নিজের হাতে তৈরি রঙিন কার্ড

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশাকরি ভালো আছেন । আজ অনেক দিন পর একটি কার্ড তৈরি করলাম। আমরা যখন স্কুলে পড়েছি সেই সময়টায় বন্ধুদের জন্মদিন , ঈদ , বা বন্ধু দিবস ,শিক্ষক দিবসে কার্ড বানাতাম। অনেক দিন কার্ড তরী করতে গিয়ে বেশ খানিকটা অসুবিধাই হচ্ছিল। তারপর ও শেষ পর্যন্ত কিছু একটা বানাতে পেরেছি এতেই আমি খুশি। ঠিক কতটা ভালো হয়েছে সেটা জানিনা। তারপর ও চেষ্টা করেছি। একটা সময় এই ধরণের বিভিন্ন জিনিস তৈরি করতে বেশ মজাই পেতাম কিন্তু সময়ের ব্যবধানে জীবনের বাস্তবতায় আমরা অনেকেই আমাদের শখের কাজ কে আর টিকিয়ে রাখতে পারি না। যা হোক আসুন তাহলে শুরু করি কার্ড তৈরি:

কার্ডটি:
20211203_211835.jpg

20211203_211814.jpg

কার্ড টি যে সব উপকরণ লাগছে:

গোলাপি রঙের A4সাইজের কাগজ একটি

20211203_140157.jpg

সাদা রঙের ar সাইজের কাগজ একটি

20211203_140432.jpg

আঠা
20211203_140729.jpg

পেন্সিল ও গোলাকার একটি বস্তু

20211203_145433.jpg

কাগজ কাটার কাঁচি
20211203_145502.jpg

ধাপঃ১

প্রথমে গোলাপি ও সাদা কাগজ দুটি কে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।

20211203_140346.jpg

20211203_140432.jpg

ধাপঃ২

ভাঁজ করা গোলাপি কাগজ টি উপরে রেখে ভিতর দিকে সাদা কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

20211203_140846.jpg

20211203_140918.jpg

ধাপঃ৩

এখন ভাঁজ করা কাগজের উপরে গোলাকার কিছু দিয়ে পেন্সিল দিয়ে শেপ করে নিলাম।

20211203_145401.jpg

20211203_145433.jpg

ধাপঃ৪
এরপর কাঁচি দিয়ে গোল করে কেটে নিলাম।

20211203_150010.jpg

20211203_150123.jpg

ধাপঃ ৫

এখন সাদা কাগজ ছোট ছোট করে কেটে নিলাম আর সেগুলো দিয়ে ভাঁজ করে নিলাম।

20211203_150949.jpg

20211203_151114.jpg

20211203_150804.jpg

20211203_150747.jpg

ধাপঃ৬

ভাঁজ করা কাগজ গুলি দিয়ে কেটে কেটে ছোট ছোট ফুল তরী করে ফেললাম।

20211203_151547.jpg

20211203_152149.jpg

20211203_152401.jpg

ধাপঃ৭
এবার ফুল গুলির ভিতরে রং দিয়ে হলুদ রঙের সেড দিয়ে দিলাম। এবং কালো কালির কলম দিয়ে ফুলের মাঝে ডট দিলাম।

20211203_152537.jpg

ধাপঃ৮
এরপর একে একে ফুলগুলি বৃত্তের নিচের দিকটায় আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

20211203_152953.jpg

20211203_152949.jpg

ধাপঃ৯
সবশেষে বৃত্তের ভিতর সাদা অংশে থ্যাংকস গিভিং বা শুভ জন্মদিন , যেটা দরকার সেটি লিখলেই কার্ড টি কম্পিলিট হয়ে গেল।
20211203_211814.jpg

আশাকরি কার্ড তৈরির পদ্ধতিটি সবার ভালো লাগবে। আর এই সমস্ত পদ্ধতির আলোকচিত্রগুলি আমার মুঠোফোন SamsungS20 তে তোলা।
সময়কাল : ৩-১২ -২০২১

Sort:  
 2 years ago 

আপু আপনার রঙিন কার্ডটি দেখতে খুব সুন্দর লাগছে। এভাবে কাউকে বানিয়ে উপহার দিলে ভালই হবে নিজের হাতে তৈরি জিনিস সৌন্দর্য অন্যরকম । তাছাড়া আপনি এটি তৈরি করার পদ্ধতি খুব সুন্দর উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ। আপনার কার্ডটি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমি আপনার তৈরি করা এই সুন্দর হস্তনির্মিত কাজটি দেখতে ভালোবাসি, আপনি আমাকে দেখান কিভাবে এটি সমস্ত উপায়ে করতে হয়।
ভাল কাজ জারি রাখ বন্ধু।

 2 years ago 

অনেক ধন্যবাদ, আমার কাজটি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

বাহ, কার্ডটি নিখুঁত আকারের সাথে সুন্দর দেখাচ্ছে। মাঝখানে হলুদ রঙ সহ কার্ডে ফুলগুলি সূর্যমুখীর অনুভূতি দেয়। ধাপে ধাপে গাইড শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ. শুভ কামনা

 2 years ago 

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago (edited)

ওয়াও খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কার্ড তৈরি। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার রঙ্গিন কার্ডটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙ্গিন কার্ড তৈরির প্রতিটি ধাপের বর্ণনাগুলো পরে আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে আপনি অনেক সুন্দর একটি ইনভাইট কার্ড তৈরি করেছেন। এরকম ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কার্ড তৈরি করেছেন। আপনার কার্ডটা অনেক ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ।

অসাধারণ একটি কাজ আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশাকরি সামনে আপনার কাছ এরকম আরও অনেক অনেক কাজ পাবো।

খুবই সিম্পল এরমধ্যে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। টিচার কে যদি দিতে পারতেন তাহলে নিশ্চয়ই অনেক খুশি হত সে এটা পেয়ে। আসলে জীবনের ব্যস্ততার মাঝে কখন যে পছন্দের জিনিসগুলো হারিয়ে যায় বুঝতেই পারি না আমরা। ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য আপু।

 2 years ago 

কার্ড টি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আমরা ছোট বেলায় এমন অনেক জিনিস বানাতাম যা এখন ভুলে যেতে বসেছি।

 2 years ago 

আপু এত সুন্দর একটি কার্ড বানিয়েছেন।দেখেই ভালো লাগলো।কার্ড বানানোর পদ্ধতি ও ধাপ আকারে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগলেই আমার সব থেকে বড় পাওয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 59568.13
ETH 2951.73
USDT 1.00
SBD 3.55