আজ রাতের স্পেশ্যাল মেনু (মুগ ডাল ফ্রাই)

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ রাতে একটা নতুন পদ রান্না করলাম । আমি এটা আগে কাখন ও করিনি। মুগ ডাল ফ্রাই আমরা ছোট খাটো হোটেল রেস্তোরাঁ তে খেয়ে থাকি। সেটি আজ একটু চেষ্টা করলাম ।
আসুন শুরু করা যাক্ মুগ ডাল ফ্রাই রান্না ।

20210820_213906.jpg

মুগ ডাল ফ্রাই রান্না পদ্ধতি:

উপকরণ:

মুগ ডাল ২৫০ গ্রাম

20210820_212307.jpg

20210820_212308.jpg

সরিসার তেল পরিমাণ মতো

20210819_115705.jpg

কাচা মরিচ

20210820_211935.jpg

শুকনা মরিচ ৪_৫ টি

20210820_211935.jpg

দারুচিনি কয়েক টুকরো+আস্ত জিরা+৩ -৪ টি এলাচ

20210820_211904.jpg

নুন+ হলুদ +আস্ত তেজ পাতা ২-৩ টি

20210730_092813.jpg

20210730_092858.jpg

পেঁয়াজ কুচি ১কাপ,রসুন কুচি হাপ কাপ,পেঁয়াজ রসুন পেস্ট হাপ কাপ।

20210811_112227.jpg

20210811_114141.jpg

রান্নার পদ্ধতি:

ধাপ:১

ডাল গুলো ধুয়ে আধ ঘণ্টা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম।

20210820_212308.jpg

ধাপ:২

তারপর ডাল গুলো থেকে ভাল করে জল ঝরিয়ে নিলাম।
এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন কুচি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি ,রসুন কুচি দিয়ে ডাল গুলো ভেজে নিলাম।

20210820_210717.jpg

20210820_211244.jpg

ধাপ:৩

ডাল ভাজা হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ডাল গুলো ভাল করে সিদ্ধ করার জন্য।

20210820_211247.jpg

20210820_211346.jpg

20210820_211512.jpg

ধাপ:৪
ডাল সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ে একে একে নুন, হলুদ , আস্ত গরম মসলা ,কাচা মরিচ , তেজ পাতা দিয়ে দিলাম।

20210820_213347.jpg

ধাপ:৫
এবার ডাল চুলা থেকে নামিয়ে পাত্রে রেখে দিলাম।তারপর কড়াইয়ে কিছুটা সরিসার। তেল দিয়ে শুকনা মরিচ গুলো ভেজে নিলাম।

20210820_213659.jpg

ধাপ:৬

এখন পাত্রে ডালের মধ্যে তেল সহ ভাজা শুকনো মরিচ গুলো দিয়ে দিলাম।এই তো হয়ে গেল ডাল ফ্রাই।

20210820_213906.jpg

20210820_213913.jpg

বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখুন মুগ ডাল ফ্রাই।আসা করি সবার ভাল লাগবে।

Sort:  
 3 years ago 

মুগ ডাউল ফ্রাই। বাহ বাহ চমৎকার রেসিপি। আমার আম্মু এটা খুব ভালো করে। কিন্তু আমার আম্মু এই ডাউলের মধ্যে ডিম দেয়। খেতে খুব সুস্বাদু লাগে। ধন্যবাদ এরকম রেসিপি শেয়ার করার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

🙂

 3 years ago 

আপনার মুখ ডাল রেসিপি অনেক সুন্দর হয়েছে। আমিও পছন্দ করি। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

রেসিপি নিয়ে অনেক সুন্দর লিখেছেন এবং ছবি গুলো নিখুঁতভাবে ফুটে তুলেছেন। এমন সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

মুগডাল আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। step-by-step আপনি রান্নাটি খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে কারণে যে কারো পক্ষেই আপনার ছবিগুলো দেখে এবং বর্ণনা মোতাবেক রান্নাটা করে ফেলতে পারবে। এই পোস্টটি যেহেতু ব্লকচেইন অনেকদিন থেকে যাবে সেহেতু এই রান্নার রেসিপি ও আজীবন টিকে থাকবে। ধন্যবাদ আপনাকে এত চমৎকারভাবে রান্নার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

রাতে ডাল খাওয়া ভালো।আমরাও মাঝে মাঝে খেয়ে থাকি।ধন্যবাদ দিদি।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

খুব টেস্টি এবং পুষ্টিকর মুখ ডাল রেসিপি। রাতে ডাল খাওয়াও খুব ভালো। খুব সুন্দর হয়েছে আপনার রেসিপি

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার পোস্ট । ভালো থাকুন । শুভ কামনা রইলো। আমিও বাড়িতে এটা চেষ্টা করবো।

 3 years ago 

ধন্যবাদ, ট্রাই করুন নিশ্চয়ই ভাল লাগবে

 3 years ago 

সুন্দর রান্না করেছেন, আমরা খুব বেশী মুগ ডাল খাইনা। মুশুর ডাল বেশী খাওয়া হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66