2022 এর একটি সেরা সারভাইভাল মুভি রিভিউ || fall (2022)

in আমার বাংলা ব্লগ3 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 23 September,2022
আজ ০৮ আশ্বিন,১৪২৯ বঙ্গাব্দ

png_20220923_063146_0000.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


জীবনে মেলা মুভি দেখছি বলতে গেলে এখনো দেখি।বলা যায় মুভি দেখাটা আমার একটা অভ্যাসে পরিনিতহায়ে গেছে।আগে মুভি দেখলে বেশিরভাগ হিন্দি আর ইংলিশ মুভি দেখতাম।কিন্তু এখন মুভি দেখার ক্ষেত্রে কোনো বাদ বিচার নাই কনটেন্ট ভালো হইলে যে দেশেরই হোক প্রয়োজনে সাব টাইটেল লাগিয়ে দেখি।আর সবচেয়ে বেশি দেখা যায় সেই মুভি গুলো যেগুলোর রিভিউ অনেক পজেটিভ পাই।তো যাইহোক কয়েকদিন থেকে একটি মুভি বেশ হাইপ তৈরি করেছে।সবাই বেশ প্রশংসা করছে,তো সেই জন্য ডাউনলোড করে দেখতে বসা।এবং মুভিটি কাল রাতেই দেখেছি।দেখার পর মনে হয়েছে মুভিটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করায় যায়।আমি জীবনে অনেক সারভাইভাল মুভি দেখছি এবং হলপ করে বলতে পারি fall তার মধ্যে অন্যতম।কি ছিল না মুভিতে দারুন সিনেমোটোগ্রাফি,গা ছমছম করে বিজিএম আর বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। তো যাইহোক এদিকে আর বেশি কথা না বাড়াই সরাসরি রিভিউ এ চলে যাই।


Screenshot_2022-09-23-06-17-22-30_7a4090f09f6554852d748ee9fd6f40d3.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মুভির গুরুত্বপূর্ণ তথ্য:


মুভির নামFall
রিলিজ২০২২
জনারসারভাইভাল,থ্রিলার
পরিচালকস্কট মানন
অভিনয়েগ্রেস কারলিন,ভার্জিনিয়া গার্ডনার, ম্যাসন গুডিং, জেফ্রে ডিন
দেশআমেরিকা,ইংল্যান্ড
ভাষাইংরেজি
রান টাইম১০৭ মিনিট
বাজেট3$ মিলিয়ন
বক্স অফিস১৩.৩$ মিলিয়ন
আইএমডি৬.৪/১০

Screenshot_2022-09-23-06-17-39-35_7a4090f09f6554852d748ee9fd6f40d3.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


রিভিউ


Fall (2022)


#no_spoiler


মুভির প্রথমেই দেখতে পারবেন তিনজন এডভেঞ্চার প্রিয় মানুষ একটি বিশাল খাড়া পাহাড় পাড়ি দিচ্ছে।তার হলেন হান্টার,বেকি এবং বেকির হাজব্যান্ড ড্যান।কিন্তু হটাৎ করে অসাবধানতার ফলে পড়ে গিয়ে মৃত্যু হয়ে বেকির স্বামী ড্যানের।এবং ড্যানের এমন মৃত্যুতে পুরো ভেঙে পড়ে বেকি।আর এভাবেই চলে যায় 57 টা সপ্তাহ।কিন্তু বেকি তবুও নিজেকে সামলে নিতে পারে নাই।এমনকি হতাশার চরম পর্যায়ে গিয়ে শেষমেষ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়।ঠিক তখনি আবারও আবির্ভাব হয় হান্টার এর, এক নতুন অ্যাডভেঞ্চরের ঠিকানা নিয়ে যেটা কিনা 2000 ফিট উঁচু টাওয়ারের চূড়ায় পাড়ি দেওয়ার।কিন্তু বেকি মানুষিক ভাবে এতই বিপর্যস্ত ছিল যে,হান্টারের কথায় সে রাজি হতে চাচ্ছিল না।কিন্তু পরে হান্টার এর কথায় রাজি হয়ে সেই অ্যাডভেঞ্চােরে বেরিয়ে পড়ে এবং সেই 2000 ফিট উঁচু টাওয়ারের উপরেও উঠতে সফল হয়।


