  • সোল্ডারিং আয়রন
IMG20220130184707.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png



TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkMQPuXDbvc9oCqwDKiKtTwwsfydvLYWc7WHskjjF6X2C1PQ3KwGTsu47ULeBKZTasSCSiXsApeMfBLyT5qAoiRQpobrsRZHJVk.png


IMG20220130184505.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


প্রথমে ট্রানজিস্টর এর সাথে পরিচিত হই। ট্রানজিস্টর এর তিনটি টার্মিনাল থাকে একটি হচ্ছে কালেক্টর,বেজ ও ইমিটার। প্রথমে আমাকে যে কাজটি করতে হয়েছিল সেটি হচ্ছে ট্রানজিস্টরের ইমিটার সাথে বাজারের যে মাইনাস টার্মিনালটি রয়েছে সেটি সোল্ডারিং আয়রন দিয়ে ভালভাবে লাগিয়ে নিতে হবে।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSceGGobfzXAna2J9PDNFjj6TELgeY5vdwBPuzvL8y35CYzyNVuT6eie4xkn2PzfWxiCYQYNu5gpern92rJ5x9CoWYf3TupwJ7HD2gQMvUWcW.png


IMG20220130184321.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


এ পর্যায়ে ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালের সাথে ব্যাটারীর নেগেটিভ যে তারের সংযোগটি আছে সেটি সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPvR1jwBLykhYAQURsxGqpYLeuznNuYATsN57DLDMv6JVocWKAo6tvRuj7KEqtEL64jADZPcEVkbXV8A4EEnQw6XG7NArKv9sk.png


IMG20220130184136.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


এবার যেটি করতে হবে সেটি হল ব্যাটারীর পজেটিভ তার ও ইনডিকেটরের একটি তার ভালোভাবে সোল্ডারিং করে বাজারের পজেটিভ টার্মিনাল এর সাথে লাগিয়ে দিতে হবে।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSd2MsBYdmxkbJXNjgLZTj2BUTZC2H8pjqbG59t1Wi4DnQpQPrjgTSNStCnv1PFFWgjAtkwvtNX91J3YZaAetyLovXDUhBXxJf3Mt7NVeP47Y.png


IMG20220130125525.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


এবার ট্রানজিস্টর এর মাঝের যে টার্মিনালটি তথা বেজ টার্মিনালটি যেটা ফাঁকা ছিল। সেখানে ইন্ডিকেটরের আরেকটি তার লাগিয়ে নিতে হবে শেষ হয়ে গেল ওয়াটার লেভেল ইন্ডিকেটর সার্কিটের কাজ। এবং পানির ট্যাংক পর্যন্ত যে দুটি তার যাবে সেই যেকোনো দুটি তার এর একটিতে সুইচটি বসিয়ে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল।

এবার চলুন দেখা যাক সার্কিটটি ঠিক ঠাক কাজ করে কি না।আপনাদের দেখার সুবিধার্তে ভিডিও দিলাম↘️:


ভিডিও লিংক↘️:


ওয়াটার লেভেল ইন্ডিকেটর অ্যালার্মিং সিস্টেম

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


চাইলে যে কেউ খুব সহজে এই প্রজেক্টটি আপনারা বানাতে পারেন এবং খুবই স্বল্প খরচে।এটে অযাচিত বিদ্যুৎ বিল কিংবা পানির অপচয় রোধ করতে পারেন।এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলতে পারেন।আর আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো প্রজেক্ট নিয়ে।ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ সবাইকে




45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  

অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া আপনি। আপনার কাজের দক্ষতা প্রকাশ পাচ্ছে এটির মাধ্যমে। আমাদের বাসায় এমন একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর লাগানো আছে। টাংকি ভরে গেলে সেটি অটোমেটিক মোটরটি অফ করে দেয়। খুব চমৎকার একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন। যা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে অনেক সহায়তা করবে। ব্যক্তিগতভাবে আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ফলে প্রয়োজনীয় যন্ত্রাংশ করায় করে আমরা নিজেরাই তৈরি করতে পারব। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এরকম প্রশংসা পেলে আরো নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবো পাশেই থাকবেন।

 3 years ago 

ভাইয়া আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ।

 3 years ago 
বাহ খুব সুন্দর আবিষ্কার। দেখে আমি ধন্য। এবার পানি ও বিদ্যুৎ অপচয় রোধ হবে। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

এরকম উৎসাহ পেলে আরো সুন্দর সুন্দর আবিষ্কার নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 
ওয়াও!! আপনি পানি ও বিদ্যুৎ অপচয় রোধে খুব সহজে পানির ট্যাংকের "ওয়াটার লেভেল ইন্ডিকেটর" তৈরি করেছেন।এবার পানি ও বিদ্যুৎ রোধে সহায়ক ভূমিকা রাখবে।অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজন আমাদের সাথে শেয়ার করার জন্য♥♥
 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটু মন্তব্যের জন্য।🖤

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আমার কাছে আপনার এই পোস্ট টি অনেক ভালো লেগেছে কারণ আমি নিজেও একজন ভুক্তভোগী। আশা করি সামনে আরো এমন পোস্ট দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

যাক একজনের অন্তত কাজে আসতে পেরেছি এটাতেই সার্থকতা।অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।🖤🤟

খুবই গুরুত্বপূর্ণ একটি ডাই পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। বিদ্যুৎ ও পানি দুটোই অপচয় রোধ করার জন্য আপনি খুব সুন্দর একটি ইনডিকেটর তৈরি করেছেন। টাংকি ভরে গেলে সেটি অটোমেটিক মোটরটি অফ করে দেয়। খুব চমৎকার একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60938.00
ETH 2386.38
USDT 1.00
SBD 2.57