শেষ বলে কিছু নাই,শেষ থেকেই নতুন পথচলার শুরু

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 19 September,2022
আজ ০৪ ভাদ্র,১৪২৯ বঙ্গাব্দ


IMG_0192.JPG

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


অবশেষে দীর্ঘ এক পথচলার সমাপ্তি।দেখতে দেখতে কিভাবে যে চারটা বছর পার করলাম বুঝেই উঠতে পারলাম না।এখন মনে হচ্ছে এইতো সেদিন দিনাজপুরে আসলাম ডিপ্লোমায় ভর্তি হইলাম আর আজকে শেষ লগ্নে দাড়িয়ে।সময়টা বড্ডো তাড়াতাড়ি ফুরিয়ে গেল।মনে হচ্ছে সময়টা যদি শেষ না হইতো, পথচলাটা যদি আরো কিছুদিন থাকতো তাহলে মনে হয় ভালই হইতো।কিন্তু কি আর করার চলে তো যেতেই হবে আর এটাই নিয়ম।নতুনের আহ্বানে সবসময় পুরাতনকে বিদায় নিতে হয় হয়তো এ জন্যই চলে যাওয়া।এই চলে যাওয়ায় মানে শেষ নয় এই চলে যাওয়ায় মানে নতুনের দিগন্তে নতুন স্বপ্নে পাড়ি দেওয়ার সময়।তবে জীবনের এই পথচলায় এই চার বছর যে দাগ কেটে গেছে সেটাও কখনো ভুলার নয়।


IMG_0235.JPG

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এই চার বছরের পথ চলায় প্রিয় ক্যাম্পাসে কত স্মৃতি কত ইতিহাস সব এখন ধুলো জমা ডায়রির এক কোনে পড়ে থাকবে।এই পথচলায় কত বন্ধু কত ছোট ভাই আছে সেসব কথা এখন ভাবতেই গা শিউরে উঠে। যারা এই চারটি বছরের পথচলায় সঙ্গী হিসেবে ছিল আর কিছুদিনের ব্যাবধানে তারাও দুরুত্বের কপট আহ্বানে ক্রমান্বয়ে সরে যাবে।এই চার বছরের পথচলায় কি পেলাম আর কি পেলাম না সেই হিসেবে নাহয় পড়ে থাক ধুলো জমা জীবনের পাতায়।তবে যেটুকু পেয়েছি সেটুকুর যোগ্য আমি কখনোই ছিলাম না।শিক্ষক থেকে শুরু করে প্রিও বন্ধু গুলা কে ছিলো না জীবনে।সবার ভালোবাসায় অনেকটা ধন্য আমি।বন্ধুগুলার সাথে কত মান অভিমান তারপর আবারও একসাথে পথচলা এইসব সুখকর স্মৃতিগুলা ভাবতেই চোখে জল ছলছল করে।কত রাতজাগা নির্ঘুম রাত,বন্ধুদের সাথে শখের বসে সিগারেটে সুখটান,দেরি করে ক্লাসে গিয়ে ক্লাস না করে ঘুরতে যাওয়া সেসব ঘটনা এখন কেবলই অতীত।তবে ভাবতেই ভালো লাগে জীবনে এমন কিছু বন্ধু ছিল যাদের কারণে এই বন্ধুর পথটা পাড়ি দিতে পেরেছি।হয়তো এখনো অনেকদূর পথ পাড়ি দেওয়া বাকি।হয়তো জীবনে আরো অনেক বন্ধু আসবে কিন্ত এখন যারা ছিল তাদের মত কেউ আসবে না।আমি মনে করি আমি আমার জীবনের স্বর্ণালী সময়টা ইতিমধ্যে পার করে ফেলেছি।এখন হয়তো জীবিকার তাগিদে দায়িত্ব এসে পড়বে কাধে ব্যস্তময় জীবনে হয়ে যাবো রোবোটিক মানব।শত ব্যস্ততার মাঝে সবকিছু ভুলে যাবো তবে মনে পড়বে আবারও এই দিনগুলো।যাইহোক আজকে এত কিছু লেখার মূল উদ্দেশ্য ছিল কালকে ডিপ্লোমা জীবনের শেষ পরীক্ষাটাও দিয়ে ফেললাম।যদিও আনুষ্ঠানিক বিদায় অনেক আগেই হয়ে গেছে কিন্তু তখনও এতটা ভাবিনি।কালকে যখন শেষ পরীক্ষাটা দিতে গেছিলাম তখন খালি মনে হচ্ছিল এটাই বোধয় শেষ।তবে এটা সত্যি শেষ বলে কিছু নেই,শেষটা একটা নতুন পথচলার শুরু মাত্র।


