আজ সকালের স্পেশাল মেনু( চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতা ভর্তা)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ভর্তার জনপ্রিয়তা সবার কাছে । আর বাঙালিরা তো ভর্তা বলতে পাগল । প্রত্যেক বাঙালি ভর্তা দারুন পছন্দ করে। যে কোনো ভর্তা খেতে আমি ও খুব পছন্দ করি। সকাল বেলার মেনুতে ভর্তা একটা আলাদা রুচি এনে দেয় মুখে। সব সময় আসলে ঝাল ঝোল খেতে ভালো লাগে না। ভর্তা বানানো যেমন সহজ খেতেও খুব ভালো লাগে।
আমরা বাঙালিরা বিভিন্ন প্রকার ভর্তা বানিয়ে থাকি যেমন বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, ইত্যাদি। বিভিন্ন প্রকার শাক দিয়েও ভর্তা করা হয় - থানকুনি পাতা ভর্তা , সরিষা শাক ভর্তা , পাট শাক ভর্তা।
সব ভর্তা ই আসলে দারুন টেস্টি হয়।
সরিষা পাতা তেমনি খুবই সুস্বাদু এক প্রকার ভর্তা , আর সাথে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো কথাই নেই।
সরিষা পাতা ভর্তার রেসিপিটা আমার শাশুড়ি মা ই আমাকে শিখিয়েছিলেন। আমার বিয়ের পরে ই প্রথম এই সরিষা শাক ভর্তা খেয়েছিলাম । একবার খেয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম এটা আমাকে বানানো শিখতে ই হবে কারণ ভর্তা টা খেতে খুব ই ভালো হয়েছিল। আমি আমার শাশুড়ি মা র কাছ থেকে সরিষা পাতা ভর্তা বানানো শিখে নিলাম।

আজ আবার অনেক দিন পর সরিষা পাতা ভর্তা করলাম চিংড়ি মাছ দিয়ে । খেতেও খুব ভালো হয়েছিল। তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি।

আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের চিংড়ি মাছ দিয়ে সরিষা শাক ভর্তা রেসিপি।

20211227_105213.jpg

উপরণ:
সরিষা শাক ভর্তা য় যে সব উপরণ লাগছে

১: সরিষা শাক ৫০০ গ্রাম

20211227_075104.jpg

২: সরিষা র তেল ৪ টেবিল চামচ।

20211227_075800.jpg

৩:চিংড়ি মাছ মাঝারি সাইজ ( ৮ -১০)টি

20211227_100733.jpg

৪:আস্ত সরিষা ২টেবিল চামচ।

20211227_075852.jpg

৫: পরিমান মতো নুন, হলুদ

20211227_075731.jpg

কাঁচা মরিচ ৭-৮ টি ( স্বাদ অনুযায়ী)

20211227_100821.jpg

প্রস্তুত প্রণালী:
ধাপঃ১
সরিষা পাতা গুলোকে প্রথমে ভালো করে ধুয়ে এর ডাটা আলাদা করে ছাড়িয়ে নিলাম।

20211227_100829.jpg

ধাপঃ২

কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে চিংড়ি গুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে বাটিতে রেখে দিলাম।

20211227_101707.jpg

20211227_101705.jpg

20211227_101027.jpg

20211227_100814.jpg

ধাপঃ৩
এরপর কড়াইয়ে পরিমান মতো সরিষার তেল দিয়ে সরিষা পাতা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যাতে পাতা থেকে জল বেরিয়ে যায় ।

20211227_101712.jpg

ধাপঃ৪

এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমান নুন , হলুদ। এবং এরপর দু তিন মিনিট কষিয়ে নিলাম।

20211227_101918.jpg

20211227_101912.jpg

ধাপঃ৫

এবার কষানো সরিষা পাতা , ভেজে রাখা চিংড়ি, কাঁচা মরিচও
আস্ত সরিষা সব এক সাথে দিয়ে গ্রাইন্ডারে ব্লেন্ড করে ফেললাম। আপনারা চাইলে শীল পাটা ও ব্যাবহার করতে পারেন । আগেকার দিনে শীল পাটা ই ব্যাবহার করা হতো।

20211227_102456.jpg

20211227_102454.jpg

20211227_102220.jpg

20211227_102217.jpg

20211227_102148.jpg

20211227_102134.jpg

ধাপঃ ৬
ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে কম্পিলিট হয়ে গেল সরিষা পাতা ভর্তা । তারপর গরম ভাতের সাথে পরিবেশন করলাম।

20211227_105213.jpg

20211227_105210.jpg

আশাকরি আপনাদের সবার সরিষা শাক ভর্তা রেসিপি টি ভালো লাগবে।
আজ এখানে ই শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে । ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন।

ছবি: চিংড়ি দিয়ে সরিষা শাক ভর্তা।

ছবি র মাধ্যম: SamsungS 20 ultra

ছবি তোলার তারিখ: ২৮-১২-২০২১

ছবি তোলার স্থান: আমার রান্না ঘর

Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতার ভর্তা রেসিপি আমি কখনো তৈরি করিনি এবং আমি কখনো খাইনি। আপনার এই রেসিপিটি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। এই রেসিপিটি দেখে আমি তৈরি করা শিখতে পারলাম। পরবর্তীতে আমি এই রেসিপিটি তৈরি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সম্পূর্ণ আন কমন একটি রেসিপি পেলাম আপনার কাছ থেকে। ধনিয়া পাতার ভর্তা খেয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতার ভর্তা জীবনে এই প্রথম দেখলাম। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago (edited)
চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতা ভর্তা আপনি দারুন ভাবে তৈরি করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল

ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না ।চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতার ভর্তা নিশ্চয়ই খুব মজাদার ছিল। আমি অবশ্য শুধু চিংড়ি মাছের ভর্তা খেয়েছি কিন্তু সরিষা পাতা দিয়ে কখনো খাওয়া হয়নি ।এটি একদম ইউনিক একটি রেসিপি মনে হচ্ছে আমার কাছে। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি এর আগে কয়েকবার সরিষার পাতার ভর্তা খেয়েছি তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে কখনো খাইনি। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সরিষার পাতা ভর্তা করলে খুবই সুস্বাদু লাগে। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য আপনার কাছ থেকে পরবর্তীতে এ রকম মজাদার এবং লোভনীয় রেসিপি আশা করব।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতার ভর্তা দেখে খুবই লোভ লেগে গেলো আর মনে হলো যে এটা খেতে অনেক বেশি মজার বিশেষ করে গরম ভাতের সাথে। কিন্তু আমি কখনও এটা খায়নি বা তৈরি করে দেখিনি। ধন্যবাদ আপনাকে এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতা ভর্তা খুব ই মজাদার একটা খাবার । একবার খেলে বার বার খেতে মন চাইবে।

 2 years ago 

আপু অতি চমৎকার এবং অসাধারণ লোভনীয় একটি খাবারের রেসিপি পোস্ট করেছেন আপনি। আপনার পোষ্টটি পড়ে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সরিষা পাতার ভর্তা খেতে অনেক মজাদার ছিল। আপনার রেসিপির প্রতিটি ধাপ পরে আমার অনেক অনেক ভালো লেগেছে। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে ০৫ নং ধাপের শিলপাটা ব্যবহারের বিষয়টি। অতি সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 59568.13
ETH 2951.73
USDT 1.00
SBD 3.55