বাংলার মাস্টার

in আমার বাংলা ব্লগ3 years ago

ঠিক ১০.৫ বনগাঁ লোকাল পৌছে গেল শিয়ালদা ।এক জন গোল গাল ভদ্রলোক মাঝ বয়সী লোক ট্রেন থেকে নেমে পড়লেন।গোল গাল চেহারা ,হাতে জ্বলন্ত বিড়ি,বগলে ন্যাশানালজিওগ্রাফি পত্রিকা,এভাবেই তিনি চলা ফেরা করতেন।তিনি খেলাতচন্দ্র স্কুলের মাস্টার।

কুলুতলা লেনের একটা বাড়িতে তিনি থাকতেন।ছোট একটি ঘরে তাঁর বাস ছিল।চারিদিক বই পত্তর ছড়ানো।কয়েক টি ১৩_১৪ বছরের ছেলে এই ঘরটি পরিষ্কার করছে।স্কুলের সময় হয়ে গেছে তাও ছেলে গুল এখান থেকে সরবে না।তাঁদের স্যার যখন বাড়ি কলকাতা আসেন সেদিন এটাই তাঁদের ডিউটি।তাঁরা তো জানে স্যার যেদিন বাড়ি থেকে আসেন সেদিন খেয়ে আসেন না।নিচে একটা পাইস হোটেল আছে সেখানে স্যার খান।কোন কোন দিন না খেয়েই স্কুলে চলে যান।
স্যার ঘরে ঢুকতেই একজন ছাত্র নাম আবির বলল স্যার রান্নার ঠাকুর বলল ইলিশ ভাজা হয়েছে রাখতে বলেছি।
স্যার বললেন সে কী রে ইলিশের দাম কত জানিস ?আমার দুদিন খাওয়া হয়েযাবে।
ছাত্র বলল সে একদিন ই খাবেন স্যার কিচ্ছু হবেনা।খাওয়ার ছাত্র শিক্ষক মিলে ট্রেন এ করে স্কুলে।
স্কুল ছুটির পর আবার ছাত্রদের দল।স্যার বললেন তোরা এবার বাড়ি যা দেরি হলে মা বকবেন।
ছাত্রদের মধ্যে সবচেয়ে ছোট যে রফিক সে বলল স্যার আপনার সাথে থাকলে মা বকে না।এরপর ছাত্রদের কারও পকেট থেকে বেরোল একে একেচিনাবাদাম,শনপাপড়ী,তেতুল এর আচার আরও কত কী।এভাবেই খাওয়া দাওয়া শেষে শুরু হল গল্প।স্যার মাঝ খানে বসলেন আর ছাত্ররা তাঁকে ঘিরে গোল হয়ে বসল।এরপর শুরু হল ____
"শংকর একেবারে অজ পাড়া গায়ের ছেলে"
এভাবেই শুরু হল কিনবদন্তি নির্মাণের "চাদের পাহাড়"
আর ছাত্রদের এই মাস্টার মশাই আর কেউ নন অপরাজেও কথা শিল্পী বিভুতি ভূষণ বন্দ্যোপাধ্যায়।আমাদের মাস্তেরমশাই।

FB_IMG_1629428316853.jpg

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন। বাংলার মাস্টার লেখা দেখে আমি প্রথমে মাস্টার দ‍্যা সূর্য সেনের কথা ভেবেছিলাম। কিন্তু পরে দেখি অন‍্যতম বাংলা উপন‍্যাসিক বিভূতি ভূষণ বন্দ‍্যোপ‍্যাধায়ের বিষয়ে লিখেছেন। খুব সুন্দর।

 3 years ago 

সূর্য সেন তো মাস্টার দা হিসাবে পরিচিত।আমার লেখা ভাল লেগেছে এটাই বড় পাওয়া ,ধন্যবাদ

 3 years ago 

হুম। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

গল্পটা পড়ার সময় কখনো ভাবি নি যে শেষে এসে এমন একটা নাম শুনবো,বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় খুবই ভালো মানের একজন সাহিত্যিক, তার গল্প গুলো পড়তে আমরার খুবই ভালো লাগে,আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, সত্যিই অসাধারণ মনোমুগ্ধকর

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

গল্পের শুরুটা পড়লে বোঝা যাবে না। খুব সুন্দর ভাবে কথা শিল্পীর কথা খুব নিপুনতার সাথে তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছু নতুনভাবে জানলাম পোস্ট পড়ে

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন একজন মহৎ মানুষের সম্বন্ধে।শেষে নামটি শুনে ভালো লাগলো।ধন্যবাদ দিদি।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64159.10
ETH 2771.78
USDT 1.00
SBD 2.66