কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

ফুল আমি খুব ভালোবাসি। ফুলের ছবি তোলাও আমার পছন্দের একটি কাজ। সুযোগ পেলেই ফুলের ছবি তুলে ফেলি।
আজ বিকেলে বেরিয়েছিলাম খেয়াল কে নিয়ে ঘুরতে আর কিছু কেনাকাটা করার ছিল পাশেই একটি ডিপার্টমেন্টাল স্টোর আছে সেখানে গেলাম।
সে দিন পায়েস রান্না করেছিলাম কিন্তু দারচিনি, বাদাম কিছুই দিতে পারিনি তাই আজ ভাবলাম আবার পায়েস রান্না করবো আর আজকে আমি দোকান থেকে যে করেই হোক দারচিনি, এলাচ কিনেই ছাড়বো। তাই খেয়াল কে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম । দোকানে যাওয়ার পথে একটা পার্ক আছে। পার্কে অনেক গুলো ফুলের গাছ আছে।
সব গুলো ফুলের নাম ও ঠিক মতো জানিনা আবার কিছু ফুলের নাম জানি। এখানকার ভাষায় আবার অন্য কি নাম বললো তা বুঝলাম না। চেষ্টা করলাম কিন্তু উদ্ধার করতে পারলাম না।

20211106_173013.jpg

এই ফুলকে আমরা বাংলায় কাঠ টগর নামে চিনি। কিন্তু এখানে সে অন্য নামে পরিচিত। তবে নামে কি আসে যায় দেখতে কিন্তু খুবই সুন্দর। সাদা রঙের ভিতর হালকা হলুদ রঙের সেড দেওয়া। কালার কম্বিনেশন টা খুব সুন্দর। আমাদের দেশের কাঠ টগর ফুল এর থেকে কিছুটা বড় হয়। আকারে ছোট বড় হলেও দেখতে একই রকম।

20211106_173046.jpg
কাঠ টগর ফুলের আর একটি ছবি।এই ছবিটি খেয়াল তুলেছে

20211106_173204.jpg
এই নয়ন তারা গুলো আকারে বেশ ছোট ছোট হয়। পাশের একটি বাড়ির সামনের বাগান থেকে ছবি টি তুলেছি। নয়নতারা ফুল দেখতে বেশ সুন্দর। বাড়ির সামনে ফুল গাছ থাকায় বাড়িটি ও খুব সুন্দর লাগছে। এখানকার প্রায় সব বাড়িতে কম বেশি ফুলের গাছ রয়েছে।

20211106_173213.jpg

আশাকরি ফুলের ছবি গুলো সবার ভালো লাগবে।

ছবি: ফুলের ছবি
ছবি র লোকেশন: দিল্লী
ছবির ডিভাইস: SamsungS20 ultra

Sort:  
 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি। এডিট করাটাও এক কথায় চমৎকার হয়েছে
কাঠগোলাপ কমবেশি অনেকেরই পছন্দ।

 3 years ago 

ভাই কোনো ছবি এডিটিং নয় ।

 3 years ago 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। প্রথম ছবিটির ফুলটিকে আমরা কাঠগোলাপ বলি। এই ফুলটি আমার খুবই পছন্দের একটি ফুল। এই ফুলের গাছ আমার বাগানে আছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছু সুন্দর ফুলের ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বলতে গেলে বলা যায় ছবিগুলোই তোলা হয়েছে যত্ন সহকারে। ক্যামেরাটাও ভালো ছিলো। পোস্টে লেখাগুলোও ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর একটি পোস্ট।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই খুবই সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আমিও আপনার মত ফুল অনেক পছন্দ করি। কাঠগোলাপ আমার খুবই পছন্দের,কাঠগোলাপের ঘ্রাণ টা খুবই মিষ্টি।ধন্যবাদ,আপনার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ফুল বরাবরই আমার খুবই পছন্দের। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

এই ফুলকে আমরা বাংলায় কাঠ টগর নামে চিনি।

আর আমাদের এইখানে আপু এই ক্যাপশনের ফুলকে বলে কাঠ গোলাপ। নাম যাই হোক, এই ফুলটি আমার অনেক বেশি পছন্দের। তার তার মিষ্টি রঙ টার কারণেই। আর নয়ন তারা তো সবার ই পছন্দের। সুন্দর ফটোগ্রাফী করেছেন আপু।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক সুন্দর ও জোস লেগেছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আমার খুব ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভালো থাকবেন।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি প্রথম ফটোগ্রাফি টা সত্যিই অসাধারণ হয়েছে। ফুলের ছবি তোলার আগ্রহ অনেক বেশি আপনার। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

হ্যাঁ, ঠিক বলেছেন ফুল আমার খুবই পছন্দের । আর ফুলের ছবি তুলতে ও আমি ভালোবাসি।
অনেক ধন্যবাদ।

বেশ সুন্দর কিছু ছবি তুলছেন আপু। বিশেষ করে প্রথম ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে পুরো ফোকাস করে খুবই চমৎকার ভাবে তুলেছেন ছবিটি আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87663.71
ETH 3042.50
USDT 1.00
SBD 2.75