মেরি ক্রিসমাস, ২০২১

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ ২৫ ডিসেম্বর, বড়দিন
মেরি ক্রিসমাস
সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে যদিও এই দিনটা খুব ঘটা করে পালিত হয় না কিন্তু দিল্লী এসে ক্রিসমাসের আনন্দ কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। ইংরেজ রা ভারত ছেড়ে চলে গেলেও তাদের কালচার এখন ও ভারত ভুলে যায় নি। তাছাড়া এখনো এদেশে প্রচুর খ্রিস্টান বাস করে।
গত কাল খেয়াল খুব বায়না করছিল তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি । বিকেল ৩ টা নাগাদ আমরা রওনা দিলাম ডি এল এফ মলের উদ্দেশ্যে।আমরা যে এলাকাতে আছি সেখান থেকে ডি এল এফ মলের দূরত্ব খুব বেশি নয় । দিল্লী র একটা বড় সুবিধা এই , দিল্লীর শহরে অনেক ফ্লাই ওভার আছে যার জন্য আপনি খুব সহজেই কোনো প্রকার জাম ছাড়া পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে আবার শহরের বাইরেও অনেক রাস্তা আছে যার জন্য আপনি এক স্থান থেকে অন্য স্থানে মেইন শহর বাদ দিয়ে যেতে পারেন । যেটা আপনার সময় ও খরচ দুটোই বাঁচিয়ে দেবে।
আবার হাই ওয়ে তে আছে কম পক্ষে ৫-৬ লেন , তাই দুর্ঘটনা থেকে যেমন রক্ষা পাওয়া যায় তেমনি সময় ও বাঁচে।

যা হোক অনেক হলো দিল্লীর কথা এবার আসি আসল কথায়।
আমি তো এর আগে দু একবার ক্রিসমাসের সময় ইন্ডিয়া তে এসেছি কিন্তু দিল্লী তে এই প্রথম । কলকাতার পার্ক স্ট্রিট এ কয়েকবার গিয়েছি । পার্ক স্ট্রিট এ তো ওই দিন উৎসবের ধুম পরে যায় । ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের আমেজে। খেয়াল তখন বেশ ছোট এই বছর ৩-৪ হবে ওর বয়স । সারা পার্ক স্ট্রিট এর কোথাও তো গাড়ি ঢোকে না হেটে ই দেখতে হবে , ঘুরতে হবে । তেমনি ভিড়ের কথা আর কি বলবো লোকে লোকারণ্য । চারিদিকে শুধু আলোর রোশনাই , শান্তা কোলাজ, স্নো র প্রতিকৃতি বানানো সে এক অন্য রকম পরিবেশ।
ডি এল এফ মলে যাওয়ার জন্য উঠলাম একটা অটোতে , আমি ,খেয়াল আর ওর ছোট কাকা । অটো চললো ডি এল এফ এর উদ্দেশ্যে । মোটামুটি ত্রিশ মিনিট মতো সময় লাগল ।
সম্পূর্ণ নতুন রাস্তা ঘাট একটু একটু ভয় ভয় করছিল । কিছু যাওয়ার পর রাস্তা গুলো একটু চেনা চেনা মনে হচ্ছিল কারণ এর আগে আমি দু বার দিল্লী এসেছি ,তখন ছিলাম noyda নামক স্থানে যেটা উত্তর প্রদেশের মধ্যে । সেখান বেশ কয়েকবার খেয়াল বাবার সাথে ডি এল এফ মলে গিয়েছিলাম ।

ডি এল এফ মলে পৌঁছে মেইন গেট এর সামনে আমাদের অটো থেকে নামিয়ে দিল।গেট দিয়ে ঢোকার মুখেই দেখলাম ক্রিসমাস উপলক্ষে বড় ক্রিসমাস ট্রি বানানো।
ভিতরে গিয়ে দেখলাম ক্রিসমাস ট্রি , স্নো সহ প্রত্যেক দোকান তাদের নানান সাজে সেজে উঠেছে।

প্রচুর লোকজন এসেছে ঘোরাঘুরি করছে , কেনা করছে, খাওয়া দাওয়া করছে নিজেদের পছন্দ মতো সময় কাটাচ্ছে ,মজা করেছে।
আমি ও বেশ কিছু ছবি তুললাম , খেয়াল আবার আইচ ক্রিম খেলো।

এখন আমি ছবি গুলো আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে আপনাদের ।

