শারদীয়া কনটেস্ট-(একের ভিতর সব😍🤗)

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 06 October,2022
আজ ২১ আশ্বিন,১৪২৯ বঙ্গাব্দ


received_389727433206984.jpeg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


সবাইকে শারদীয় শুভেচ্ছা


বেশ কয়েকদিন থেকে একটু বিষন্নতায় ভুগতেছি।কোনো কাজেই ঠিকঠাক মন বসতেছে না।আসলে হুট করে একা হয়ে পড়েছি তো,এই ধকলটা ঠিকমতো কাটিয়ে উঠতে পারি নাই।এবং এই কথা আমি এর আগের পোস্টেও উল্লেখ করেছি।আর যার কারণে এই কয়েকদিন পোস্ট করা তো দূরের কথা কমিউনিটিতে ঢুকাও হয়ে উঠে নি।তবে ধীরে ধীরে অনেকটা সামলিয়ে উঠেছি।আবারও সবকিছু সাভাবিক এবং আশা করা যায় এখন থেকে আবারও নিয়মিত হতে পারবো।তো আজকে বিকেলে একটু পোস্ট করার জন্য কমিউনিটি তে ঢুকলাম,ঢুকে দাদার একটা পোস্ট দেখলাম এবং নতুন একটা প্রতিযোগিতা চলতেছে।তাই ভাবলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই যায়।যদিও আমি আগে থেকে জানতাম না তাই তেমন কোনো ফটোগ্রাফি করা হয়ে উঠেনি,তবে দুই একটা ছবি তুলেছিলাম সেগুলো এখন শেয়ার করার চেষ্টা করছি।


উৎসব আমার, উৎসব তোমার,উৎসব আমাদের সবার।এবং আমি খুবই সাধারণ একজন মানুষ জাত পাতের খুব একটা ধার ধরি না মানুষ আমি এটাই আমার বড়ো পরিচয়।আর ধর্ম পালন করাও একান্তই আমার ব্যাক্তিগত ব্যাপার।আর এরকম চিন্তাভাবনা শুধু আমার একার না,আমার আশেপাশে কমবেশি সবার মাঝেই বিরাজমান।তো যাইহোক পুজোর আগে থেকে এলাকার পোলাপাইনদের মাঝে বেশ উত্তেজনা কাজ করে, আর এরকম প্রায় প্রত্তেকবছরই হয়।প্রত্যেকবার পুজোর সময় আমাদের একটা গ্রুপ হয়।আমাদের মিশন হলো একটা ভ্যান রিজার্ভ করে রাতে আমাদের আশেপাশে যতগুলা পুজোর মন্ডব আছে সেগুলো ঘুরে ঘুরে দেখা।তো প্রত্যেকবার এই পুজোর সময়টায় আমি বাড়িতেই থাকতাম আর এদের সবার লিডার হলাম আমি।কিন্তু এইবার মন মানুসিকতা ভালো না থাকায় যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না।মেস থেকে বাড়িতে এসে বাড়ি থেকেই বেরই হই নি।তারপর আম্মুর জোরাজুরিতে গেলাম নানুর বাসায়।আগে যখন খুব ছোট ছিলাম তখন অবশ্য এই সময়টায় পুজো দেখার জন্য নানুর বাসায় যাইতাম।যাইহোক গিয়ে দেখি বেশ ভালই পূজোর আমেজ লেগে গেছে সবার মধ্যে।চারদিকে উৎসবের গন্ধ লেগে গেছে।কিন্তু বড়ো হয়ে গেছি বলে উৎসবের আমেজটা আর আগের মত কাজ করছে না।


received_2992319474401265.jpegIMG-20221003-WA0001.jpg


ফটোগ্রাফি
অষ্টমীর দিনে
ডিভাইস: মোবাইল
বদরগঞ্জ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


নানুর বাসায় গিয়ে দেখি কেউ নাই।সারাদিন বসে আছি হুট করে আমার স্টোরি দেখে একটা মামা ফোন দিয়ে নাড়ু খাওয়ার দাওয়াত দিলো।তারপর গেলাম কায়েজন মিলে,গিয়ে হরকেরকম নাড়ু খেয়ে ভুঁড়ি ভোজ করলাম।এগুলো অষ্টমীর দিনই তোলা।


IMG20221003205453.jpgIMG20221003205405.jpg
IMG20221003205320.jpgIMG20221003165445.jpg


ফটোগ্রাফি
অষ্টমীর দিনে
ডিভাইস: মোবাইল
বদরগঞ্জ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


