কাগজ দিয়ে ছাতা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন। একটা কাজে আটকে পড়েছিলাম তাই অনেক দিন কোনও পোস্ট করা হয় না। আজ আমি কাগজ দিয়ে ছাতা তৈরি করে কীভাবে সেটি আপনাদের সামনে উপস্থাপন করব।
আশুন তাহলে শুরু করা যাক কাগজ দিয়ে ছাতার মডেল তৈরি।

20210908_102805.jpg

20210908_100310.jpg

কাগজ দিয়ে ছাতা তৈরি করে করতে কিছু জিনিস আমাদের দরকার।সে গুলো হল: রঙিন কাগজ, কালার পেঞ্চিল , কাঁচি,গাম বা যে কোনও কাগজের আঠা।

20210908_095729.jpg

20210908_095734.jpg

20210908_095744.jpg

ধা:১
প্রথমে আমি একটি কমলা রঙের কাগজ নিলাম।আপনারা আপনাদের পসন্দ মতো যে কোনও কালার নিতে পারেন।
পেপার টি হতে একটু শক্ত।

20210908_095729.jpg
ধাপ:২
এবার কাগজ টিকে গোল করে কেটে মাজখান দিয়ে ভাগ করে নিলাম।

20210908_095824.jpg

ধাপ:৩
এরপর ভাগ করা কাগজ গুলো র সোজা অংশ টি ছোট ছোট খাজ করে কেটে নিলাম।

20210908_100116.jpg

20210908_095824.jpg

ধাপ:৪
এখন হাপ কাগজ টি একটি খাতা বা কাগজের উপর লাগিএ দিলাম।

20210908_100021.jpg

ধাপ:৫

এবার খাতার উপর লাগানো কাগজের উপর অন্য যে হাপ কাগজ টি ছিল সেটি মাঝ বরাবর ভাঁজ করে লাগিয়ে দিলাম।

20210908_100116.jpg

ধাপ:৬
এখন ছাতার লাঠি টি পেঞ্চিল দিয়ে একে নিলাম।

20210908_100210.jpg

ধাপ:৭
এবার ছাতার লাঠি টি আমি কালার পেঞ্চিলদিয়ে রং করে দিলাম।

20210908_100350.jpg

ধাপ:৮
এরপর আমি ছাতার উপরে কিছু মেঘ, নিচে কিছু ঘাস ও ফুল মেঘ থেকে বৃষ্টি পড়ছে একে ফেললাম।

20210908_102802.jpg

20210908_102804.jpg

20210908_102805.jpg

এভাবে আর্ট এবং ক্রাফট দুটোই একসাথে কমপ্লিট হয়ে গেল।

20210908_102805.jpg

Sort:  
 3 years ago 

ভালই বানিয়েছেন কাগজের ছাতা টি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য

 3 years ago 

আপনি কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ছাতা তৈরি করেছেন, এখন বর্ষাকাল, আর এ সময় একটা কাগজের ছাতা নিজে তৈরি করলে খারাপ হয় না 😃কখন কোথায় বৃষ্টি নামতে পারে বলা যায় নাকি বলেন🤪আপনার ছাতা টা একদিন দিয়েন বৃষ্টির দিনে মাথায় দিবোনি🙈
শুভ কামনা আপনার জন্যে অনেক সুন্দর করে আর্ট করেছেন

 3 years ago 

আপনাকে ও ধন্য সুন্দর মন্তব্য করার জন্য। উল্লেখ্য ছাতাটা আমি বানিয়েছি আর আর্ট করেছে আমার মেয়ে

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনারা ছাতা। আপনি এটা ভালো করেছেন যে বৃষ্টির মাধ্যমে বুঝিয়েছেন ছাতার গুরুত্ব কতটুকু অনেক শুভকামনা রইল আপনার জন্য। ‌‌্‌‌‌্‌‌‌্্‌‌‌্্্্‌‌‌্্্্্্্্‌‌‌্্্্্্্্্্্্্্্্‌

 3 years ago (edited)

আপনাকে ও ধন্যবাদ , এমন সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

খুব সুন্দর হয়েছে কাগজ দিয়ে ছাতা তৈরি। দারুন হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো

 3 years ago 

সুন্দর সুন্দর কমেন্ট করে উত্সাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ছাতা তৈরির কাজটি অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

অঙ্কনের সঙ্গে কাগজ দিয়ে ছাতা ।দারুণ হয়েছে।ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। কাগজ দিয়ে দিয়ে ছাতা বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60925.88
ETH 2688.98
USDT 1.00
SBD 2.46