ডিম ভাজি ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ রাতে রান্না করলাম ডিম ভুনা।আমার মেয়ে ডিম খেতে খুব পছন্দ করে। আমার ও ডিমের যে কোনো রান্না খুব ভালো লাগে।তা সে ডিম ভাজি হোক বা ডিমের ঝোল। আজ আমি ডিমের ভুনা করেছি যেটা খুব ই সুস্বাদু হয়েছে।
কথা বাড়িয়ে আর কাজ নেই আসুন রান্না র পদ্ধতি দেখে নেওয়া যাক।

20210830_214148.jpg

ধাপ:১ ডিম রান্না করার জন্য আমি ৪টি ডিম নিলাম।আপনারা যে কোনো পরিমান নিতে পারেন।

20210830_201029.jpg

ধাপঃ২
এবার একটি একটি করে ডিম নিয়ে সে গুলো নুন ,হলুদ দিয়ে
ভালো করে ফেটে ভেজে নিলাম।

20210830_210203.jpg

20210830_210214.jpg

ধাপ:৩

এবার কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তুলে রেখে দিলাম।

20210827_115615.jpg

ধাপ:৪

এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা ,আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষন কসিয়ে নিলাম।

20210830_212424.jpg

20210830_212425.jpg

ধাপ :৫

এবার কড়াইয়ে আলু দিয়ে কসিয়ে নিলাম।

20210830_212620.jpg

20210830_212506.jpg

20210830_212621.jpg

ধাপ:৬

এখন কসানো আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন ,হলুদ দিয়ে দিলাম।

20210830_212757.jpg

20210830_212759.jpg

20210830_213334.jpg

20210830_213342.jpg

ধাপ:৭

জল ফুটে এলে কড়াইয়ে দিয়ে দিলাম ভাজা ডিম ।

20210830_213423.jpg

20210830_213425.jpg

20210830_213934.jpg

20210830_213935.jpg

ধাপ:৮

এখন ঝোল গাড়ো হয় এলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলাম।

20210830_214148.jpg

20210830_214147.jpg

20210830_214140.jpg

20210830_214139.jpg

রান্না হয়ে গেল ভাজা ডিম ঝোল ।এভাবে রান্না করে খেয়ে দেখুন আশাকরি সবার ভাল লাগবে।

Sort:  

অনেক সুস্বাদু সিম্পল রেসিপি।খুব সুন্দর হয়েছে।রেসিপির কালার বেশ লোভনীয় লাগছে।মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে।

আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনি খেয়ে দেখুন আশাকরি ভাল লাগবে

 3 years ago 

দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে, খেতে অবশ্যই সুস্বাদু হবে। ইনশাআল্লাহ একদিন ট্রাই করবো।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর মানের রেসিপি এটি। খুব সহজেই তৈরি করতে পেরেছেন একটি। অল্প সময় এবং অল্প পরিশ্রমে তৈরি করা যায় এই রেসিপিটি
অতঃপর শুভকামনা অবিরাম সুন্দর এই রেসিপিটি এর জন্য

 3 years ago 

এই রেসিপিটি আমার কাছে ভালো লাগে, কারন এটা কিছুটা ভিন্ন ধরনের রেসিপি। ডিমগুলোকে আগে ভেজে তারপর রান্না। তবে আমাদের বাড়ীতে আলু না দিয়ে বেশী করে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়। খেতে বেশ লাগে আমার কাছে। ধন্যবাদ

 3 years ago 

ডিম ভাজির তরকারি আমার কাছে খুবই পছন্দের। আমার অনেক প্রিয় একটি খাবার। যে দিন বাড়িতে এই খাবার রান্না করে সেদিন আমার কাছে ঈদ ঈদ মনে হয়। 🤣🤣

আপনার রেসিপি টা বেশ সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আপনার উপস্থাপনা খুবই সুন্দর

 3 years ago 

খুব সুন্দর রেসিপি।দেখে মন ভরে যায়।ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49