📸 মোবাইলে ধারণ করা আকাশের ভিন্ন সময়ের হরেক রূপ ||

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 06 August,2022
আজ ২২ শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ



মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


অনেকদিন হয় ফটোগ্রাফি করা হয় না। তাই চলুন আজকের কিছু ফটোগ্রাফি দেখা যাক।জানি না এগুলোকে আসলেও ফটোগ্রাফি বলে কি না!তবে মুহূর্ত গুলো সুন্দর ছিল তাই কেমেরা বন্দী করে রেখেছি।আশা করি সাথেই থাকবেন ভালো লাগবে।


আচ্ছা আকাশ যে রং বদলায় এই ব্যাপারটি কি খেয়াল করেছেন?আমি কিন্তু খেয়াল করেছি,আমি দেখেছি মুহূর্তের মধ্যে বদলে যাওয়া আকাশ কে।কখনো খোলা নিল আকাশ দেখেছি আবার কখনো মেঘে ঢাকা আবার কখনো পড়ন্ত বিকেলে রক্তিম আকাশ।এইসময় গুলো বড্ডো ভালো লাগে যখন এইরকম মুহূর্তের সাক্ষী হই সাথে আমার নিঃসংগতাকেও সঙ্গ দেয় ওই আকাশ।তবে এইরকম মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য নিজেকে কোলাহল থেকে দূরে ঠেলে একলা থাকতে হবে আর নিজেকে আকাশের মত উদারমনা হতে হবে তবেই কেবল আকাশের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে।যাইহোক অনেকদিন থেকেই প্ল্যান ছিল আকাশের বিভিন্ন সময়ের আলোকচিত্র নিয়ে একটি ফটোগ্রাফি পোস্ট করবো।তাই ভিন্ন এক আকাশের দেখা পেলেই সেগুলো ক্যামেরা বন্দী করে রাখতাম।আর আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি।


#১


LMC_20220706_180956015_LMC 8.4.jpg


এইটা কিছুদিন আগের তোলা ছবি। যখন চারদিকে কেবল প্রচণ্ড রোদের ঝলমলে আলো সাথে অসহনীয় গরম। তো ওইদিন বিকেলে কোথাও মনে হয় যাচ্ছিলাম হটাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি চারদিকে কত সুন্দর মেঘের ভেলা আর সাথে নীল আকাশ।ওইসময় আকাশটা এমন ছিলো যেনো মনে হচ্ছিল মেঘগুলো তার চাদরে আকাশকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে।

#২


LMC_20220706_185203633_LMC 8.4.jpg


পশ্চিম দিগন্তে ডুবন্ত সূর্য আর নীল আকাশের সাদা মেঘের ঘনঘটা আর মুহূর্তে যেনো ওই নীল আকাশের রূপটা পাল্টে গেলো।আকাশের এই রূপ দেখে মনে মনে ভাবলাম এটা মনে হয় সৃষ্টিকর্তার রাগের বহিঃপ্রকাশ হাহা।

#৩


LMC_20220711_185701307_🕊️DSLR Sunfix by Riyan (lmc8.4).jpg


নিচে সবুজের সমারোহ উপরে নীল আকাশ আর তাতে ভেসে বেড়ানো কিছু সাদা মেঘ সব মিলিয়ে যেনো অন্য এক আকাশ।

#৪


LMC_20220714_115718556_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


নদীর পাড়ে নির্জন কোনো এক দুপুরের কাঠফাটা রোদে মৃদু বাতাসে বসে কখন এরকম আকাশ দেখেছেন?আমি দেখেছি কিযে সুন্দর ওই মুহূর্তটা একদিকে নদীর ঢেউ এর তারউপর সূর্যের আলোর প্রতিফলন আর ওই এক নীল আকাশ মন ভালো করে দেওয়ার জন্য এত টুকুই যথেষ্ট।

#৫


received_478862887415221.jpeg


এইবছর এর সবচেয়ে বড় চাঁদের কথা মনে আছে।যখন চাঁদ পৃথিবীর খুব কাছে চলে এসেছিল আর তার মিষ্টি আলোয় ভরিয়ে দিয়েছিল এই ধরা।এই ছবিটা ঠিক সেই সময়ের।তখন আমার ভাগ্য এতই ভালো ছিল নদীর উপর থেকে এই সময়টা উপভোগ করেছি।আর জোছনার ওই আলো যখন নদীর উপরে এসে পড়ে আর চাঁদের প্রতিচ্ছবি যখন পানিতে দেখা যায় তখন ব্যাপারটাই আলাদা হয়ে যায়।

#৬


LMC_20220525_185724006_LMC 8.4.jpg


এখন যে আকাশ দেখেছেন তার আবার একটু মন খারাপ এই জন্য মুখ গোমরা করে বসে আছে।হয়তো একটু পরই নামবে শ্রাবণ অঝোর ধারায়ে।

