দীপাবলির সন্ধ্যা
শুভ দীপাবলী,
আশাকরি সবাই ভালো আছেন বন্ধুরা। গতকাল ছিল দীপাবলী। যদিও এবার দীপাবলী আমার একটু অন্যরকমভাবে কেটেছে । তারপর ও চেষ্টা করেছি কিছুটা হলেও পালন করার। এখানকার একটি সুপার শপ থেকে কয়েকটি প্রদীপ কিনেছিলাম সন্ধ্যা র দিকে সেগুলো সব জ্বালিয়ে দিলাম। খেয়াল খুব বায়না করছিল তারা বাজি কেনার জন্য কিন্তু দিল্লী তে বাজি বিক্রি ও প্রজ্জ্বলন করা নিষিদ্ধ। তাই সচরাচর বাজি কিনতে পাওয়া যায় না। খেয়াল কে নিয়ে কাছের একটা ডিপার্টমেটাল স্টোরে গেলাম কিন্তু সেখানেও পেলাম না। কি র করা দুজনই গোমড়া মুখে ফিরে আসলাম।
সন্ধ্যার দিকে আমি আর খেয়াল বেরোলাম আসে পাশের বাড়ির আলোকসজ্জা দেখার জন্য। রাস্তা ধরে অনেক দূর হতে চললাম । দেখলাম সব বাড়ি ,রাস্তা ঘাট সেজে উঠেছে আলোক সজ্জায়। প্রত্যেকটি বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে।লইটিং তো আছেই।
বিগ বাজার থেকে প্রদীপ গুলো কিনেছিলাম সেগুলো দিয়েই সাজানোর চেষ্টা করলাম।
প্রদীপগুলো পিঙ্ক কালারের হওয়ায় খেয়াল বাবুর খুব পছন্দ হয়েছিল।
![20211104_182743.jpg](https://cdn.steemitimages.com/DQmeJWQQwpEr7qeheq4oKvuDkf9q3ffazWA2xu6soQqFJec/20211104_182743.jp
প্রত্যেকটি এইরকম ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল যে দেখতে অসাধারণ লাগছিলো।
একটি বাড়ির গেট এর আলোকসজ্জা।
দীপাবলির রাতে অনেকে আবার ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছিল আনন্দ করে গান করছিল।
বাড়িতে বসেই দীপাবলির রাতে দিল্লি র দীপাবলী উপভোগ করলাম। বাড়ির সামনের রাস্তায় ছোট, বড় সবাই মিলে বাজি ফুটাচ্ছিলো সে গুলো দেখলাম। বাজি ফাটানো মোটামুটি সারা রাত ধরে চলতে থাকলো। এমনকি দীপাবলির রেশ এখনো কাটেনি। এভাবেই আমাদের এবারের দীপাবলী উদযাপন করলাম।
দীপাবলী তে একটাই প্রার্থনা সবার জীবনে র
সকল অন্ধকার কাটিয়ে ভোরে উঠুক আলোয় আলোয়।
ছবি:দীপাবলী
স্থান: দিল্লী, ভারত
ছবি র ডিভাইস: SamsungS20 ultra
ছবি তোলার তারিখ: ৪ নভেম্বর, ২০২১
আপু আপনার প্রদীপ গুলো দেখতে খুব সুন্দর লাগছে ।আগুনটা এমন ভাবে জ্বলছে একেবারে জ্বলজ্বল করছে। বাইরের গেটের আলোকসজ্জাটাও অনেক ভালো লাগছে। আপনাদের এই দিনটা অনেক মজা হয় তাইনা আপু ?খুব সুন্দর ভাবে আলো জ্বালিয়ে অনেক মজা করে আপনার দিনটা পালন করেন দেখতে ভালো লাগে ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ, খুব মজা হয় দীপাবলিতে খুব মজা হয়। আলোয় আলোয় চারিদিক ভোরে ওঠে।
আপনাকেও জানাই দীপাবলীর শুভেচ্ছা। আপনি খুব কষ্ট করে দীপাবলি আলোকসজ্জার অনুষ্ঠান আয়োজন করেছেন। জীবনের প্রতিটি মুহূর্তে আজকে সন্ধ্যার মতন হাসিখুশি আনন্দে থাকবেন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
অনেক ধন্যবাদ।
আপু আপনার প্রদীপ গুলো দেখতে যে কতটা সুন্দর লাগছে তা বলে বুঝাতে পারবোনা। খেয়াল বাবু যেমন প্রদীপের কালার দেখে খুশি হয়েছে ঠিক তেমন আমিও খুব খুশি হয়েছি। কিযে ভালো লাগছে টেবিল প্রদীপ সাজানোটি! আর গেইট সাজানোটিও বেশ দারুণ।
অনেক ধন্যবাদ।শুভ দীপাবলী।
শুভ দীপাবলি দিদি , অসাধারণ সুন্দর হয়েছে আপনার এই পোস্টটি দয়া করে আমার খুবই ভালো লাগলো। দীপাবলি ফটোগ্রাফি গুলো অসাধারন এবং অতুলনীয় হয়েছে। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
শুভ দীপাবলি , অনেক ধন্যবাদ।
হ্যাঁ দিদি ঠিক বলেছেন দীপাবলীর রেশ দীপাবলীর পরেও কয়েকদিন থাকে। আর সারারাত জেগে বাজি পোড়ানোর তো মজাই আলাদা। আর ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছেন!! দেখে মন ভরে গেল।
অনেক ধন্যবাদ ভাই