ডিমের খোসা দিয়ে জাতীয় পতাকা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

ডিসেম্বর মাস আসলেই আমাদের বাঙালিদের হৃদয়ে জেগে ওঠে এক সংগ্রামী সুর। এই মাস বিজয়ের মাস । প্রতি বছর ১৬ ডিসেম্বর কে কেন্দ্র করে মাস চলে নানা আয়োজন। দেশাত্মবোধক নানান অনুষ্ঠান চলে মাস ব্যাপী।
লক্ষ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই স্বাধীনতা। ১৯৭১ সালে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমরা আমাদের এই মুক্তির স্বাদ। তাই ডিসেম্বর মাস আসলেই আমাদের মনে এক রকম উত্তেজনা কাজ করে।
নানা ধরণের অনুষ্ঠানে র মধ্য দিয়ে আমরা এই বিজয় দিবস উদযাপন করি।
স্কুল ,কলেজ , ভার্সিটি, সব ধরনের প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে এই দিবস উদযাপন করে থাকে ।

আমি আজকে বিজয়ের মাসে তৈরি করেছি ডিমের খোসা দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা।
আসুন তাহলে শুরু করা যাক ডিমের খোসা দিয়ে জাতীয় পতাকা।

20211204_124843.jpg

উপকরণ:
১: রোদে শুকনো ডিমের খোসা ৪-৬টি
20211204_120722.jpg

২: জল রং
20211204_120733.jpg

৩:পেন্সিল,কলম
20211204_120739.jpg

৪:রং করার তুলি
20211204_120748.jpg

৫:সাদা কাগজ
20211204_121020.jpg

যে কোনো গোল বস্তু
20211204_120818.jpg

পদ্ধতি:

ধাপঃ১

প্রথমে একটি সাদা a4 সাইজের একটি কাগজ নিলাম। তার পর তাতে গোল সেপ করে নিলাম।

20211204_120818.jpg

20211204_121020.jpg

ধাপঃ২

এরপর গোল দাগের চারিপাশে আঠা লাগিয়ে ডিমের খোসা গুলো ভেঙে নিয়ে সুন্দর করে লাগিয়ে ফেললাম।

20211204_121425.jpg

20211204_122028.jpg

20211204_122610.jpg

ধাপঃ৩

এখন সেপ করা বৃত্তের ভিতর সুন্দর করে আস্তে আস্তে আঠা দিয়ে ডিমের খোসা ভেঙে ছোট ছোট টুকরো করে লাগিয়ে নিলাম।

ধাপঃ৪

এবার ডিমের খোসার উপর সুন্দর করে বৃত্তের চার পাশে গাঢ় সবুজ রং করে ফেললাম।

20211204_123809.jpg

20211204_124332.jpg

20211204_124335.jpg

ধাপঃ৫

এখন বৃত্ত টি গাঢ় লাল রং করে নিলাম।

20211204_124506.jpg

20211204_124507.jpg

20211204_124842.jpg

এভাবে খুব সহজেই আমরা ডিমের খোসা দিয়ে খুব সুন্দর একটি পতাকা বানিয়ে ফেলতে পারি।
আশাকরি আমার তৈরি পতাকাটি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।
সবাইকে মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা।

ছবি: বিজয় দিবস
মাধ্যম: ডিমের খোসা ও জল রং
ছবি তোলার যন্ত্র: SamsungS20 ultra 4g
ছবি তোলার তারিখ: ৮-১২-২১

Sort:  
 3 years ago 

ওয়াও ভাইয়া অনেক সুন্দর হয়েছে আপনার ডিমের খোসা দিয়ে বানানো বাংলাদেশের জাতীয় পতাকাটি। আমি তো প্রথমে বুঝতে পারিনি।ভেবেছিলাম এটা একটা ফটোগ্রাফি পোস্টটি ভাল হবে দেখে বুঝতে পারলাম যে আপনার হাতে বানানো ডিমের খোসা দিয়ে জাতীয় পতাকা। খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ,এটা ডিমের খোসা দিয়েই তৈরি। আমরা এমন অনেক ফেলনা জিনিস দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারি।

আপনার নতুন আবিষ্কার কে স্যালুট জানাচ্ছি । ডিসেম্বর মাস বাঙ্গালীদের বিজয়ের মাস । সত্যি খুব আনন্দ এবং গৌরবময় এই মাস । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আমার কাজটি আপনার ভালো লেগে জেনে খুব ভালো লাগলো।ভালো থাকবেন।

খুবই ক্রিয়েটিভ একটি আর্ট তৈরি করেছেন আপু, দেখতে বেশ ভালো লাগছে। খুবই ইউনিক ধরনের আইডিয়া ব্যবহার করেন আপনি ডাই প্রোজেক্টের জন্য। শুভকামনা রইল আমার পক্ষ থেকে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

 3 years ago 

ডিমের খোসা দিয়ে খুবই সুন্দর ভাবে আপনি জাতীয় পতাকা তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অপনাক্র অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

 3 years ago 

চমৎকার ছবি এবং আপনার পোস্ট খুব আকর্ষণীয়, আমার অন্তর্দৃষ্টি যোগ করুন

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে স্বাগতম

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 99435.17
ETH 3495.95
USDT 1.00
SBD 3.23