দীপাবলির সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দীপাবলী,
আশাকরি সবাই ভালো আছেন বন্ধুরা। গতকাল ছিল দীপাবলী। যদিও এবার দীপাবলী আমার একটু অন্যরকমভাবে কেটেছে । তারপর ও চেষ্টা করেছি কিছুটা হলেও পালন করার। এখানকার একটি সুপার শপ থেকে কয়েকটি প্রদীপ কিনেছিলাম সন্ধ্যা র দিকে সেগুলো সব জ্বালিয়ে দিলাম। খেয়াল খুব বায়না করছিল তারা বাজি কেনার জন্য কিন্তু দিল্লী তে বাজি বিক্রি ও প্রজ্জ্বলন করা নিষিদ্ধ। তাই সচরাচর বাজি কিনতে পাওয়া যায় না। খেয়াল কে নিয়ে কাছের একটা ডিপার্টমেটাল স্টোরে গেলাম কিন্তু সেখানেও পেলাম না। কি র করা দুজনই গোমড়া মুখে ফিরে আসলাম।

সন্ধ্যার দিকে আমি আর খেয়াল বেরোলাম আসে পাশের বাড়ির আলোকসজ্জা দেখার জন্য। রাস্তা ধরে অনেক দূর হতে চললাম । দেখলাম সব বাড়ি ,রাস্তা ঘাট সেজে উঠেছে আলোক সজ্জায়। প্রত্যেকটি বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে।লইটিং তো আছেই।

20211104_182729.jpg

বিগ বাজার থেকে প্রদীপ গুলো কিনেছিলাম সেগুলো দিয়েই সাজানোর চেষ্টা করলাম।
প্রদীপগুলো পিঙ্ক কালারের হওয়ায় খেয়াল বাবুর খুব পছন্দ হয়েছিল।
20211104_182728.jpg

![20211104_182743.jpg](https://cdn.steemitimages.com/DQmeJWQQwpEr7qeheq4oKvuDkf9q3ffazWA2xu6soQqFJec/20211104_182743.jp
20211104_175757.jpg
প্রত্যেকটি এইরকম ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল যে দেখতে অসাধারণ লাগছিলো।

20211104_202331.jpg
একটি বাড়ির গেট এর আলোকসজ্জা।

20211104_202309.jpg

20211104_182726.jpg

20211104_203538.jpg
দীপাবলির রাতে অনেকে আবার ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছিল আনন্দ করে গান করছিল।
20211104_203547.

20211104_203610.jpg

20211104_203542.jpg

বাড়িতে বসেই দীপাবলির রাতে দিল্লি র দীপাবলী উপভোগ করলাম। বাড়ির সামনের রাস্তায় ছোট, বড় সবাই মিলে বাজি ফুটাচ্ছিলো সে গুলো দেখলাম। বাজি ফাটানো মোটামুটি সারা রাত ধরে চলতে থাকলো। এমনকি দীপাবলির রেশ এখনো কাটেনি। এভাবেই আমাদের এবারের দীপাবলী উদযাপন করলাম।

দীপাবলী তে একটাই প্রার্থনা সবার জীবনে র
সকল অন্ধকার কাটিয়ে ভোরে উঠুক আলোয় আলোয়।

ছবি:দীপাবলী
স্থান: দিল্লী, ভারত
ছবি র ডিভাইস: SamsungS20 ultra
ছবি তোলার তারিখ: ৪ নভেম্বর, ২০২১

Sort:  
 3 years ago 

আপু আপনার প্রদীপ গুলো দেখতে খুব সুন্দর লাগছে ।আগুনটা এমন ভাবে জ্বলছে একেবারে জ্বলজ্বল করছে। বাইরের গেটের আলোকসজ্জাটাও অনেক ভালো লাগছে। আপনাদের এই দিনটা অনেক মজা হয় তাইনা আপু ?খুব সুন্দর ভাবে আলো জ্বালিয়ে অনেক মজা করে আপনার দিনটা পালন করেন দেখতে ভালো লাগে ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ, খুব মজা হয় দীপাবলিতে খুব মজা হয়। আলোয় আলোয় চারিদিক ভোরে ওঠে।

 3 years ago 

আপনাকেও জানাই দীপাবলীর শুভেচ্ছা। আপনি খুব কষ্ট করে দীপাবলি আলোকসজ্জার অনুষ্ঠান আয়োজন করেছেন। জীবনের প্রতিটি মুহূর্তে আজকে সন্ধ্যার মতন হাসিখুশি আনন্দে থাকবেন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার প্রদীপ গুলো দেখতে যে কতটা সুন্দর লাগছে তা বলে বুঝাতে পারবোনা। খেয়াল বাবু যেমন প্রদীপের কালার দেখে খুশি হয়েছে ঠিক তেমন আমিও খুব খুশি হয়েছি। কিযে ভালো লাগছে টেবিল প্রদীপ সাজানোটি! আর গেইট সাজানোটিও বেশ দারুণ।

 3 years ago 

অনেক ধন্যবাদ।শুভ দীপাবলী।

 3 years ago 

শুভ দীপাবলি দিদি , অসাধারণ সুন্দর হয়েছে আপনার এই পোস্টটি দয়া করে আমার খুবই ভালো লাগলো। দীপাবলি ফটোগ্রাফি গুলো অসাধারন এবং অতুলনীয় হয়েছে। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

শুভ দীপাবলি , অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ দিদি ঠিক বলেছেন দীপাবলীর রেশ দীপাবলীর পরেও কয়েকদিন থাকে। আর সারারাত জেগে বাজি পোড়ানোর তো মজাই আলাদা। আর ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছেন!! দেখে মন ভরে গেল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88139.36
ETH 3066.37
USDT 1.00
SBD 2.76