মীনা কার্টুন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

মীনা অনেকের কাছেই খুব পরিচিত চরিত্র।আমি ছোট বেলায় মীনা কার্টুন দেখতে খুব পছন্দ করতাম।আমদের ছোট বেলার সময়টায় প্রত্যেক শুক্র বার টিভি তে মীনা কার্টুন হত।অধীর আগ্রহে শুক্র বারের জন্য অপেক্ষা করতাম।তখন টিভি তে এত চ্যানেল ছিল ওই সাকুল্যে একটাই— Btv ।
মীনা কার্টুন এর চরিত্র গুলো আমার খুব ভাল লাগত।

মীনা কার্টুন এর চরিত্র সমুহ:

মীনা

মীনার ভাই রাজু

মীনার টিয়া পাখি মিঠু

মীনার মা,বাবা

মীনার ছোট বোন

মীনার স্কুলের শিক্ষক ,শিক্ষিকারা

মীনার গ্রামবাসী

মীনা কার্টুন ছিল শিক্ষামুলক কার্টুন । সাস্থ্য বিষয়ক বার্তা এর মধ্যে থাকত যা দেখে ছোট বড় সবাই অনেক কিছু জানতে পারত।এবং সে গুলো নিজেরদের প্রাত্ত্যহিক জীবনে প্রয়োগ করতে পারত।
মীনার দায়িত্ব বোধ দেখে ছেলেমেয়েরা নিজেদেরসে ভাবে গড়ে তুলত।

মীনা র শিক্ষার প্রতি অনুরাগ কার্টুন এর আর একটি অন্নতম বড় দিক যেটা বাচ্ছাদের লেখাপড়া র প্রতি আগ্রহ তৈরিতে অগ্রনি ভূমিকা পালনে সাহায্য করত।

মীনা র একটি টিয়া পাখি যে সবসময় মীনা র আশেপাশে থাকত এবং মীনা তাঁকে খুব ভালবাসত ।যে কোনও বিপদ আপদে মীনা তাঁর মিঠু কে যেমন সাহায্য করত মিঠু ও তেমনি মীনা কে সব রকম কাজে সাহায্য করার চেষ্টা করত।
মিঠু একটি রুপক হিসাবে এখানে কাজ করেছে । মীনা র মিঠু র প্রতি ভালবাসা শিশুদের প্রাণী কুলের প্রতি ভালবাসা শেখাতে সাহায্য করেছে।

মীনা তাঁর ছোট বোনের অসুস্থতায় ভেঙে না পরে স্কুল থেকে শেখা অনেক করনিয় পদক্ষেপ গ্রহণ করেছে।

গ্রামবাসীদের সাস্থ্য সম্পরকে অনেক কিছু শিখিয়েছে।এবং এতে তাঁরা উপকৃত হয়েছে।
মীনা কার্টুন একটি শিক্ষামুলক সিরিজ।এটি episod আকারে দেখানো হত।অনেক স্কুলে ও মীনা কার্টুন দেখিয়ে বাচ্ছাদের
সাস্থ্য, শিক্ষা ,দৈনন্দিন জীবন সম্পরকে শিক্ষা দেওয়া হত।যাতে বাচ্চারা খুব সহজেই মীনার ভাল গুণ গুলো থেকে অনেক কিছু শিখে নিত।

নিচে মীনা কার্টুন এর কয়েকটি ছবি দেওয়া হল।

ছবি:১
hqdefault.jpg
প্রথম ছবিটি তে মীনা , রাজু স্কুলে যাচ্ছে
ছবি:২
Page-05_0.jpg
ছবি ২: মীনা ,রাজু আর ওদের বন্ধুরা মিলে খেলা করছে।

ছবি:৩
Meena_cartoon.gif
৩য় ছবিতে মীনা র সাথে মীনার টিয়া পাখি মিঠু

page groud_16.jpg
৪ ন্ং ছবি তে মীনা ,রাজু, মিঠু আর ওর একজন বন্ধু
ছবি গুলো গুগল থেকে নেওয়া।

Sort:  

আমি আমার ছেলেবেলায় এই কার্টুন খুব দেখতাম। এখন এই কার্টুন টিভিতে প্রচারিত হয় না বিধায় দেখাও হয় না।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ

 3 years ago 

মিনা কার্টুন আমার অনেক অনেক বেশি প্রিয় ছিলো।এই কার্টুন এর মাধমে মানুষ কে বিভিন্ন ধরনের সতর্কতা করিয়েছে।আর এখনো করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে কার্টুন টি নিয়ে লেখার জন্য।

 3 years ago 

মীনা আমার খুব পছন্দের একটি কার্টুন ছিল। আগে আমি নিয়মিত এটা দেখতাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হলেও এই কার্টুন দেখাও অভ‍্যাস এখনও রয়ে গেছে। মীনা ছিল শিক্ষনীয় একটি কার্টুন এপিসোড।

আপু আজ আপনার পোস্টে অনেকগুলো বানান ভূল হয়েছে। বানান ভূল শব্দের বিকৃতি ঘটায়। দয়া করে বানান গুলো ঠিক করে নেবেন। ধন্যবাদ।

 3 years ago (edited)

ধন্যবাদ,আসলে কাল একটু অসুস্থ ছিলাম সেই জন্য লেখার পরে আর চেক করা হয়নি ।

 3 years ago 

ঠিক আছে আপু। ধন্যবাদ 🙂🙂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62952.44
ETH 2542.20
USDT 1.00
SBD 2.65