খেয়াল বাবুর আজকের আঁকা ছবি( চাঁদনী রাতে পাহাড়ের ছবি)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নানারূপে প্রকৃতি আমাদের দান করেছে দুহাত ভোরে। সেই পেঅকৃতি আবার আমাদের কাছে ধরা দিয়েছে নানা রূপ লাবণ্য নিয়ে। কবি সাহিত্যিক গল্প , কবিতা, ভ্রমণকাহিনী তে ফুটিয়ে তুলেছেন প্রতিকৃতির বিভিন্ন রূপ। তেমনি আবার চিত্রশিল্পী প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরেছেন তাদের তুলির আঁচড়ে।
সে সব চিত্রশিল্পী রা তাদের মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করেছেন এক একটা কালজয়ী চিত্র। প্রকৃতির ছবি সব সময় একটা আলাদা মোহ সৃষ্টি করে ।

খেয়ালবাবু ছোটো হলেও ছবি আঁকতে বললে সে সবসময় প্রকৃতির ছবি আঁকতে বেশি পছন্দ করে । আমাকে বলে" মা তুমি কি জানো landescape , পাহাড় , নদী , গাছপালা এসব অকলে কত সুন্দর হয়। তাই আজ যখন বললাম বাবা একটি ছবি আঁকো তো তখন সে একটি চাঁদনী রাতে র আকাশ , চাঁদ এর একটি দৃশ্য একে ফেললো।

খেয়ালের আঁকা ছবি

20211006_195527.jpg

চিত্র:১

20211006_191142.jpg

চিত্ৰ:২
20211006_195339.jpg

চিত্র:৩
20211006_195337.jpg

ছবি: চাঁদনী রাত
ছবির উপকরণ: রং পেন্সিল, পেন্সিল, আর্ট পেপার
ছবি তোলার ডিভাইস: Samsung S20 ultra
আশাকরি ছবি টি সবার ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

খেয়াল বাবু ত ঠিকই বলেছেন দিদি।ও একজন প্রকৃতি প্রেমিক আমার মা মনি।আর ওর ছবি যে এত সুন্দর হয়েছে তা বলার ভাষা হারিয়ে ফেলিছি। আশীর্বাদ করি ও অনেক বড় হোক। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ , আমাদের ,9কে আশীর্বাদ করো।

 3 years ago (edited)

খেয়াল বাবুর হাতে চাঁদনী রাতে পাহাড়ের দৃশ্য টি খুবই সুন্দর ও মন মুগ্ধকর অংকন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অঙ্কন দেখে মনে হচ্ছে পাহাড়ের চাঁদনিরাত আমাদেরকে কিছু বলতে চায়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দয়া করে নামটা একটু ভালো করে পড়বেন। ওর নাম খেয়াল ।

 3 years ago 

আমি গভীর ভাবে দুঃখিত জানাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 3 years ago 

খেয়াল বাবুর চাঁদনী রাতের ছবিটি অনেক সুন্দর হয়েছে দিদি।
মাশাআল্লাহ ছোট থেকেই প্রকৃতির প্রতি এতো ভালোবাসা সত্যিই অসাধারণ।

 3 years ago 

বাচ্চারা সত্যিই প্রকৃতির ছবি খুব বেশি আঁকতে পছন্দ করে। অনেক চমৎকার করে এঁকেছে এই প্রকৃতির ছবিটি এবং রং করার মাধ্যমে ব্যাপারটি খুব সুন্দর করে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের উপমহাদেশ দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন সৃষ্টিকতা প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে করে তুলেছেন সম্পূর্ণা, অনন্যা । মনে হয় বিচিত্ৰবেশী এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃতিপ্রেমে উৎফুল্ল মন তাই ছুটে চলে দিক বেদিক।সবশেষ বলতে হবে চিত্রটি অত্যন্ত সুন্দর হয়েছে যাতে প্রকৃতির দৃশ্য ফুটে উঠেছে।শুভকামনা রইল💗

 3 years ago 

আসলে বাচ্চারা যখন সুন্দর কিছু করে তখন সত্যিই খুব আনন্দ লাগে। খেয়াল বাবুর অংকন সত্যিই খুব সুন্দর হয়েছে। শুভ কামনা রইল সাথে অনেকগুলো চকলেটের 🍫 ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59634.64
ETH 2590.21
USDT 1.00
SBD 2.47