20211224_165036.jpg

ডি এল এফ মলের ঠিক মাঝখানে টায় বিশাল এক ক্রিসমাস ট্রি । এত সুন্দর করে সাজানো যা সবার মন করে নেয় । প্রত্যেকেই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল । আমি আর খেয়াল ও একটা ছবি তুলে ফেললাম।পুরো ক্রিসমাস ট্রি টা যদিও ছবিতে আসেনি ।

20211224_180441.jpg

একটি দোকানের সামনে ছোট একটি ক্রিসমাস ট্রি সাথে স্নো বল , গিফট বক্স দিয়ে সাজানো হয়েছে।

20211224_170748.jpg

এটি একটি আইচ ক্রিম শপ । খেয়াল এখান থেকে আইচ ক্রিম খেলো। আইচ ক্রিম শপের আইচ ক্রিম সেলফ এর গ্লাস টাও সুন্দর করে ক্রিসমাস এর জন্য সাজানো হয়েছে।

20211224_165431.jpg
এই ছবিটা একটি জুয়েলারি দোকান থেকে তোলা। এই দোকান্ টিও সেজে উঠেছে ক্রিসমাস উপলক্ষে । ছোট বড় সব দোকান ই সেজে উঠেছে ক্রিসমাস এর আনন্দে।

20211224_165251.jpg

20211224_165154.jpg
সব দর্শনার্থীরা এসে বড় ক্রিসমাস ট্রি এর সামনে ছবি তুলছিল । ছোট রা তো খুব খুশি ক্রিসমাস উপলক্ষে । তারা তাদের বাবা, মায়ের সাথে এসে ছবি তুলছিল।

20211224_165008.jpg
ক্রিসমাস ট্রি র সামনে খেয়াল বাবুর আর একটি ছবি। ক্রিসমাস ট্রির সামনে ভিড় লেগেই ছিল । সহজে ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছিল না । খেয়াল বাবু তাই চান্স পেয়েই আর একটি ছবি তুলে ফেলল।

20211224_164930.jpg

এখানে লক্ষ করলে দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি র উপরেও খুব সুন্দর করে লইটিং করা হয়েছে, রং বেরঙের বল , বেলুন দিয়ে সাজানো হয়েছে।

20211224_164925.jpg

20211224_164748.jpg

20211224_164627.jpg
মার্কেট থেকে বেরোনো র সব মুখেই একটি করে এই গোল্ডেন ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে । দেখতে সত্যি অসাধারণ।

গত কালের সন্ধ্যা টা সত্যি দারুন উপভোগ্য ছিল। খেয়াল বাবু র সাথে আমরা ও খুব সুন্দর সময় কাটছে। ক্রিসমাস উৎযাপন না করলেও কিছুটা হলেও তার আনন্দ উপভোগ করলাম ।
আজ এখানেই শেষ করছি আবার ও হাজির হব নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ,নতুন কোনো বিষয় নিয়ে । ভালো খাবেন সবাই ।
মেরি ক্রিসমাস

ছবি: ক্রিসমাস ইভ ( ২০২১)

ছবি তোলার মাধ্যম: SamsungS20 ultra

ছবি তোলার তারিখ:২৫-১২-২০২১

ছবির স্থান: ডি এল এফ মল, দিল্লী,

Sort:  
 2 years ago 

দিল্লির মত বড় শহরে ঘোরার অভিজ্ঞতা আমার এখনো হয়ে ওঠেনি তাও আবার ক্রিসমাসের সময়। বোঝাই যাচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ক্রিসমাস ট্রি টি দেখতে বেশ বড়। আমি দিল্লিতে আজও যায়নি তবে আপনার মাধ্যমে দিল্লির এই মেরি ক্রিসমাস উৎসব টি দেখার সুযোগ পেলাম। ক্রিসমাস উৎসব এ দেখলাম অসাধারণ ভাবে লাইটিং করেছে এবং সাজিয়েছে এখানে থাকতে পারলে আসলেই অনেক মজা হত । কিন্তু থাকতে না পারলেও আপনার জন্য মজাগুলো সামান্য হলেও উপভোগ করতে পেরেছি । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 
  • খুবই সুন্দর একটি আনন্দময় দিন পার করলেন। এই দিনটিতে অনেক আনন্দ মজা করেছেন এবং খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। আমার খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লাগছে। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ভালবাসা এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।

 2 years ago 

আপু প্রথমেই আপনাকে বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। পোস্ট পড়ে বুঝতে পারলাম বড়দিনের উৎসবে অনেক মজা করেছেন এবং মুহূর্তগুলো দারুণভাবে উপভোগ করেছেন। আপনার পোষ্টের ক্রিসমাস ট্রি এর ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতেছে। সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 57405.63
ETH 2867.89
USDT 1.00
SBD 3.54