বাদল দিনে অলস দুপুরের গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ সারাদিন থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রবল বাতাসের বেগে শো শো শব্ধ হচ্ছে।বৃষ্টি আমার সবসময় ভাল লাগে ,ছোট বেলায় যখন বৃষ্টি পড়ত দৌড়ে ঘরের বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতাম আর মায়ের কান্ মলা খেতাম সে এক অন্য রকম ভাল লাগার আনুভুতি।এখন সে গুলো মনে পরে আর আফশোস হয় যদি ফিরে যেতে পারতাম সেই ছেলে বেলার দিন গুলতে।
আজকের দুপুর বেলা য় শুয়ে শুয়ে সেই পুরনো দিনের বৃষ্টির দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।
আমাদের বাসার চারপাশে প্রচুর গাছপালা যেটা ঢাকার অন্য কোনও এলাকায় নেই ।
গাছপালা বেশি থাকার কারণে ঢাকার অন্য এলাকার মতো শহুরে পরিবেশের ভাব এখানে কম।
আমরা বেশ নিরিবিলি শান্ত পরিবেশে বশবাস করি।
যার কারণে বৃষ্টির ঝুম ঝুম শব্দ কানে লাগে।

আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা বিরূপ আঁকার ধারন করেছে , বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে।
আজকের বৃষ্টির দিনের কয়েক্ টি ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি।

20210729_110332.jpg

20210728_172540.jpg
মেঘলা আকাশ
20210728_172405.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59439.79
ETH 2290.08
USDT 1.00
SBD 2.48