যাইহোক এই ছিল আজকের উপস্থাপনা।আশা করি ভালই লেগেছে।আর আকাশের এই ভিন্ন রূপ কেমন লাগলো আপনাদের সেটা জানতে অবশ্যই ভুলবেন না।



ধন্যবাদ সবাইকে


ডিভাইসমোবাইল
অবস্থানবদরগঞ্জ,রংপুর


Sort:  
 2 years ago 

আকাশের দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আকাশের এই দৃশ্যগুলো দেখতে আসলে ভালই লাগে। একেক সময় একেক রকম তবে প্রথম ফটোগ্রাফি টা খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাই আকাশের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য

 2 years ago 

একেকজনের ভালোলাগা একেকরকম।তবে আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ওই সুন্দর লেগেছে।

 2 years ago 

আকাশের ভিন্ন ভিন্ন রূপ দেখতে সত্যিই অসাধারণ লাগে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
অলসদের ওই সৌন্দর্যে বিমোহিত হওয়ার জন্য।

 2 years ago 

আকাশ নির্মল, আকাশ আমাদের দেয় প্রশান্তি। সকাল দুপুর বিকেল অথবা রাত ,যদিও একটি আকাশ তারপরও এর ভিন্ন ভিন্ন রূপ। আকাশের অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর মন্তব্য।
এই মন্তব্যটি এই পোস্ট এর সাথে একদম মানানসই।ধন্যবাদ আপনাকে এত চমতকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আমিও মাঝে মাঝে আকাশের রং বদলের খেলা উপভোগ করি আমার কাছে খুবই ভালো লাগে এইসব দৃশ্য দেখতে। তবে আপনার ক্যামেরাতে যেভাবে আকাশের রং বদলের ফটোগ্রাফি করেছেন তা সত্যিই অসাধারণ। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আকাশের ভিন্ন সময়ের হরেক রূপ ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাই প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য সবারই ভালো লাগে।তবে আমার ইচ্ছে ছিলো এমন একটি পোস্ট করবো এই জন্য ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম।

 2 years ago 

আকাশ সারাদিন রং বদল। কিছুক্ষণ পর পর বিভিন্ন ধরনের রূপ দেখতে পাই আকাশের। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন রঙের আকাশ দেখতে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে কিছু সুন্দর আকাশ দেখতে পেলাম।সুন্দর ছিল ভাইয়া।

 2 years ago 

তবে শীতকালে কিন্তু আকাশ বেশি রং বদলায় না হিহি।
তবে মাঝে নীল আকাশের দিকে একটু তাকাবেন আমার ফটোগ্রাফির চেয়ে আরো সুন্দর আকাশ দেখতে পাবেন।

 2 years ago 

আকাশের সৌন্দর্য সবসময় একরকম থাকে না বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে সৌন্দর্যতা প্রকাশ করে থাকে। যেটা আপনার করা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম সত্যিই অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আসলে অনেকদিন থেকেই এই ছবি গুলও সংগ্রহ করে রেখেছি এমন একটা পোস্ট করবো ভেবে।তবে আপনাদের ভালো লাগা সত্যিই আমাকে অনেক উৎসাহিত করে।

 2 years ago 

ছবিগুলো দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম সেজন্য অনেক ভালো লেগেছে।

 2 years ago 

দেখছি আকাশের ভিন্ন ভিন্ন অবস্থান উপস্থাপন করেছেন। নীল আকাশে সাদা মেঘ যেমন সুন্দর, তেমনি আকাশের আবার সূর্যাস্তের সময় এর কালার টাও বেশ ভালো লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু।
তবে আমার কাছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে শুর্যাওয়স্ত এর সময়কার ওই মুহূর্ত টা।আর আপনার ও ভালো লেগেছে জেনে খুশি হলাম।

অনেক সুন্দর ভাবে আকাশের ফটোগ্রাফি গুলো করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। নদীর পারে জোসনা রাতে সবচেয়ে বড় চাঁদের যে ছবিটা তুলেছেন সেটি বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

যদিও ওই ছবিটি একটু অস্পষ্ট এসেছে তারপরেও কেনো জানি আমারও ভালো লেগেছে।যাইহোক সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আকাশ একেকবার একেক রকম রূপ ধারণ করে যা দেখতে খুবই ভালো লাগে। তবে আমার কাছ থেকে বেশি নীল আকাশ দেখতেই পছন্দ। মেঘের আগে আকাশ যেন রাগ করে থাকে আমাদের সাথে। আবার যখন বৃষ্টি সরে যায় তখন পুরো আকাশ নির্মল হয়ে যায়। সবগুলো আকাশের ফটোগ্রাফি সুন্দর হয়েছে।

 2 years ago 

আমাদের মত আকাশের অভিমান হয় মনে হয়।এই জন্যে আকাশ রাগ করে থাকে হিহি😁।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আসলে খুবই চমৎকার। আকাশের ফটোগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইজান।
সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.12
JST 0.032
BTC 58254.01
ETH 2971.20
USDT 1.00
SBD 3.89