প্রেম কানন রাস্তা

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রেম কানন রাস্তা :
নামটা যেমন সুন্দর এর চারপাশের পরিবেশ ও খুব সুন্দর।
আমি যখন ক্লাস সিক্স এ পড়ি তখন প্রথম এই রাস্তা টি তৈরি শুরু হয়, আমরা স্কুল ফাঁকি দিয়ে দল বেঁধে ওখানে ঘুরতে যেতাম ।রাস্তার দুপাশ দিয়ে তখন এতটা ঘন বসতি হয় ওঠে নি।
আসতে আসতে লোকজন বাড়ি ঘর বানানো শুরু করল।
আশেপাশের খালি জায়গা গুলো অনেকটা ই ভরাট হয়েগেছে
এখন,
সেই শান্ত পরিবেশ এখন অনেকটাই আশান্ত , আগে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর গাছ ছিল সেখানে পাখিদের কলকাকলিত তে মুখর থাকত ।

প্রেম কানন রাস্তার পাশে ছিল আমাদের প্রভাস স্যার এর বাড়ি
ওই বাড়িতে স্যার থাকতেন না ,স্যার থাকতেন তাঁর গ্রামের বাড়ি ,বাড়ি টা ভুতুড়ে বাড়ির মতো হোয়ে পরেছিল চারপাশে গাছপালা, ঝপঝাড় তাঁর মাঝখানে এক খান মাত্র ছনের ঘর
আর অনেক গুলো নারিকেল গাছ।
আমরা ৫_৭ জন বন্ধুরা মিলে ঠিক করলাম স্যার এর নারিকেল গাছ থেকে নারিকেল খেতে হবে ,যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম নারকেল অভিজান।
সবাই মিলে নারকেল পাড়া হল আর মজা করে খেলাম্ল
কথাটা স্যার এর কানে চলে গেল আমরা তো ভয়ে অস্থির
স্যার আমাদের আজ কে আর আস্ত রাখবেন না কিন্তু তিনি আমদের তেমন কিছুই বললেন না শুধু তা অপরূপনারকেল পারলি তো আমদের একটু খাওয়া তে পারতি আরও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তা ঘিরে যা
এখন ও আমাকে টেনে নিয়ে যায় সেই স্কুল জীবনে।

এবার বাড়িতে গিয়ে সকাল বেলায় হাঁটতে হাঁটতে চলে গেলাম
প্রেম কানন রাস্তায় ,
ছোট ছোট ঘাসফুল ফুটে ছিলো রাস্তার দুপাশ দিয়ে কি অপরূপ দেখতে লাগছিল কি বলব সকাল বেলার আলোয় তাঁরা যেন ঝলমল করছিল ।

FB_IMG_1627475193344.jpg

এই ফুল কে আমরা বলি ঝাল ফুল:
FB_IMG_1627475190769.jpg

FB_IMG_1627475186151.jpg

সেই ইটের রাস্তা

Sort:  

মন জুড়ে যায় কথা গুলোই

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

দারুন প্রকৃতির ছবিগুলি

 3 years ago (edited)

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66