নীল আকাশে আজ সাদা মেঘের ভেলা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আকাশ আজ সত্যি আদ্ভুত রকমের সুন্দর। আকাশ কালো মেঘে আচ্ছন্ন হলে সেটাও যেমন সুন্দর দেখায় তেমনি সাদা
মেঘের ভেলা যখন আকাশে ভেসে বেড়ায় তখনও দেখতে খুব সুন্দর লাগে।
আর এখনকার আকাশ সত্যি অসাধারন সুন্দর।শরৎ কালে কাশ ফুলের মতো মেঘ সারা আকাশে ঘুরে বেড়ায়।আমাদের
মনে কেমন পুজো পুজো গন্ধ এসে যায়।মনটা আনন্দে নেচে ওঠে।মনে এক অদ্ভুত প্রশান্তি দোলা দিয়ে যায়।
আজ সকাল সকাল একটু গ্রামের রাস্তায় হাঁটতে বের হলাম।
দেখলাম আকাশে তুলো র মতো সাদা মেঘগুল আকাশে উড়ে উড়ে খেলা করছে । আমি তাঁদের কয়েকটি ছবি আমি তুলে নিলাম আমার মোবাইল ফোনে।

ছবি:১
20210901_142447.jpg

ছবি :২
20210901_142441.jpg
ছবি:৩

20210901_142521.jpg

ছবি:৪
20210901_142438.jpg
ছবি:৫
20210901_142440.jpg
ছবি:৬
20210901_142437.jpg

ছবিগুলো আমার samsung ultra s20 তে তোলা হয়েছে।ছবির লোকেসান:রুপসা ব্রিজ

Sort:  

খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি নীল আকাশের ভেলা সম্পর্কে।সবকিছুই ঠিক আছে তবে ছবির লোকেশনটা দেননি আপনি।চেষ্টা করুন দিয়ে দেয়ার।

 3 years ago 

ধন্যবাদ আপনার মুল্লবান মতামতের জন্য।

ছবি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার ফটোগ্রাফি প্রশংসার দাবিদার।

আপনি আপনার আকাশের ফটোগ্রাফির সাথে আপনার আরো কিছু অনুভূতি এবং ভালো লাগা যুক্ত করতে পারেন।যেটা পোস্ট কোয়ালিটি ফুল হতে সাহায্য করবে।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপ্নাকেও ধন্যবাদ

 3 years ago 

দুর্দান্ত। নয়নাভিরাম দৃশ্য গুলি। প্রকৃতির একটা নিজস্ব মেজাজ আছে। দারুন লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

আকাশের মেঘ গুলো দেখে মনে হচ্ছে যেন হেসে বেড়াচ্ছে, ছবি গুলো অনেক সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বাহ,অসাধারণ ছবিগুলো।মেঘের মেলা বসেছে আকাশে।খুবই ভালো লাগে এই দৃশ্যগুলি দেখতে।ধন্যবাদ দিদি।

 3 years ago 

দৃশ্যগুলো মনে হচ্ছে কোন ব্রিজ এর উপর হতে ক্যাপচার করা হয়েছে, যার কারনে পুরো আকাশের দৃশ্যটি আসে নাই। যাইহোক, ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, কারন আকাশের দৃশ্যগুলো বেশ উপভোগ্য লাগছে। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ, এটা রুপসা ব্রিজ থেকে তোলা

 3 years ago 

নীল আকাশের ভেলায় আজ সাদা আকাশ,খুবই সুন্দর দেখাচ্ছে আজ আকাশটাকে,ফটোগ্রাফি খুবই সুন্দর

 3 years ago 

মনে হচ্ছে এটা খুলনার রুপসা ব্রীজ। এই ব্রীজটা খুবই সুন্দর। আমি একবার সুন্দরবনে গেছিলা ঘুরতে তখন ব্রীজটা দেখেছিলাম। আকাশের ছবিগুলো খুব সুন্দর তুলেছেন আপু।

 3 years ago 

হ্যাঁ, ঠিক ই বলছেন এটা রুপসা ব্রিজ

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আপনার ফটোগ্রাফির তুলনা হয় না।অসাধারণ ছবি তুলেছেন।তারউপর বর্ণনাটাও সুন্দর ছিলো।

আর এখনকার আকাশ সত্যি অসাধারন সুন্দর।শরৎ কালে কাশ ফুলের মতো মেঘ সারা আকাশে ঘুরে বেড়ায়।

এখন শরৎকাল সাদা মেঘের ভেলাগুলো খুব কাছাকাছি ছুটে চলে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রবীন্দ্রনাথ একেবারে যথার্থই বলেছিলেন। আর এই সময়টাতে সাদা মেঘের এরকম ছোটাছুটি দেখতে কার না ভালো লাগে আর যখন এগুলোকে ক্যামেরাবন্দি করা হয় তাহলে তো বিষয়টা অনেক চমৎকার হয়।

 3 years ago 

একদম ঠিক বলছেন

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70572.77
ETH 3817.08
USDT 1.00
SBD 3.53