আমার আজকের মেনু ( মসলা মুরগির মাংস রেসিপি)

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ সন্ধ্যা বন্ধুরা,
সবাই ভালো আছেন এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের লেখা শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ দুপুরে র মসলা মুরগি রেসিপিটি।

খেয়াল বাবু আবার মুরগির মাংস খুব ই পছন্দ করে। অন্য কোনো মাংস সে তেমন খেতে চায়না। তাই মুরগি র মাংসই বিভিন্ন রকম ভাবে রান্না করি। তবে আমার কাছে সাধারণ মুরগির ঝোল ই ভালো লাগে ।

যা হোক আর বেশি কথা না বাড়িয়ে আসুন রান্না শুরু করা যাক।

:: মসলা মুরগি::

20211223_112327.jpg

উপকরণ:

১: মুরগির মাংস (১কেজি)
20211223_094940.jpg

২: আলু(৩-৪ টি)পিচ করে কাটা

20211223_094924.jpg

20211223_094914.jpg

৩: তেজ পাতা(৩-৪টি)

20211223_095119.jpg

৪: পেঁয়াজ বাটা ( ৪ চামচ),আদা -রসুন বাটা (৪ চামচ ), শুকনো মরিচ গুঁড়ো স্বাদ মতো, লবন স্বাদ মতো, তেল পরিমান মতো, গরম মসলা গুঁড়ো পরিমান মতো।

20211223_095053.jpg

20211223_095046.jpg

20211223_095001.jpg

20211223_094959.jpg

রান্নার পদ্ধতি:

ধাপঃ১

প্রথমে কড়াইতে পরিমান মতো তেল দিয়ে আলু গুলো ভালো করে ভেজে নিলাম।

20211223_102810.jpg

![20211223_100418.jpg](

ধাপঃ২

তারপর ভাজা আলু গুলো আলাদা পাত্রে তুলে রেখে কড়াইয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম।

20211223_103158.jpg

20211223_102948.jpg

ধাপঃ৩
এরপর আমি ভাজা মসলা র মধ্যে ঝোল ঝরিয়ে রাখা মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমান লবণ ও শুকনো মরিচ গুঁড়া । তার পর আবার ও খুব নেড়ে চেড়ে কসিয়ে নিলাম ।

20211223_104001.jpg

20211223_103656.jpg

ধাপঃ৪

মাংস ভালো ভাবে কসিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমান মতো জল।

20211223_105700.jpg

20211223_105212.jpg

20211223_105829.jpg

20211223_105828.jpg

ধাপঃ৫
এবার ভেজে রাখা আলু গুলো দিয়ে দিলাম।

20211223_110449.jpg

20211223_105933.jpg

ধাপঃ৬

এরপর ঝোল এর মধ্যে দিয়ে পরিমান মতো হলুদ ও শুকনো মরিচ গুঁড়া।

20211223_111951.jpg

20211223_111949.jpg

ধাপঃ৭
এখন আমি কিছুক্ষন জাল করার পর ঝোল গাঢ় হয়ে আসলে দিয়ে দিলাম পরিমান মতো গরম মসলা গুঁড়ো।

20211223_111952.jpg

20211223_111951.jpg

ধাপঃ ৮
সবশেষে গরম মসলা গুঁড়ো দিয়ে ২-৩মিনিট জাল করলাম তারপর নামিয়ে নিলাম।

20211223_112327.jpg

20211223_112243.jpg

20211223_112241.jpg
এভাবে খুব সহজে রান্না করে ফেললাম খেয়ালের পছন্দের মসলা মুরগি। আশাকরি আপনাদের ও খুব ভালো লাগবে । আজকে এখানেই শেষ করছি , আগামীতে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ।
ধন্যবাদ , বন্ধুরা ভালো থাকবেন সবাই।

ছবি: রেসিপি(মসলা মুরগি)

স্থান: গাজিয়াবাদ, দিল্লী

ছবি তোলার তারিখ: ২৩- ডিসেম্বর-২০২১

ছবি তোলার মাধ্যম: আমার মুঠোফোন(SamsunS20ultra)

Sort:  

আপনার মুরগির মাংস রেসিপি দেখে মন ভীষণ করে খেতে ইচ্ছে করছে। আপনি একটি লোভনীয় রেসিপি তৈরি করেছেন। আপনার প্রতিটি ধাপ অসাধারণ ছিল। প্রতিটি ধাপ থেকে বোঝা যাচ্ছে এই রেসিপিটি অনেক টেস্টি হবে। আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ। আপনিও একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন নিশ্চই আপনার ভালো লাগবে।

 2 years ago 

মুরগি মাংস রেসিপিটা দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। আমার মুরগির মাংস খুবই পছন্দ। আমি মাঝেমধ্যে মুরগির মাংস রেসিপি তৈরি করি। আজকে আপনার এই মুরগির মাংসের রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

মাংসের অসাধারণ একটি রেসিপি আপনি প্রস্তুত করেছেন দেখতেই খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে একটা খেয়ে নিই। প্রস্তুত প্রণালি দারুণভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 

মুরগির মাংসের অসাধারণ একটি রেসিপি উপহার দিয়েছেন আপনি। দেখেই জিভে জল চলে এলো। মুরগির মাংস রান্নার প্রতিটি ধাপের ফটোগ্রাফি এবং বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমিও কয়েকদিনের মধ্যেই এ ধরনের একটি রেসিপি আপনাদের উপহার দিবো বলে আশাবাদী। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 60147.86
ETH 2985.82
USDT 1.00
SBD 3.83