খাওয়া দাওয়া শেষ করে গেলাম মামাদের মন্দিরে।এটা ছিল অষ্টমীর দিন,যদিও তখন পুজোর আমেজটা এত জমে নি।তবে বেশ কয়েকজনকে দেখলাম নাচতেছিল কেউ আবার গান গাচ্ছিল।যাইহোক বেশ ভালই একটা সময় পার করেছি।আর গ্রামের আয়োজন তো তাই আয়োজনটা একটু সাদামাটা,কিন্তু বিশ্বাস করেন মজাটা সবচেয়ে বেশি এখানেই হয়।


IMG20221004172014.jpgIMG20221004172031.jpg


ফটোগ্রাফি
নবমীর দিনে
ডিভাইস: মোবাইল
বদরগঞ্জ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


অষ্টমীর দিন নানুর বাসায় ছিলাম।নবমীর দিন সকালে বাড়ি এসেছি,এসে দেখি এলাকার সব ভাই ব্রাদার পুজো দেখার জন্য প্ল্যান করে ফেলেছে।যদিও যাওয়ার কোনো ইচ্ছে ছিলো না,কিন্তু ওদের অনুরোধ ও ফেলতে পারি নাই।আমাদের প্ল্যান ছিল বিকেলে বের হবো। তারপর একদম রাতে সব পুজো ঘুরে বাড়ি আসবো। যদি ও রাতে থাকতে পারি নাই,আসলে আবওয়াহা খারাপ ছিল তো এই কারণে।আর এই ছবি তোলা হয়েছিল নবমীর দিন আমাদের পাশের এলাকার একটা পুজোর মণ্ডপ থেকে।


IMG20221004172305.jpg


ফটোগ্রাফি
নবমীর দিনে
ডিভাইস: মোবাইল
বদরগঞ্জ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


বিকেলে পূজো দেখতে গিয়ে কিছুই দেখতে পারি নাই।খালি প্রতিমা দেখে ফেরত এসেছি।আর প্রত্যেকটা মণ্ডপে সবাই সবার সাধ্যের মধ্যে ডেকোরেশন করার চেষ্টা করেছে।আর গ্রামীণ পরিবেশ টাকার একটু জোর কম,তাই এইদকের মণ্ডপ গুলো শহরের পুজোর মণ্ডপ গুলোর মত অতটাও আকর্ষণীয় হয় না।কিন্তু আনন্দ উল্লাস এর দিক থেকে শহরের পুজো আমাদের কাছে চুনোপুটি😎।সন্ধার পর পুজোর বাড়িতে মানুষের ঢল সেই কথা প্রমাণ করে দেয়।আর এই ছবিগুলো ও নবমীর দিনেই তোলা।


IMG20221004172724.jpgIMG20221004172729.jpg
IMG20221004172615.jpgIMG20221004172804.jpg


ফটোগ্রাফি
নবমীর দিনে
ডিভাইস: মোবাইল
বদরগঞ্জ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটা ছিল আমাদের এলাকার সবচেয়ে নিকটবর্তী পূজোর মণ্ডপ।এখানে গিয়ে শুরু হয় টিপটিপ বৃষ্টি।এখানে গিয়ে অবশ্য বেশ মজাই হয়েছে।পরিচিত ভাই ব্রাদাররা নাড়ু কলা খাওইল।তারপর বৃষ্টি শেষে চলে এসেছি,আর এখনকার প্রতিমা গুলও অনেক কারুকাজ খচিত ছিল।এই ছবি ও নবমীর দিন তোলা।


received_389727433206984.jpeg

received_685453052481350.jpeg


ফটোগ্রাফি
দশমীর দিনে
ডিভাইস: মোবাইল
পার্বতীপুর,ভবের বাজার

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটা হচ্ছে এবারের দিনাজপুরের সবচেয়ে ব্যয়বহুল ও বড় পুজোর মণ্ডপ।প্রায় 25 লাখ টাকা খরচ করে এই মণ্ডপ তৈরি করেছে।আজকে ফ্রেন্ডরা বাইকে নিয়ে এসেছিল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে।কিন্তু গিয়ে দেখি যা অবস্থা তিল ধারণ এর মত জায়গা নাই।ভিতরে কষ্ট করে ঢুকে আবার সাথে সাথে বের হয়ে এসেছি বাধ্য হয়ে।তবে মানতে হবে সেরা ছিল,সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা সবকিছুই সেরা ছিল।কিন্তু কপাল খারাপ ফটোগ্রাফি করার সুযোগ পায় নাই।আর এই ছবিগুলো আজকে দশমীর দিন তোলা।


যাইহোক এই ছিল আমার থলেতে।তবে আগে থেকে যদি জানতাম এই প্রতিযোগিতার কথা তাহলে আরো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করতাম।তবুও যেগুলো তুলেছি সেগুলো দিয়েই কোনরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করলাম আশা করি উপভোগ করেছেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই,ভালো থাকবেন সবাই,আর আসছে বছর আবার হবে।🤘।





8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59117.70
ETH 2597.31
USDT 1.00
SBD 2.43