সব্জি খিচুড়ি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভাল।
আজ কে ছুটির দিন শুক্র বার তাই ঘুম থেকে একটু দেরি করে উঠলাম।তাড়াতাড়ি রান্না করতে হবে ।
দ্রুত যে কোনও একটা আইটেম আমাকে করে ফেলতে হবে।
তাই সিদ্ধান্ত নিলাম খুব সহজে সব্জি খিচুড়ি রান্না করব।
আমার মেয়ে, তাঁর বাবা দুজনেই সব্জি খিচুড়ি খেতে ভালবাসে।
অনেক আলাপ সালাপ করে ফেললাম এবার আসল কথায় আসা যাক।সব্জি খিচুড়ি রান্নার পদ্ধতি:

সব্জি খিচুড়ি:
20210730_094944.jpg

রান্নার উপকরণ:

সব্জি খিচুড়ি রান্না করতে যে সব উপকরণ লাগছে সেগুলো:

বিভিন্ন প্রকার সব্জি
20210730_085231.jpg
কাঁচা মরিচ
20210730_085751.jpg
মুগ ডাল (ডাল সবসময় চালের দ্বিগুণ নিতে হবে)
20210730_090409.jpg
চাল চিনি গুড়া
20210730_090748.jpg
মসলা
20210730_092813.jpg
তেজ পাতা ৩_৪ টি
20210730_092858.jpg

ঘি ১চামচ
20210730_095002.jpg

রান্নার পদ্ধতি:

ধাপ:১:
সব্জি গুলো কেটে ধুয়ে রেখে দিলাম,জল ঝরিরে নিলাম

20210730_085239.jpg

20210730_090805.jpg

ধাপ:২
কড়াইতে অল্প তেল দিয়ে ডাল গুলো ভেজে নিলাম

20210730_091030.jpg

ধাপ:৩
কড়াইতে ১ চামচ তেল দিয়ে গরম হয় আসার পর সব্জি গুলো হালকা করে ভেজে নিলাম।

20210730_091035.jpg

ধাপ:৪
ভেজে নেওয়া সব্জির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাঁর মধ্যে ভেজে রাখা ডাল ও চাল দিয়ে কিছুক্ষন রান্না করে নিলাম।
এর মধ্যে একে একে কাঁচা মরিচ, নুন, হলুদ, তেজ পাতা দিয়ে দিলাম।
20210730_092554.jpg

20210730_092556.jpg

ধাপ:৫
এরপর মোটামুটি ঝোল গাড় হয়ে আসলে এর মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিলাম।
ঘি নামানোর ঠিক আগেই দিতে হবে তাহলে সুগন্ধ টা খাওয়ার সময় পাওয়া যাবে।
নামানোর আগে কয়েক টুকরো দারচিনি ও এলাচ দিয়ে দিলাম।
20210730_094933.jpg

20210730_094944.jpg

20210730_094921.jpg
এই তো এভাবেই মোটামুটি সহজ উপায়ে রান্না হয় গেল সব্জি খিচুড়ি।
আপনারা ও এভাবে রান্না করে দেখুন আশাকরি সবার ভাল লাগবে।

Sort:  
 3 years ago 

খুব সুস্বাদু খিচুড়ি রেসিপি।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68