Screenshot_2022-09-23-06-17-54-90_7a4090f09f6554852d748ee9fd6f40d3.jpg

Screenshot_2022-09-23-06-18-04-13_7a4090f09f6554852d748ee9fd6f40d3.jpg

Screenshot_2022-09-23-06-18-08-75_7a4090f09f6554852d748ee9fd6f40d3.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


কিন্তু আসল কাহিনী শুরু হয় তারপর থেকে।একবার ভাবুন 2000 ফিট উপরে আপনি আর সেখান থেকে নিচে দেখছেন!ভাবতেই রীতিমত হাত পা কাপা শুরু হয়ে যাবে।এবং একটু আগেও যে মেয়েটা আত্মহত্যার জন্য চেষ্টা করেছিল সেও ভাবছে কীভাবে বেচে ফেরা যায়।এবং রীতিমত উপরে গিয়ে একবারে অসহায় হয়ে পড়ে তারা।এবং নিচে নামার কোনো পথ খোলা নেই তাদের সামনে এমত অবস্থায় তাদের বেচে থাকার রসদ ও পরে যায় নিচে।এবং এমন অবস্থায় তারা কি আদৌ বেচে ফিরতে পারবে।এবং সেটা জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে শেষ পর্যন্ত।


Screenshot_2022-09-23-06-18-44-09_7a4090f09f6554852d748ee9fd6f40d3.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


ব্যাক্তিগত মতামত:


যারা প্রতিমুহূর্তে এক্সাইটমেন্ট এর পাশাপাশি থ্রিল এর মজা নিতে চান তাহলে অবশ্যই মুভিটি দেখতে পারেন।এছাড়াও পরিচালক এর সুন্দর উপস্থাপনা কালার গ্রেডিং,সাউন্ড, বিজিএম,অভিনয় সহ দারুন ছিল।এবং হাইট ফোবিয়ার কনসেপ্ট গুলোকে এত সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে সেটা সত্যিই দারুন।তাই সব মিলিয়ে আপনি যদি কেবল আনন্দ উপভোগ এর জন্য দেখতে চান তাহলে আপনার জন্য সেরা একটি মুভি হবে নিঃসন্দেহে।


পার্সোনাল রেটিং: ৭/১০


ট্রেইলার:



[বি: দ্রঃ স্ক্রিনশট গুলো মোবাইল থেকে ধারণ করা]


Sort:  
 3 years ago 

আমিও অনেক মুভি দেখি ভাইয়া।আপনার সারভাইভাল মুভির রিভিউ আমার কাছে খুব ভাল লেগেছে। আমার ছবিটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে থ্রিলার ছবি। থ্রিলার আমার খুবই পছন্দ। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যা ভাই থ্রিল তো একটু আছেই তবে মূলত এটি সারভাইভাল মুভি।আর দেখলে আশা করি নিরাশ হবেন না ভালই লাগবে।

 3 years ago 

হয়তো এই মুভিটা আমি কোনদিন দেখি নাই তবে আপনি এত সুন্দর করে যে তার রিভিউ করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ইচ্ছে জাগলো দেখার জন্য। তবে এখন তো দেখার সময় নেই কোন একসময় সময় সাপেক্ষে দেখব। আর যাই হোক বেশ ভালো লাগলো আপনার মুভি রিভিউ এর প্রসেস দেখে।

 3 years ago 

হ্যা ভাই সম্প্রতি রিলিজ হয়েছে।আর নিসন্দেহে দেখেতে পারেন।দুর্দান্ত সিনেমাটগ্রাফি আপনাকে দারুন এক্সাইটমেন্ট দিবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110836.75
ETH 4311.34
USDT 1.00
SBD 0.82