দিল্লির কে এফ সি তে ভোজন পর্ব

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বাঙালি মানেই ভোজন রসিক। আমি বা আমরা যারা বাঙালি কেউ তার ব্যতিক্রম নই। কোনো কিছু ছুতো পেলেই চলো যাই খেয়ে আসি।কারণ একটাই খাওয়া দাওয়া খুব একটা ভালো হচ্ছে না। মাছ , মাংস বেশি পাওয়া যায় না আর জোগাড় করাটাও বেশ কঠিন বেপার। তা হলেও আমরা বাঙালি রা যেখানে যাই মাছ খুঁজি, মাছ ছাড়া আমাদের চলেই না। এখানকার মানুষ জন খুব একটা মাছ খায় না তাই মাছ ঠিক মতো পাওয়াও যায় না।

সকাল থেকেই সব্জিওয়ালা রা গান জুড়ে দেয় "এই লে লো লে লো সবজি লে লো"
তাদের কাছ থেকেই সবজি নিয়ে নেই কিন্তু মাছের খুব অকাল।
বিভিন্ন অনলাইন শপ থেকে কিছু মাছ , মাংস কেনা হয় আর তা দিয়েই চালানো হচ্ছে। তাই সুযোগ পেয়েই সেদিন দৌড় দিলাম কাছের একটি শপিং মলে।
সেখানে গিয়ে খুঁজতে লাগলাম কোথায় ঠিক আমাদের পরিচিত খাবার পাওয়া যায়। দেখলাম একটা কে এফ সি আছে ওখানে তাই আর দেরি না করে কে এফ সি তে ঢুকে পড়লাম। খেয়াল তো খুব খুশি হয়ে গেল শুধু খেয়াল এর কথা কি বলবো আমরাও বেশ পুলকিত হয়ে উঠলাম।
অর্ডার করা হলো , আশে পাশে দেখলাম বেশ কয়েকটি দোকান পাট ও আছে।

এর মধ্যে আবার খেয়াল এর জল পিপাসা পেয়ে গেল সে বারবার বলেই চলেছে জল খাবো জল খাবো । আমি তাকে জল আনতে পাঠিয়ে দিলাম ।
মোটামুটি দোষ পনেরো মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে গেল। এবং ওয়েটার এসে সার্ভ করে গেল ।
চিকেন পপকর্ন, চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিংক অর্ডার করা হয়ে ছিল। সবাই খুব তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো।

কে এফ সি র কয়েকটি ছবি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি।

চিত্র:১
20211028_184414.jpg

সকলের পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হচ্ছে।

চিত্র:২
20211028_184410.jpg
কিছুটা ভিড় ছিল বিধায় অর্ডার করতে কিছুটা সময় লাগছিলো।

চিত্র:৩
20211028_184451.jpg
খেয়াল বসে ওয়েট করছিল খাবারের জন্য।

চিত্র:৫
20211028_184504.jpg

চিত্র:৬
20211028_184651.jpg

চিত্র:৭
20211028_184800.jpg

চিত্র:৮
20211028_185356.jpg

চিত্র:৯
20211028_185412.jpg

যা হোক ভোজন পর্ব শেষ করে বেশ তৃপ্তি নিয়ে আমরা রাত ৮ টা নাগাদ আমাদের বাড়ির দিকে রওনা হলাম
কিন্তু মল থেকে বেরিয়ে দেখলাম অবাক কান্ড এরই মধ্যে রাস্তা ঘাট মোটামুটি সব শুনশান হয়ে গেছে। তেমন একটা যান চলা চল নেই। দিল্লিতে এই একটা প্রবলেম সন্ধ্যা শেষ হতে হতে সব কিছু মোটামুটি বন্ধ হয়ে যায়।
দেখলাম দুটো ব্যাটারি চালিত অটো আসছে ওতেই উঠে পড়লাম আর বাড়ি ফিরে আসলাম।

ছবি :কে এফ সি তে ভোজন
ছবির ডিভাইস: Samsung S20 ultra
ছবি তোলার তারিখ: ৩০ শে অক্টোবর ২০২১

Sort:  
 3 years ago 

খুবই আনন্দের সহিত ভজন পর্ব শেষ করলেন। এবং ভবনের পুরো গল্পটি শেয়ার করলেন আমাদের মাঝে।

আমিও এমন ভোজন পছন্দ করি। মাঝে মাঝে বন্ধুদের নিয়ে আমিও রেস্টুরেন্টে ভোজন করতে চাই।

কিন্তু সময়ের অভাবে। খুবই চমৎকার উপস্থাপনা

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রতিও রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা

 3 years ago 

কে এফ সি আমার ও অনেক বেশি পছন্দের। কিন্তু একটা কষ্টের ব্যাপার হলো আমাদের এখানকার মানে চট্টগ্রাম এর কে এফ সি র খাবার যে কি পরিমাণ খারাপ তা বলে বোঝানো সম্ভব না। একেবারেই মান ধরে রাখেনি তারা। তবে আপনার আপনাদের তৃপ্তির কথা শুনে মনে হচ্ছে ভালোই সেখানকার কে এফ সি।

 3 years ago 

হ্যাঁ, এখানকার কে এফ সি বেশ ভালো। আমার বেশ পছন্দের খাবার।বিশেষ করে চিকেন পপ কর্ন আমি বেশি পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54819.76
ETH 2295.81
USDT 1.00
SBD 2.31