ছুটির দিনে ছোট একটি ভ্রমণ( আইস্ক্রিম খাওয়া)

in আমার বাংলা ব্লগ4 years ago

শুক্র বার ছুটির দিন খেয়াল বাবু বায়না ধরল আইস্ক্রিম খাবেই।
কোন কথায় কাজ হবে খেতেই হবে অজ্ঞতা আইস্ক্রিম খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম।মাঝে মাঝে খেয়াল খুব বায়না করে।
করনা র জন্য বাইরে যাইনা বললেই চলে।তারপর বাচ্চারা সব সময় বুঝতে চায়না।বাড়িতে বসে থাকতে থাকতে অস্থির হয়ে ওঠে। যা হোক রওনা দিলাম টকিও এস্কয়ারে।
মিনিট দশেক এর মধ্যে পউছে গেলাম।আর খেয়াল বাবু ও সোজা চলে গেল আইস্ক্রিম পারলার এর সামনে। রোল আইস্ক্রিম খেয়াল বাবুর ফেভারিট আইস্ক্রিম ।
আইস্ক্রিম পারলার এ গিয়ে দেখা গেল রোল আইস্ক্রিম ই নেই।
বাবু তো মহা খেপে গেলেন। উপায় না পেয়ে কোন আইস্ক্রিম ই
অর্ডার করতে হল। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল খেয়াল বাবাবু।আমাকেও একটু ভাগ দিল।ছোট বেলায় আমার ও আইস্ক্রিম খুব প্রিয় ছিল।এখন ওয়েট বেড়ে যাবে এই ভেবে আর খাওয়া হয় না।

20210820_192147.jpg
আইস্ক্রিম পারলার
20210820_191929.jpg
শুধু আইস্ক্রিম নয় হরেক রকম জিনিস এখানে পাওয়া যায়
20210820_192547.jpg
কস্মেটিকস শপ

ছুটির দিনটা ভালই কাটল।হালকা ঘুরাঘুরি একটু বিনদন।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.33
JST 0.034
BTC 112989.01
ETH 4357.61
SBD 0.86