আজ দুপুরের মেনু ( মূলো দিয়ে পারশে মাছ ঝোল)

in আমার বাংলা ব্লগ3 years ago

আমাদের দক্ষিণ খুলনার খুব জনপ্রিয় একটি মাছ পারশে।
পারশে মাছ খুব সুস্বাদু।ভাজা অথবা ঝোল যে কোন সব রকম ভাবেই অসাধারন লাগে।আজ আমি রান্না করলাম মূলো দিয়ে।
বেগুন আর মূলো বেশি ভাল লাগে কিন্তু বাড়িতে আজ বেগুন
ছিল না তাই একটা আলু কেটে মূলো দিয়ে রান্না করলাম।
খেতে মন্দ হয় নি।
এবার রান্না টি শুরু করা যাক।

20210827_122030.jpg

উপকরন :
পারশে মাছ,
মূলো
আলু
কাচা মরিচ
নুন
হলুদ
তেল

ধাপ:১
প্রথমে মূলো, আলু কেটে ধুয়ে নিলাম।

20210827_114404.jpg

20210827_114403.jpg

ধাপ:২

এবার কড়াইয়ে তেল দিয়ে মাছে নুন,হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিলাম।

20210827_114247.jpg

20210827_114248.jpg

ধাপ:৩
এখন ভাজা মাছ গুলো আলাদা পাত্রে রেখে দিয়ে কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে উঠিয়ে
রাখলাম।

20210827_115616.jpg

20210827_115615.jpg

ধাপ:৪

এবার কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে মূলো আলু দিয়ে দিলাম।

20210827_115734.jpg

20210827_115736.jpg

ধাপ:৫

এবার হলুদ দিয়ে দিলাম এবং তারপর দুটি তেজপাতা ঝোল মধ্যে দিয়ে দিলাম।

20210827_115806.jpg

ধাপ:৬

এবার মূলো গুলো নরম হয় আসার পর তাতে মাছ গুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন ও কাচা মরিচ দিয়ে দিলাম।

20210827_121237.jpg

20210827_121233.jpg

20210827_121642(0).jpg

ধাপ:৭
এবার ঝোল গাড় হয়ে এলে নামিয়ে নিলাম।

20210827_122043.jpg

20210827_122041.jpg

এই তো খুব সহজেই হোয়ে গেল মূলো দিয়ে পারশে মাছ ঝোল।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে রেসিপিটি। পারশে মাছ আমার খুব পছন্দের।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ

 3 years ago 

মাছটি খুব সুস্বাদু, আমি সত্যিই এটির স্বাদ নিতে চাই।

 3 years ago 

তা হলে আমার রেচিপি অনুযায়ী রান্না করে খেয়ে দেখুন।

 3 years ago 

হ্যাঁ, আমি অবশ্যই এটি চেষ্টা করব।

 3 years ago 

দিদি কি খুলনার মেয়ে? আপনাদের ওখানকার পারশে মাছের অনেক সুনাম শুনেছি। আমার আম্মা এই মাছটা পছন্দ করে। আম্মা খুলনায় গিয়ে এই মাছটা খেয়েছিলো। আমি ছোটবেলায় কিছুদিন খুলনা ছিলাম। কিন্তু তখন মাছের কথা খুব একটা মনে পড়ে না। তবে ইদানীং এই মাছটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে ভালই হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ , আমি খুলনা র মেয়ে ।আর পারশে মাছে র স্বাদ অসাধারন যে খেয়েছে সেই জানে

 3 years ago 

মৌল এবং মাছের তরকারি বিশেষ করে শীতকালে খুব সুন্দর লাগে খেতে। রাতে রান্না করার পর সেই রেসিপিটি আপনি যদি সকালে ঠাণ্ডা অবস্থায় খেয়ে থাকেন তাহলে বুঝবেন এর আসল মজা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65