একটি বৃষ্টি ভেজা দিনে র কিছু ছবি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে
নাম জানা,অজানা ছোট বড় কত বাজার।তেমনি একটি বাজারের বৃষ্টির দিনের কিছু গল্প আজ বলব। আমার জীবনের অনেকটা সময় কেটেছে এমন একটি উপজেলা য় । এখন সেই সব স্মৃতি আমাকে আন্দলিত করে তোলে।আমার বাড়ির পাশে ছিল ছোট একটি বাজার ।
সেখানে সপ্তাহন্তে একদিন হাট হয়,আশেপাশের গ্রাম থেকে লোক জন তাঁদের এক সপ্তাহের নিত্তপ্রয়জনিয় জিনিস্পত্র হাটথেকে কিনে নিয়ে যায়।
বাজারের মাঝখানে আছে একটি মন্দির,সেখানে বার্ষিক শারদিয় দুর্গা পূজা হয় আবার আছে রাধা গোবিন্দ মন্দির ।
রাধা গোবিন্দ মন্দিরে নিত্য পূজা করা হয়।আমরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় রাধাগবিন্দ মন্দিরে পূজা করতাম।
বৃষ্টি র মধ্যে আমদের বাজার চত্বরের পরিবেশ ও সান্ত হোয়ে যায়।সেই কলাহল হারিয়ে যায় ,শান্ত ,নিরবতা বিরাজ করে চারিদিক।
বৃষ্টির রিমঝিম শব্দে চারিদিক মুখর হয়ে ওঠে।
আমি এমনই এক বৃষ্টি র দিনে বাজার চত্বরের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি।

FB_IMG_1626284728362.jpg
বৃষ্টির মধ্যে পায়ে চালিত ভ্যান দাঁড়িয়ে আছে

FB_IMG_1626284725139.jpg
বাজারের চৌরাস্তার ছবি

FB_IMG_1626284719479.jpg
বৃষ্টির মধ্যে দোকান পাট গুটিয়ে দোকানিরা নিরাপদ আস্রয়ে আছে

Sort:  
 3 years ago 

বৃষ্টি ভেজা দিনের ছবিগুলি খুব সুন্দর।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনি আপনার অনুভূতিকে প্রকাশ করেছেন, এটা অত্যন্ত ভালো ব্যাপার। কিন্তু আপনাকে পোষ্টের কোয়ালিটির ব্যাপারে আরও সচেতন হতে হবে। আপনি ছবিগুলো যে স্থান থেকে তুলেছেন সেই স্থানের লোকেশন কোড আপনার ফটোর নিচে ব্যবহার করবেন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ,মূল্য বান মতামতের জন্য

 3 years ago 

ছবিগুলো ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ছবিগুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70858.50
ETH 3796.76
USDT 1.00
SBD 3.44