IMG_0190.JPG

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যাইহোক পথচলার আজ অব্দি এসেছিল সবই উপর ওয়ালার ইচ্ছে।তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেই শুরু করতে চাই জীবনের বাকি পথ চলা।এই পথ চলায় হয়তো অনেক অভিযোগ অনুযোগ আছে কিন্তু এই বিদায় বেলায় সেই দুঃসহ স্মৃতি মনে করে আর নিজেকে পোড়াতে চাই।আর কারো প্রতি কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই।সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই চাওয়া।



image source



Sort:  
 2 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন শেষ বলে কিছু নেই দীর্ঘ চার বছরের সফলতার উত্তীর্ণ সার্টিফিকেট পেয়ে গেলেন ।হয়তো এই চার বছরে অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। জীবনের তাগিদে আবার তাদের রেখে দূরে কোথাও যেতে হবে এটাই বাস্তবতা। আপনার পথ চলা শুভ হোক সেটাই কামনা করি।

 2 years ago 

হুম ভাই।তবে সার্টিফিকেট এখনও পাই নাই। সবে তো ফাইনাল পরীক্ষা দিয়ে শেষ করলাম।দোয়া করবেন যেন জীবনের বাকি পথটুকু সাফল্যের সাথে পারি দিতে পারি।

শিরোনামটা অসাধারণ দিয়েছেন। আর আপনার লেখার ধরন সবসময় অনেক চমৎকার হয়। একটা ভালো লাগা কাজ করলো লেখাগুলো পড়তে। নতুন দিগন্তের পথে পা বাড়াতে চলেছেন। এখনো বাস্তবতা দেখা বাকি অনেক। আশা করি সব বাধা-বিপত্তি অতিক্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছে যাবেন একদিন। শুভ হোক আগামীর পথ চলা।

 2 years ago 

হ্যা ভাই।
জীবন মঞ্চের এই নাটকে আরো কত কি যে দেখতে হবে উপর ওয়ালায় জানে।তবে দোয়া রাখবেন ভাই যেনো আলোর সন্ধান খুঁজে পাই।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন শেষ বলে কিছুই নেই। আসলে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের জীবনে কত কিছু শেষ হয় সেই শেষটাকে নিয়ে বসে থাকলে কি চলে না আবার নতুন করে শুরু করতে হয় জীবনে বেঁচে থাকতে হলে। তবে ভাইয়া আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। দীর্ঘ চার বছর পর অনেক কষ্ট করেই সার্টিফিকেট অর্জন করেছেন। আপনি জীবনে অনেক দূর এগিয়ে যান এই কামনা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আমরা যেখানে শেষ মনে করে,মূলত সেটা শেষ না।সেটা হলো আরেকটা স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রা।আর দোয়া রাখবেন আপু আমার জন্য।যেনো কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারি।

 2 years ago 

ভাইজান, আপনার পোষ্টের শিরোন নামটা অসাধারণ হয়েছে। আমি আশা করি আপনি দের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চার বছরে লেখাপড়া করার একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন। আর আপনার এই চার বছরের ছাত্র জীবনে হয়তো অনেক বন্ধু হয়েছে আপনার। কিন্তু জীবিকার সন্ধানে হয়তো আপনারা সবাই এক এক জন এক এক স্থানে চলে যাবেন, আর এটাই জীবনের চরম বাস্তবতা। যাহোক ভাইয়া আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।আর অবশ্যই দোয়ায় রাখবেন যেনো ভবিষ্যতে কিছু একটা করতে পারি।

ঠিকই বলেছ ভাই শেষ বলতে আসলে কিছুই নেই শেষ হচ্ছে নতুন করে শুরু করার একটা মাধ্যম। দোয়া করি যাতে তুমি ভালো একটা ফলাফল নিয়ে ডিপ্লোমা লাইফ শেষ করতে পারো। এবং ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাও। শুভকামনা রইল 🥀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41